ফের পতন শেয়ারবাজারে, লেনদেন নামলো সাড়ে ৩০০ কোটি টাকায়

আগের কার্যদিবসের মতো গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। লেনদেন কমে সাড়ে ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। আর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.২৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯০.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪২.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.৪১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৫১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩টির বা ৪.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৭২টির বা ২৩.৬৮ শতাংশের এবং ২১৯টির বা ৭২.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৮২ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩.২৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৫২টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩টির বা ৪.২৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৪ শতাংশ, জেএমআই হসপিটালের ১.৯৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১.৮১ শতাংশ, অলিম্পিকের ১.৪৩ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১.০৫ শতাংশ, বাটা সু‘র ০.৯৮ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকর ০.৭৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ০.৬৫ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৬২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ২৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১২.০২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্ক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ১১.৭১ শতাংশ, ইন্ট্রাকোর ৮.৮৭ শতাংশ, মনোস্পুর পেপারের ৮.৭৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৫৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৭.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৬১ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৭.৩৪ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৩ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। এর আর্থিক মূল্য ১৮ কোটি ৯৪ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বীচ হ্যাচারি লিমিটেড ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এএমসিএল (প্রাণ), ব্যাংক এশিয়া, বিবিএস কেবলস, বিডিকম অনলাইন, বিডি ওয়েল্ডিং, বার্জার পেইন্টস, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমিরন কেবল, ডিবিএইচ, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, এনার্জি প্যাক পাওয়ার, ফারইস্ট নিটিং, জেনেক্স ইনফোসিস, গ্রামীণ ফোন, জিএসপি ফিন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ইউনিয়ন ব্যাংক ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ , ০৭ অগ্রহায়ণ ১৪২৯, ২৬ রবিউস সানি ১৪৪৪

ফের পতন শেয়ারবাজারে, লেনদেন নামলো সাড়ে ৩০০ কোটি টাকায়

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবসের মতো গতকালও পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। লেনদেন কমে সাড়ে ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। আর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.২৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯০.৯৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৮৬ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৯৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪২.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ১৭৭.৪১ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৫১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭০ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩টির বা ৪.২৭ শতাংশের, শেয়ার দর কমেছে ৭২টির বা ২৩.৬৮ শতাংশের এবং ২১৯টির বা ৭২.০৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৮২ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩.২৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২টির দর বেড়েছে, কমেছে ৫২টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩টির বা ৪.২৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৯.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৪ শতাংশ, জেএমআই হসপিটালের ১.৯৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১.৮১ শতাংশ, অলিম্পিকের ১.৪৩ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১.০৫ শতাংশ, বাটা সু‘র ০.৯৮ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকর ০.৭৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ০.৬৫ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৬২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২টির বা ২৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৬.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ১২.০২ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্ক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্সের ১১.৭১ শতাংশ, ইন্ট্রাকোর ৮.৮৭ শতাংশ, মনোস্পুর পেপারের ৮.৭৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৫৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৭.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৬১ শতাংশ, সোনালী আঁশের ৭.৪৯ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৭.৩৪ শতাংশ কমেছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৬ লাখ ৩ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। এর আর্থিক মূল্য ১৮ কোটি ৯৪ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বীচ হ্যাচারি লিমিটেড ২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজি, এডিএন টেলিকম, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, এএমসিএল (প্রাণ), ব্যাংক এশিয়া, বিবিএস কেবলস, বিডিকম অনলাইন, বিডি ওয়েল্ডিং, বার্জার পেইন্টস, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমিরন কেবল, ডিবিএইচ, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, এনার্জি প্যাক পাওয়ার, ফারইস্ট নিটিং, জেনেক্স ইনফোসিস, গ্রামীণ ফোন, জিএসপি ফিন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনেটা, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, ইউনিয়ন ব্যাংক ওয়াটা কেমিক্যাল লিমিটেড।