এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ নভেম্বর (সোমবার) প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

এসএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছিল জানিয়ে, তিনি গতকাল সংবাদকে জানান, ২৮ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

অতীতের রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রতিবছর পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে। এর আগের দিন ২৮ নভেম্বর তিনি ফল প্রকাশ করবেন বলে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ২০ লাখ ২১ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ১ অক্টোবর এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ১০ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ হিসেবে ৩০ নভেম্বর ৬০ দিন শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ , ০৭ অগ্রহায়ণ ১৪২৯, ২৬ রবিউস সানি ১৪৪৪

এসএসসির ফল প্রকাশ ২৮ নভেম্বর

নিজস্ব বার্তা পরিবেশক

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ নভেম্বর (সোমবার) প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

এসএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো হয়েছিল জানিয়ে, তিনি গতকাল সংবাদকে জানান, ২৮ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

অতীতের রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রতিবছর পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে। এর আগের দিন ২৮ নভেম্বর তিনি ফল প্রকাশ করবেন বলে, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ২০ লাখ ২১ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ১ অক্টোবর এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। ১০ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ হিসেবে ৩০ নভেম্বর ৬০ দিন শেষ হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।