রাজধানীর ফুটপাত বিক্রি-লিজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

রাজধানীর ফুটপাত দখল করে বিক্রি ও লিজ দেয়ার সঙ্গে যারা জড়িত তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তালিকা তৈরির পরে গৃহীত পদক্ষেপ ও অন্যান্য বিষয়ে আগামী দুই মাসের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সঞ্জয় ম-ল। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আব্বাস উদ্দীন।

এর আগে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা রিটের শুনানি করেন সংগঠনের সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। একটি জাতীয় দৈনিকে গত ২৪ আগস্ট ‘বিক্রি হচ্ছে ঢাকার ফুটপাথ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে গত রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে রিটটি দায়ের করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, অফিসার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকা জেলা প্রশাসক (ডিসি), ঢাকার উত্তর দক্ষিণের দুই যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও রাজধানীর ১৫টি থানার ওসি সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন আদালত। এছাড়া আদালত অন্য এক আদেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে ফুটপাত দখল করে ব্যবসার সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করতে ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।

image

রাজধানীর চাঁনখারপুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান -সংবাদ

আরও খবর
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবে না : প্রধানমন্ত্রী
‘বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত, আমরা পরাধীন দেশ নই’
বাংলাদেশ সেভেন সিস্টার্সে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
শিশু সাহিত্যিক আলী ইমাম আর নেই
জঙ্গিদের প্রধান আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি : তথ্যমন্ত্রী
এবার বাধ্যতামূলক অবসরে এসপি ব্যারিস্টার জিল্লুর
পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষমতা নেই দুদকের : চেয়ারম্যান
ভয় দেখিয়ে দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণ, কারাগারে শিক্ষক
দেবর-ভাবির বিরোধ মিটে যাবার আশাবাদ
রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানা মেরুকরণ

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ , ০৭ অগ্রহায়ণ ১৪২৯, ২৬ রবিউস সানি ১৪৪৪

রাজধানীর ফুটপাত বিক্রি-লিজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব বার্তা পরিবেশক

image

রাজধানীর চাঁনখারপুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান -সংবাদ

রাজধানীর ফুটপাত দখল করে বিক্রি ও লিজ দেয়ার সঙ্গে যারা জড়িত তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তালিকা তৈরির পরে গৃহীত পদক্ষেপ ও অন্যান্য বিষয়ে আগামী দুই মাসের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশনা দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সঞ্জয় ম-ল। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আব্বাস উদ্দীন।

এর আগে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা রিটের শুনানি করেন সংগঠনের সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। একটি জাতীয় দৈনিকে গত ২৪ আগস্ট ‘বিক্রি হচ্ছে ঢাকার ফুটপাথ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে গত রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে রিটটি দায়ের করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা, অফিসার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), ঢাকা জেলা প্রশাসক (ডিসি), ঢাকার উত্তর দক্ষিণের দুই যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও রাজধানীর ১৫টি থানার ওসি সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন আদালত। এছাড়া আদালত অন্য এক আদেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে ফুটপাত দখল করে ব্যবসার সঙ্গে জড়িতদের তালিকা প্রস্তুত করতে ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চতর কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন।