শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের হত্যার হুমকি রাজাকার পুত্রের

সৈয়দপুরে কুখ্যাত রাজাকার পুত্র দিলনেওয়াজ খান কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের শয়তান বলা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে পা দিয়ে পিঁপড়ার মতো কচলিয়ে হত্যা করার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার দুপুরে। শহরের আদিবা কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শহীদ সন্তান প্রজন্ম ৭১’র সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। মুক্তিযোদ্ধা সংসদ ও প্রজন্ম ৭১ আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম আর আলম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা মোনায়েমুল হক, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ, আনোয়ারুল হক শাহাজী, মাসুদার রহমান লেলিন এবং গোলাম মোস্তফা প্রমুখ। সংবাদ সম্মেলনে হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে শহীদদের অবমাননা ও হত্যার হুমকিদাতা রাজাকার পুত্র দিলনেওয়াজ খানকে পুলিশ গ্রেপ্তার না করলে পুরো সৈয়দপুরকে অচল করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে সমস্ত কিছু। তখন এর সব দায়-দায়িত্ব বর্তাবে প্রশাসনের উপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ বলেন, আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। যতদিন ওই রাজাকার পুত্রের শাস্তি এবং সৈয়দপুর রাজাকার সন্তান মুক্ত হবে না, ততদিন আমরা লড়াইয়ের মাঠে থাকবো। মুক্তিযোদ্ধা ইউনুস আলী বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন আপোস নেই।

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৮ অগ্রহায়ণ ১৪২৯, ২৭ রবিউস সানি ১৪৪৪

শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের হত্যার হুমকি রাজাকার পুত্রের

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুরে কুখ্যাত রাজাকার পুত্র দিলনেওয়াজ খান কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের শয়তান বলা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে পা দিয়ে পিঁপড়ার মতো কচলিয়ে হত্যা করার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার দুপুরে। শহরের আদিবা কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শহীদ সন্তান প্রজন্ম ৭১’র সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। মুক্তিযোদ্ধা সংসদ ও প্রজন্ম ৭১ আয়োজিত এই সংবাদ সম্মেলনে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এম আর আলম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা মোনায়েমুল হক, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ, আনোয়ারুল হক শাহাজী, মাসুদার রহমান লেলিন এবং গোলাম মোস্তফা প্রমুখ। সংবাদ সম্মেলনে হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে শহীদদের অবমাননা ও হত্যার হুমকিদাতা রাজাকার পুত্র দিলনেওয়াজ খানকে পুলিশ গ্রেপ্তার না করলে পুরো সৈয়দপুরকে অচল করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে সমস্ত কিছু। তখন এর সব দায়-দায়িত্ব বর্তাবে প্রশাসনের উপর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ বলেন, আমরা মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। যতদিন ওই রাজাকার পুত্রের শাস্তি এবং সৈয়দপুর রাজাকার সন্তান মুক্ত হবে না, ততদিন আমরা লড়াইয়ের মাঠে থাকবো। মুক্তিযোদ্ধা ইউনুস আলী বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন আপোস নেই।