ফুটবলপ্রেমীদের প্রিয় দলের পতাকা কেনার হিড়িক

বিশ^কাপ ফুটবলকে কেন্দ্র করে সারা বিশে^র ফুটবল প্রেমীদের মত বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝেও উত্তেজনার কমতি নেই। বিভিন্ন দেশের পতাকা ও জার্সি দিয়ে যার যার দলের সমর্থন প্রকাশ ও শো-ডাউনে মেতেছেন সবাই। প্রত্যেক দেশেই বিভিন্ন দলের দর্শক-সমর্থকরা টিভি আর প্রজেক্টর লাগিয়ে খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে যান। খেলা শুরুর এক মাস আগে থেকেই বাড়ীর ছাদে, গাড়ীতে, মোটর সাইকেল, বাইসাইকেলে সমর্থিত দলের পতাকা লাগিয়ে নিজেদের পছন্দের দলের প্রতি শুভেচ্ছা জানান। অনেকে দলের জার্সি পরে সমর্থন প্রকাশ করেন। আর বিশ^কাপ ফুটবলকে সামনে রেখে ভক্তদের মাঝে পতাকা কেনার হিড়িক লেগে যায়। প্রতিবার বিশ^কাপ খেলার সময় এলে ভ্রাম্যমান ফেরিওয়ালারা গ্রামে-গঞ্জে, শহড়ের অলি-গলিতে বাঁশের আগায় বিভিন্ন দেশের পতাকা নিয়ে ফেরি করে বেড়ায়। গত সোমবার ভালুকার মল্লিকবাড়ী সড়কে কথা হয় কামাল হোসেন নামে একজন পতাকা বিক্রেতার সাথে। তিনি জানান, তার বাড়ী মাদারিপুর জেলায়। তারা ১৫-২০ জন ফেরিওয়ালা গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় থেকে বিভিন্ন স্থানে পতাকা বিক্রি করে থাকেন। ১০ টাকা থেকে শুরু করে ২০, ৩০, ৫০, ৮০, ১০০, ১৫০ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকা বিক্রি করেন। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার পতাকা বিক্রি হয়। মহাজনের টাকা দিয়ে দৈনিক এক থেকে দেড় হাজার টাকার মত লাভ থাকে। প্রতিবার বিশ^কাপ ফুটবলের সময় ৭০-৮০ হাজার টাকা উপার্জন হয় তাদের।

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৮ অগ্রহায়ণ ১৪২৯, ২৭ রবিউস সানি ১৪৪৪

ফুটবলপ্রেমীদের প্রিয় দলের পতাকা কেনার হিড়িক

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

image

বিশ^কাপ ফুটবলকে কেন্দ্র করে সারা বিশে^র ফুটবল প্রেমীদের মত বাংলাদেশের ফুটবল প্রেমীদের মাঝেও উত্তেজনার কমতি নেই। বিভিন্ন দেশের পতাকা ও জার্সি দিয়ে যার যার দলের সমর্থন প্রকাশ ও শো-ডাউনে মেতেছেন সবাই। প্রত্যেক দেশেই বিভিন্ন দলের দর্শক-সমর্থকরা টিভি আর প্রজেক্টর লাগিয়ে খেলা দেখার জন্য ব্যস্ত হয়ে যান। খেলা শুরুর এক মাস আগে থেকেই বাড়ীর ছাদে, গাড়ীতে, মোটর সাইকেল, বাইসাইকেলে সমর্থিত দলের পতাকা লাগিয়ে নিজেদের পছন্দের দলের প্রতি শুভেচ্ছা জানান। অনেকে দলের জার্সি পরে সমর্থন প্রকাশ করেন। আর বিশ^কাপ ফুটবলকে সামনে রেখে ভক্তদের মাঝে পতাকা কেনার হিড়িক লেগে যায়। প্রতিবার বিশ^কাপ খেলার সময় এলে ভ্রাম্যমান ফেরিওয়ালারা গ্রামে-গঞ্জে, শহড়ের অলি-গলিতে বাঁশের আগায় বিভিন্ন দেশের পতাকা নিয়ে ফেরি করে বেড়ায়। গত সোমবার ভালুকার মল্লিকবাড়ী সড়কে কথা হয় কামাল হোসেন নামে একজন পতাকা বিক্রেতার সাথে। তিনি জানান, তার বাড়ী মাদারিপুর জেলায়। তারা ১৫-২০ জন ফেরিওয়ালা গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় থেকে বিভিন্ন স্থানে পতাকা বিক্রি করে থাকেন। ১০ টাকা থেকে শুরু করে ২০, ৩০, ৫০, ৮০, ১০০, ১৫০ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকা বিক্রি করেন। প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকার পতাকা বিক্রি হয়। মহাজনের টাকা দিয়ে দৈনিক এক থেকে দেড় হাজার টাকার মত লাভ থাকে। প্রতিবার বিশ^কাপ ফুটবলের সময় ৭০-৮০ হাজার টাকা উপার্জন হয় তাদের।