‘পঞ্চলিপিকা’য় উপমা

আগামী ২৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচজন শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, মারিয়া ফারিহ্ উপমা, নাসির উদ্দিন, তানভীরা আশরাফ শ্যামা ও জাকির হোসেন তপনের সমন্বিত পরিবেশনা ‘পঞ্চলিপিকা’। এই আয়োজনে একইমঞ্চে একসঙ্গে নৃত্য পরিবেশন হবে, বাদ্যযন্ত্র বাজবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে। মূলত রবীন্দ্রগীতিকা ও লিপিকা অবলম্বনে মিশ্র নিবেদন হতে যাচ্ছে আগামী ২৫ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন উমপার মা আরজুমান্দ আরা বকুল। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে একইসঙ্গে বাদ্যযন্ত্র বাজবে, গান হবে, আবৃত্তি হবে। যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। উপমা বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটিতে শিক্ষকতা (নাচের) করছেন। ‘পঞ্চলিপিকা’ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে উপমা বলেন, ‘গুণী শিল্পীদের সঙ্গে একই অনুষ্ঠানে আমিও থাকতে পারছি এটা আমার জন্য পরম সৌভাগ্যের। সত্যিই এই অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারার মধ্যদিয়ে নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি।’ ‘উপমা রবীন্দ্রভারতী থেকে শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ভরতনাট্যমে মাস্টার্স করেছি।’ ছোটবেলায় তিনি অভিনয় করতেন। তার অভিনীত প্রথম নাটক ছিল আবুল হায়াত রচিত ও পরিচালিত ‘অচেনা তারা’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’। এরপর আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে নাচের প্রতিই তার প্রবল আগ্রহ।

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৮ অগ্রহায়ণ ১৪২৯, ২৭ রবিউস সানি ১৪৪৪

‘পঞ্চলিপিকা’য় উপমা

বিনোদন প্রতিবেদক

image

আগামী ২৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানটে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচজন শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, মারিয়া ফারিহ্ উপমা, নাসির উদ্দিন, তানভীরা আশরাফ শ্যামা ও জাকির হোসেন তপনের সমন্বিত পরিবেশনা ‘পঞ্চলিপিকা’। এই আয়োজনে একইমঞ্চে একসঙ্গে নৃত্য পরিবেশন হবে, বাদ্যযন্ত্র বাজবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে। মূলত রবীন্দ্রগীতিকা ও লিপিকা অবলম্বনে মিশ্র নিবেদন হতে যাচ্ছে আগামী ২৫ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন উমপার মা আরজুমান্দ আরা বকুল। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে একইসঙ্গে বাদ্যযন্ত্র বাজবে, গান হবে, আবৃত্তি হবে। যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। উপমা বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটিতে শিক্ষকতা (নাচের) করছেন। ‘পঞ্চলিপিকা’ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে উপমা বলেন, ‘গুণী শিল্পীদের সঙ্গে একই অনুষ্ঠানে আমিও থাকতে পারছি এটা আমার জন্য পরম সৌভাগ্যের। সত্যিই এই অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে পারার মধ্যদিয়ে নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি।’ ‘উপমা রবীন্দ্রভারতী থেকে শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ ভরতনাট্যমে মাস্টার্স করেছি।’ ছোটবেলায় তিনি অভিনয় করতেন। তার অভিনীত প্রথম নাটক ছিল আবুল হায়াত রচিত ও পরিচালিত ‘অচেনা তারা’। তার অভিনীত প্রথম সিনেমা ছিল শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’। এরপর আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তবে নাচের প্রতিই তার প্রবল আগ্রহ।