দুই নদীর নামে দুই বিভাগ হচ্ছে ‘পদ্মা’ ও ‘মেঘনা’

দুই নদীর নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ হচ্ছে। এর মধ্যে কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে হবে ‘মেঘনা’ এবং বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা হওয়ার কথা রয়েছে। ওই সভার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব রাখা হয়েছে। এদিন ‘সচিব সভা’ও হওয়ার কথা রয়েছে। দুটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। দুটি সভায় সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের নিকার সভায় অনুমোদন হয়। এ সভার আহ্বায়ক প্রধানমন্ত্রী; আর কয়েকজন মন্ত্রী ও বেশ কয়েকজন সচিব এ কমিটির সদস্য।

বর্তমানে সরকারের আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। নতুন দুটি বিভাগ হলে দেশে সরকারের প্রশাসনিক বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টি।

ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে মেঘনা বিভাগ হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

গত বছরের অক্টোবরে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রস্তাবিত এই দুই বিভাগ নিয়ে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি বলেছিলেন, ‘আমি দুইটা বিভাগ বানাব, আমার দুইটা নদীর নামে। একটা পদ্মা, একটা মেঘনা।’

নতুন দুই বিভাগ ছাড়াও নিকারের ওই সভার আলোচ্য সূচিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং কাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব ওঠার কথা রয়েছে।

নিকার সভার অন্যান্য আলোচ্যসূচিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের ‘বিরোধপূর্ণ’ অংশ বিয়োজন করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব ওঠার কথা রয়েছে।

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এতদিন সচিবালয়ে কোন সভায় সশরীরে অংশগ্রহণ করেননি প্রধানমন্ত্রী। সাধারণত বছরে একবার সচিব কমিটির সভা হয়।

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৮ অগ্রহায়ণ ১৪২৯, ২৭ রবিউস সানি ১৪৪৪

দুই নদীর নামে দুই বিভাগ হচ্ছে ‘পদ্মা’ ও ‘মেঘনা’

বিনোদন প্রতিবেদক

দুই নদীর নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ হচ্ছে। এর মধ্যে কুমিল্লা ও আশপাশের জেলাগুলো নিয়ে হবে ‘মেঘনা’ এবং বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ বিভাগ হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা হওয়ার কথা রয়েছে। ওই সভার আলোচ্যসূচিতে নতুন দুটি বিভাগ অনুমোদনের প্রস্তাব রাখা হয়েছে। এদিন ‘সচিব সভা’ও হওয়ার কথা রয়েছে। দুটি সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। দুটি সভায় সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের নিকার সভায় অনুমোদন হয়। এ সভার আহ্বায়ক প্রধানমন্ত্রী; আর কয়েকজন মন্ত্রী ও বেশ কয়েকজন সচিব এ কমিটির সদস্য।

বর্তমানে সরকারের আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। নতুন দুটি বিভাগ হলে দেশে সরকারের প্রশাসনিক বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টি।

ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর নিয়ে মেঘনা বিভাগ হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

গত বছরের অক্টোবরে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রস্তাবিত এই দুই বিভাগ নিয়ে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি বলেছিলেন, ‘আমি দুইটা বিভাগ বানাব, আমার দুইটা নদীর নামে। একটা পদ্মা, একটা মেঘনা।’

নতুন দুই বিভাগ ছাড়াও নিকারের ওই সভার আলোচ্য সূচিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং কাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নামকরণের প্রস্তাব ওঠার কথা রয়েছে।

নিকার সভার অন্যান্য আলোচ্যসূচিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের ‘বিরোধপূর্ণ’ অংশ বিয়োজন করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযোজন করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব ওঠার কথা রয়েছে।

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এতদিন সচিবালয়ে কোন সভায় সশরীরে অংশগ্রহণ করেননি প্রধানমন্ত্রী। সাধারণত বছরে একবার সচিব কমিটির সভা হয়।