বাজারে ক্যানন লার্জ ফরমেট প্রিন্টার ও মাল্টিফাংশন প্রিন্টার

ক্যাননের লার্জ ফরম্যাট প্রিন্টার ইমেজপ্রোগ্রাফ জিপি-৫৩০০, টিএ ৫২০০ এবং মাল্টিফাংশন প্রিন্টিং কপিয়ার ইমেজরানার ২৭৩০আই বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি রাজধানীর স্মার্ট জহির টাওয়ারের অডিটোরিয়ামে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ‘প্রিন্টিং দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রিন্টারগুলো বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল প্রিন্টিং অ্যান্ড বিজনেস সলিউশন অপারেশন) নরিহিরো কাতাগিরি, এবং সিনিয়র ম্যানেজার ক্যানন বিজনেস পার্টনার (সিবিপি) বিজনেস প্রমোশন গ্রুপ জনসন এনজি।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল বেরুনী সুজন এবং স্মার্টের ক্যানন বিজনেস হেড নূর মো. শাহরিয়ার।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ক্যানন বিশ^বাজারে একটি সুপরিচিত ব্র্যান্ড। ক্যানন পণ্যগুলো বেশ টেকসই। আমরা দীর্ঘদিন ধরে ক্যাননের পরিবেশক হতে চেষ্টা করছিলাম। কারণ এই ধরনের ব্র্যান্ড যেকোন কোম্পানির ভাবমূর্তি এবং সম্মান বাড়ায়। আমরা ক্যাননের সঙ্গে আমাদের গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’ সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৮ অগ্রহায়ণ ১৪২৯, ২৭ রবিউস সানি ১৪৪৪

বাজারে ক্যানন লার্জ ফরমেট প্রিন্টার ও মাল্টিফাংশন প্রিন্টার

image

ক্যাননের লার্জ ফরম্যাট প্রিন্টার ইমেজপ্রোগ্রাফ জিপি-৫৩০০, টিএ ৫২০০ এবং মাল্টিফাংশন প্রিন্টিং কপিয়ার ইমেজরানার ২৭৩০আই বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি রাজধানীর স্মার্ট জহির টাওয়ারের অডিটোরিয়ামে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ‘প্রিন্টিং দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রিন্টারগুলো বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানন সিঙ্গাপুরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল প্রিন্টিং অ্যান্ড বিজনেস সলিউশন অপারেশন) নরিহিরো কাতাগিরি, এবং সিনিয়র ম্যানেজার ক্যানন বিজনেস পার্টনার (সিবিপি) বিজনেস প্রমোশন গ্রুপ জনসন এনজি।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মো. মুজাহিদ আল বেরুনী সুজন এবং স্মার্টের ক্যানন বিজনেস হেড নূর মো. শাহরিয়ার।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ক্যানন বিশ^বাজারে একটি সুপরিচিত ব্র্যান্ড। ক্যানন পণ্যগুলো বেশ টেকসই। আমরা দীর্ঘদিন ধরে ক্যাননের পরিবেশক হতে চেষ্টা করছিলাম। কারণ এই ধরনের ব্র্যান্ড যেকোন কোম্পানির ভাবমূর্তি এবং সম্মান বাড়ায়। আমরা ক্যাননের সঙ্গে আমাদের গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’ সংবাদ বিজ্ঞপ্তি।