বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা গ্রেপ্তার

নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুঠিয়ার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ছিলেন বিএনপি নেতা নাদিম মোস্তফা। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই গতকাল দুপুরে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির প্রভাবশালী এই নেতাকে গ্রেপ্তারের জন্য রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার বাড়িতে অভিযান চালায় রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পরই তারা নাদিম মোস্তফাকে সঙ্গে করে নিয়ে বের হয় এবং ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের পর রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় তিনি নিজেও আসামি ছিলেন। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান অ্যাডভোকেট নাদিম মোস্তফা। তবে উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও নাদিম মোস্তফা নিম্ন আদালতে হাজির হননি।

এ মামলাতেই তাকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। রাজশাহীতে ৩ ডিসেম্বর হতে যাওয়া বিএনপির গণসমাবেশের আগে পুলিশ পরিকল্পিতভাবে তাকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন ওই বিএনপি নেতা।

আরও খবর
প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর  
সবাইকে নদী রক্ষার আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর
জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : কাদের
বাংলাদেশ গভীর সংকটে : ফখরুল
শিল্প খাতে আরও ৫ শতাংশ গ্যাসের জোগান বৃদ্ধির আহ্বান ব্যবসায়ীদের
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি অপরাধ স্বাস্থ্যমন্ত্রী
এমএফএসে মাসে ২শ’ থেকে ৩শ’কোটি টাকার হুন্ডি : সিআইডি
বন্দরগুলো থেকে আরও দূরে সরে গেছে সাগরের নিম্নচাপ
কক্সবাজারে সংরক্ষিত বন ধ্বংস করছে অর্ধ-শতাধিক ইটভাটা!
রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ২০
পল্লবীতে কিশোর গ্যাং লিডার বাংলা অনিকসহ গ্রেপ্তার ৫

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৮ অগ্রহায়ণ ১৪২৯, ২৭ রবিউস সানি ১৪৪৪

বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশ, রাজশাহী

নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি নাদিম মোস্তফা।

গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুঠিয়ার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ছিলেন বিএনপি নেতা নাদিম মোস্তফা। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই গতকাল দুপুরে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির প্রভাবশালী এই নেতাকে গ্রেপ্তারের জন্য রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার বাড়িতে অভিযান চালায় রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পরই তারা নাদিম মোস্তফাকে সঙ্গে করে নিয়ে বের হয় এবং ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

নাদিম মোস্তফাকে গ্রেপ্তারের পর রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় তিনি নিজেও আসামি ছিলেন। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান অ্যাডভোকেট নাদিম মোস্তফা। তবে উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও নাদিম মোস্তফা নিম্ন আদালতে হাজির হননি।

এ মামলাতেই তাকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। রাজশাহীতে ৩ ডিসেম্বর হতে যাওয়া বিএনপির গণসমাবেশের আগে পুলিশ পরিকল্পিতভাবে তাকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন ওই বিএনপি নেতা।