পল্লবীতে কিশোর গ্যাং লিডার বাংলা অনিকসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের লিডার মো. হাসিবুল হাসান ওরফে বাংলা অনিকসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গতকাল দুপুরে র‌্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, র‌্যাব-৪ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের লিডার হাসিবুল হাসান ওরফে বাংলা অনিকসহ ১২/১৫ জন সদস্য সংঘবদ্ধভাবে বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের একটি অস্থায়ী গ্যারেজের পেছনে অভিযান পরিচালনা করে ১টি চাকু, ১টি ছুরি, ২টি চাপাতি, ৬টি মোবাইল, ১০টি সিম কার্ডসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, হাসিবুল হাসান ওরফে বাংলা অনিক (২৬) মো. বাহাদুর (৩০), মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (২৬), আরিফুল ইসলাম ওরফে অপি (২৬) ও অহিদুজ্জামান ওরফে অহিদুর জামান (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পল্লবী এলাকার আলোচিত ‘কিশোর গ্যাং গ্রুপের’ সদস্য। বাংলা অনিক এই গ্রুপের লিডার। গ্রেপ্তার প্রত্যেকের নামে পল্লবী থানায় মারামারি, ছিনতাই এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর
প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ না করার নির্দেশ প্রধানমন্ত্রীর  
সবাইকে নদী রক্ষার আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রীর
জঙ্গিদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি : কাদের
বাংলাদেশ গভীর সংকটে : ফখরুল
বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা গ্রেপ্তার
শিল্প খাতে আরও ৫ শতাংশ গ্যাসের জোগান বৃদ্ধির আহ্বান ব্যবসায়ীদের
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি অপরাধ স্বাস্থ্যমন্ত্রী
এমএফএসে মাসে ২শ’ থেকে ৩শ’কোটি টাকার হুন্ডি : সিআইডি
বন্দরগুলো থেকে আরও দূরে সরে গেছে সাগরের নিম্নচাপ
কক্সবাজারে সংরক্ষিত বন ধ্বংস করছে অর্ধ-শতাধিক ইটভাটা!
রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ২০

বুধবার, ২৩ নভেম্বর ২০২২ , ০৮ অগ্রহায়ণ ১৪২৯, ২৭ রবিউস সানি ১৪৪৪

পল্লবীতে কিশোর গ্যাং লিডার বাংলা অনিকসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের লিডার মো. হাসিবুল হাসান ওরফে বাংলা অনিকসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গতকাল দুপুরে র‌্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, র‌্যাব-৪ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় পল্লবীর বহুল আলোচিত কিশোর গ্যাং গ্রুপের লিডার হাসিবুল হাসান ওরফে বাংলা অনিকসহ ১২/১৫ জন সদস্য সংঘবদ্ধভাবে বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে সাধারণ পথচারী ও যানবাহনে ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে পল্লবী থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের একটি অস্থায়ী গ্যারেজের পেছনে অভিযান পরিচালনা করে ১টি চাকু, ১টি ছুরি, ২টি চাপাতি, ৬টি মোবাইল, ১০টি সিম কার্ডসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো, হাসিবুল হাসান ওরফে বাংলা অনিক (২৬) মো. বাহাদুর (৩০), মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (২৬), আরিফুল ইসলাম ওরফে অপি (২৬) ও অহিদুজ্জামান ওরফে অহিদুর জামান (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা পল্লবী এলাকার আলোচিত ‘কিশোর গ্যাং গ্রুপের’ সদস্য। বাংলা অনিক এই গ্রুপের লিডার। গ্রেপ্তার প্রত্যেকের নামে পল্লবী থানায় মারামারি, ছিনতাই এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।