সূচক কমলেও লেনদেন বেড়েছে

আগের দিন উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৭ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৭.৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.০১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৯.৫৫ পয়েন্টে এবং দুই হাজার ১৮২.১৯ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৫৪০ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ১১২ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির বা ৬.৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৩টির বা ২০.১৩ শতাংশের এবং ২৩০টির বা ৭৩.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪১.১৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ০৫ লাখ ৪১ হাজার ৩৭১টি শেয়ার ১৪৪ বার হাত বদলের মাধ্যমে ৮৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০টির বা ৬.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৯.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ৯.৭৩ শতাংশ, সোনালী আঁশের ৭.৩৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৯৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.০২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৩ শতাংশ, সোনালী পেপারের ১.৬৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.০৭ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ০.৮৬ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ০.৭৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ২০.১৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৭.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৫.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৬০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৮.২৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.২৫ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৮৪ শতাংশ, সিনোবাংলার ৬.৬৬ শতাংশ, নাভানা ফার্মার ৬.৬৪ শতাংশ, ইজেনারেশনের ৬.১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৯৭ শতাংশ এবং জেএমআই হসপিটালের শেয়ার দর ৫.৮৪ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ , ০৯ অগ্রহায়ণ ১৪২৯, ২৮ রবিউস সানি ১৪৪৪

সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের দিন উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৭ পয়েন্ট বা ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৭.৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৯৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.০১ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৯.৫৫ পয়েন্টে এবং দুই হাজার ১৮২.১৯ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৫৪০ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ১১২ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৬৮ লাখ টাকার।

ডিএসইতে গতকাল ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০টির বা ৬.৩৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৩টির বা ২০.১৩ শতাংশের এবং ২৩০টির বা ৭৩.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৬৭ পয়েন্ট বা ০.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪১.১৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪৮টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর এক কোটি ০৫ লাখ ৪১ হাজার ৩৭১টি শেয়ার ১৪৪ বার হাত বদলের মাধ্যমে ৮৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০টির বা ৬.৩৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৯.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাডভেন্ট ফার্মার ৯.৭৩ শতাংশ, সোনালী আঁশের ৭.৩৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৯৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৪.০২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.১৩ শতাংশ, সোনালী পেপারের ১.৬৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ১.০৭ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ০.৮৬ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ০.৭৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ২০.১৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে এইচআর টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৭.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৫.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১.৬০ টাকা বা ৯.০৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এইচআর টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকমের ৮.২৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.২৫ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৮৪ শতাংশ, সিনোবাংলার ৬.৬৬ শতাংশ, নাভানা ফার্মার ৬.৬৪ শতাংশ, ইজেনারেশনের ৬.১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৯৭ শতাংশ এবং জেএমআই হসপিটালের শেয়ার দর ৫.৮৪ শতাংশ কমেছে।