বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেল যারা

জাতীয়ভাবে সর্বোচ্চ রপ্তানির জন্য সেরা রপ্তানিকারক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে ২৯ খাতের ৭১ প্রতিষ্ঠান। গত মঙ্গলবার ২০১৮-১৯ অর্থবছরে একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের বিবেচনায় মর্যাদাপূর্ণ এ ট্রফি দেয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গত বছর এ পুরস্কার চালু করেছে সরকার।

গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। বঙ্গবন্ধু রপ্তানি ট্রফিসহ ২৯ খাতের ৭১ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেয়া হয়।

পোশাক খাতের ওভেন ক্যাটাগরিতেও জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) পেয়েছে রিফাত গার্মেন্টস লিমিটেড। হা-মীম গ্রুপের ডিএমডি লে. কর্নেল (অব.) দেলোয়ার হোসেন গ্রুপের এ ট্রফি গ্রহণ করেন। এছাড়াও তৈরি পোশাকের ওভেন ক্যাটাগরিতে রিফাত গার্মেন্টস লিমিটেড স্বর্ণপদক, এ কে এম নিটওয়্যার রৌপ্যপদক এবং অনন্ত এ্যাপারেলস ব্রোঞ্জ পদক পেয়েছে। নিটওয়্যার খাতে স্বর্ণ পদক জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ, রৌপ্য পদক স্কয়ার ফ্যাশনস এবং ব্রোঞ্জ পদক পেয়েছে ফোর এইচ ফ্যাশনস।

সব ধরনের সুতা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে যথাক্রমে বাদশা টেক্সটাইল, কামাল ইয়ার্ন ও নাইস কটন। টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণপদক এনভয় টেক্সটাইল, রৌপ্য আকিজ টেক্সটাইল মিলস ও ব্রোঞ্জ পেয়েছে নাইস ডেনিম মিলস। হোম ও বিশেষায়িত টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। টেরিটাওয়েল খাতে স্বর্ণপদক পেয়েছে নোমান টেরিটাওয়েল মিলস। হিমায়িত খাদ্যপণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে জালালাবাদ ফ্রোজেন ফুডস, এপেক্স ফুডস ও এমইউ সি ফুডস। কাঁচা পাটপণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স। পাটজাত দ্রব্যে স্বর্ণপদক আকিজ জুট মিলস, রৌপ্য করিম জুট স্পিনার্স এবং ব্রোঞ্জ পেয়েছে ওহাব জুট মিলস।

চামড়া (ক্রাস্ট বা ফিনিশড) পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে এপেক্স ট্যানারি এবং রৌপ্যপদক পেয়েছে এস এ এফ ইন্ডাস্ট্রিজ। চামড়াজাত পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে পিকার্ড বাংলাদেশ, রৌপ্য এবিসি ফুট ওয়্যার ইন্ড্রাস্ট্রিজ এবং ব্রোঞ্জপদক পেয়েছে বিবিজে লেদার গুডস। ফুটওয়্যার খাতে স্বর্ণপদক বে-ফুটওয়্যার, রৌপ্য রয়েল ফুটওয়্যার এবং ব্রোঞ্জপদক পেয়েছে এফবি ফুটওয়্যার। কৃষিজ পণ্য (তামাক ব্যতীত) খাতে স্বর্ণপদক পেয়েছে মনসুর জেনারেল ট্রেডিং এবং রৌপ্য পেয়েছে ইনডিগো করপোরেশন। কৃষি প্রক্রিয়াজাত পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে প্রাণ ডেইরি, রৌপ্যপদক পেয়েছে প্রাণ অ্যাগ্রো এবং ব্রোঞ্জ পেয়েছে প্রাণ ফুডস।

ফুল ফলিয়েজ ক্যাটাগরিতে স্বর্ণপদক রাজধানী এন্টারপ্রাইজ এবং রৌপ্যপদক পেয়েছে এলিন ফুডস ট্রেন্ড। হস্তশিল্পজাত পণ্য খাতে স্বর্ণপদক কারুপণ্য রংপুর লিমিটেড, রৌপ্য বিডি ক্রিয়েশন এবং ব্রোঞ্জ পেয়েছে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট। প্লাস্টিকপণ্য খাতে স্বর্ণপদক বেঙ্গল প্লাস্টিকস, রৌপ্য ডিউরেবল প্লাস্টিক এবং ব্রোঞ্জপদক পেয়েছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল। সিরামিক সামগ্রী খাতে স্বর্ণপদক শাইনপুকুর সিরামিকস, রৌপ্য আর্টিসান সিরামিকস এবং ব্রোঞ্জপদক পেয়েছে প্যারাগন সিরামিক। হালকা প্রকৌশল খাতে স্বর্ণপদক ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্ট, রৌপ্য ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রি এবং ব্রোঞ্জ পদক পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ। ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সপণ্য খাতে স্বর্ণপদক এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, রৌপ্য কনফিডেন্স স্টিল এবং ব্রোঞ্জ পেয়েছে রহিম আফরোজ ব্যাটারি।

অন্যান্য শিল্পজাত পণ্য খাতে স্বর্ণপদক তাসনিম কেমিক্যালস কমপ্লেক্স, রৌপ্য মেরিন সেফটি সিস্টেম এবং ব্রোঞ্জপদক পেয়েছে মুমানু পলিয়েস্টার ইন্ড্রাস্ট্রিজ। কম্পিউটার সফটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সার্ভিস ইঞ্জিন। প্যাকেজিং ও এক্সেসরিজ পণ্য খাতে স্বর্ণপদক এম অ্যান্ড ইউ প্যাকেজিং, রৌপ্য মনট্রিমস এবং ব্রোঞ্জপদক পেয়েছে ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং। ফার্মাসিউটিক্যাল পণ্যে স্বর্ণপদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রৌপ্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্রোঞ্জপদক পেয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস। কম্পিউটার সফটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সার্ভিস ইঞ্জিন।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ , ০৯ অগ্রহায়ণ ১৪২৯, ২৮ রবিউস সানি ১৪৪৪

বঙ্গবন্ধু রপ্তানি ট্রফি পেল যারা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

জাতীয়ভাবে সর্বোচ্চ রপ্তানির জন্য সেরা রপ্তানিকারক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে ২৯ খাতের ৭১ প্রতিষ্ঠান। গত মঙ্গলবার ২০১৮-১৯ অর্থবছরে একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি আয়ের বিবেচনায় মর্যাদাপূর্ণ এ ট্রফি দেয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গত বছর এ পুরস্কার চালু করেছে সরকার।

গত মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। বঙ্গবন্ধু রপ্তানি ট্রফিসহ ২৯ খাতের ৭১ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেয়া হয়।

পোশাক খাতের ওভেন ক্যাটাগরিতেও জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) পেয়েছে রিফাত গার্মেন্টস লিমিটেড। হা-মীম গ্রুপের ডিএমডি লে. কর্নেল (অব.) দেলোয়ার হোসেন গ্রুপের এ ট্রফি গ্রহণ করেন। এছাড়াও তৈরি পোশাকের ওভেন ক্যাটাগরিতে রিফাত গার্মেন্টস লিমিটেড স্বর্ণপদক, এ কে এম নিটওয়্যার রৌপ্যপদক এবং অনন্ত এ্যাপারেলস ব্রোঞ্জ পদক পেয়েছে। নিটওয়্যার খাতে স্বর্ণ পদক জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ, রৌপ্য পদক স্কয়ার ফ্যাশনস এবং ব্রোঞ্জ পদক পেয়েছে ফোর এইচ ফ্যাশনস।

সব ধরনের সুতা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে যথাক্রমে বাদশা টেক্সটাইল, কামাল ইয়ার্ন ও নাইস কটন। টেক্সটাইল ফেব্রিকস খাতে স্বর্ণপদক এনভয় টেক্সটাইল, রৌপ্য আকিজ টেক্সটাইল মিলস ও ব্রোঞ্জ পেয়েছে নাইস ডেনিম মিলস। হোম ও বিশেষায়িত টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস। টেরিটাওয়েল খাতে স্বর্ণপদক পেয়েছে নোমান টেরিটাওয়েল মিলস। হিমায়িত খাদ্যপণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে যথাক্রমে জালালাবাদ ফ্রোজেন ফুডস, এপেক্স ফুডস ও এমইউ সি ফুডস। কাঁচা পাটপণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স। পাটজাত দ্রব্যে স্বর্ণপদক আকিজ জুট মিলস, রৌপ্য করিম জুট স্পিনার্স এবং ব্রোঞ্জ পেয়েছে ওহাব জুট মিলস।

চামড়া (ক্রাস্ট বা ফিনিশড) পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে এপেক্স ট্যানারি এবং রৌপ্যপদক পেয়েছে এস এ এফ ইন্ডাস্ট্রিজ। চামড়াজাত পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে পিকার্ড বাংলাদেশ, রৌপ্য এবিসি ফুট ওয়্যার ইন্ড্রাস্ট্রিজ এবং ব্রোঞ্জপদক পেয়েছে বিবিজে লেদার গুডস। ফুটওয়্যার খাতে স্বর্ণপদক বে-ফুটওয়্যার, রৌপ্য রয়েল ফুটওয়্যার এবং ব্রোঞ্জপদক পেয়েছে এফবি ফুটওয়্যার। কৃষিজ পণ্য (তামাক ব্যতীত) খাতে স্বর্ণপদক পেয়েছে মনসুর জেনারেল ট্রেডিং এবং রৌপ্য পেয়েছে ইনডিগো করপোরেশন। কৃষি প্রক্রিয়াজাত পণ্য খাতে স্বর্ণপদক পেয়েছে প্রাণ ডেইরি, রৌপ্যপদক পেয়েছে প্রাণ অ্যাগ্রো এবং ব্রোঞ্জ পেয়েছে প্রাণ ফুডস।

ফুল ফলিয়েজ ক্যাটাগরিতে স্বর্ণপদক রাজধানী এন্টারপ্রাইজ এবং রৌপ্যপদক পেয়েছে এলিন ফুডস ট্রেন্ড। হস্তশিল্পজাত পণ্য খাতে স্বর্ণপদক কারুপণ্য রংপুর লিমিটেড, রৌপ্য বিডি ক্রিয়েশন এবং ব্রোঞ্জ পেয়েছে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট। প্লাস্টিকপণ্য খাতে স্বর্ণপদক বেঙ্গল প্লাস্টিকস, রৌপ্য ডিউরেবল প্লাস্টিক এবং ব্রোঞ্জপদক পেয়েছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল। সিরামিক সামগ্রী খাতে স্বর্ণপদক শাইনপুকুর সিরামিকস, রৌপ্য আর্টিসান সিরামিকস এবং ব্রোঞ্জপদক পেয়েছে প্যারাগন সিরামিক। হালকা প্রকৌশল খাতে স্বর্ণপদক ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্ট, রৌপ্য ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রি এবং ব্রোঞ্জ পদক পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ। ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সপণ্য খাতে স্বর্ণপদক এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, রৌপ্য কনফিডেন্স স্টিল এবং ব্রোঞ্জ পেয়েছে রহিম আফরোজ ব্যাটারি।

অন্যান্য শিল্পজাত পণ্য খাতে স্বর্ণপদক তাসনিম কেমিক্যালস কমপ্লেক্স, রৌপ্য মেরিন সেফটি সিস্টেম এবং ব্রোঞ্জপদক পেয়েছে মুমানু পলিয়েস্টার ইন্ড্রাস্ট্রিজ। কম্পিউটার সফটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সার্ভিস ইঞ্জিন। প্যাকেজিং ও এক্সেসরিজ পণ্য খাতে স্বর্ণপদক এম অ্যান্ড ইউ প্যাকেজিং, রৌপ্য মনট্রিমস এবং ব্রোঞ্জপদক পেয়েছে ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং। ফার্মাসিউটিক্যাল পণ্যে স্বর্ণপদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রৌপ্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্রোঞ্জপদক পেয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস। কম্পিউটার সফটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে সার্ভিস ইঞ্জিন।