নির্মাণ ও গৃহসজ্জা পণ্যের তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী

বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী । ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২ এর উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিন দিনের এই প্রদর্শনী শুরু হবে আগামী ২৪ নভেম্বর থেকে শেষ হবে ২৬ নভেম্বর ।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৬ষ্ঠবারের মতো ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ এর আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপালকে এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খন্দকার রুহুল আমীন সিআইপি।

আয়োজকরা জানান, মূল এক্সপোতে ‘বাংলাদেশ উড ২০২২’ ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ এবং ‘ইলেক্ট্রিক্যাল এক্সপো-২০২২’ এই তিনটি বিভাগে প্রদর্শনীটি চলবে। এতে বাংলাদেশসহ মোট ১০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠানের দুই হাজারেরও বেশি পণ্য স্থান পাবে। যেখানে নির্মাণ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, মেশিনারি এবং প্রযুক্তি তুলে ধরা হবে। এছাড়া, কাঠ ও আসবাবপত্র শিল্প নিয়ে অন্য প্রদর্শনীতে এ সংশ্লিষ্ট মেশিনারি, হার্ডওয়্যার অ্যান্ড টুলস; ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ অ্যান্ড অ্যাঢেসিভসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে। আয়োজকরা জানান, ‘বাংলাদেশের নির্মাণ এবং আসবাব শিল্পকে আরও আধুনিকীকরণ এবং এর উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নে সক্ষম করতে আমাদের এই আয়োজন। সেই সঙ্গে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিকে আমাদের স্থানীয় শিল্পের দোরগোড়ায় পৌঁছে দিতে এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করছে। এছাড়া, বাংলাদেশে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণে বিশ^মানের আসবাব তৈরি হচ্ছে যা প্রদর্শীনীতে বিশেষভাবে তুলে ধরা হবে। ‘বাংলাদেশ উড-২০২২’ এ অ্যাসেম্বিং সলুশন্স, ব্রাশ অ্যান্ড রোলারস, অ্যাকসেসরিজ, ক্যারিব্রেটিং অ্যান্ড সেন্ডিং মেশিন, এক্সটেরিয়র ক্ল্যাডিং, কাউন্টারটপ কমপ্যাক্ট, সেন্ডউইচ কমপ্যাক্ট, ল্যাবরেটরি গ্রেড, রেস্টরুম কিউবিকলস ডেকরেডিভ প্যানেলস, প্রি-ল্যামিনেটেড বোর্ডস, ডিজাইন ল্যামিনেটেড শিটস, ডোর ফিটিংস, ডোর স্কিন, ফাসেনারস, ফারনিচার ফিটিংস, হাই-প্রেসার লেমিনেটস, লেগস, লক, টেবল ইক্যুইপমেন্টস, ওয়্যারড্রোব অ্যাকসেসরিজ, কানেকটরস, প্রোফাইল, কিচেন অ্যাকসেসরিজ, প্লাইউড, টিম্বার, রেসিনস ইত্যাদিসহ এ শিল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব উপকরণ তুলে ধরা হবে। ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ প্রদর্শনীতে এসিপি, আর্কিটেকচারাল গ্লাস, অ্যাসফল্ট মিক্স প্ল্যান্টস, বিল্ডিং ম্যাটেরিয়ালস, বাথরুম ফিটিংস অ্যান্ড অ্যাকসেসরিজ, বিল্ডিং স্ট্র্যান্দেনিং সিস্টেম, সিভিল ইঞ্জিনিয়ারিং টেস্টিং ইন্সট্রুমেন্টস, কোল মাইনিং রক বোল্টস, কম্পেকশন মেশিন, কংক্রিট অ্যান্ড বিটুমিন টেস্টিং ইক্যুইপমেন্টস, টাই অ্যান্ড কল রডস, ওয়েজ এয়েল্ডিং টেকনোলজিসহ এ খাত সংশ্লিষ্ট প্রয়োজনীয় অ্যাকসেসরিজ দেখতে পাবেন মেলায় আগতরা।

ইলেক্ট্রিক্যাল এক্সপো-২০২২’তে দর্শণার্থীরা দেখতে পাবেন নির্মাণ শিল্প ও গৃহসজ্জার জন্য বৈদ্যুতিক নানা সরঞ্জামের উপস্থাপন।

আয়োজকদের মতে, ইভেন্টের উদ্দেশ্য হলো বাংলাদেশের আসবাবপত্র, নির্মাণ এবং বৈদ্যুতিক শিল্পগুলিকে বিকল্প সরবরাহকারী খুঁজে বের করা, খরচ অপ্টিমাইজ করা এবং নতুন সমাধান খুঁজে বের করা। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের এমডি টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘আমরা মহামারি এবং প্রতিক্রিয়ার কারণে একটি ব্যবধানের পরে ব্যবসায় ফিরে আসতে পেরে খুশি এবং পণ্যের প্রদর্শন চিত্তাকর্ষক এইভাবে এটিকে একটি ‘দেখতে হবে’ ইভেন্টে পরিণত করেছে। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালককে নন্দগোপাল বলেন, ‘পরিস্থিতি যেখানে প্রাপ্যতা স্কেচি, খরচ বাড়ছে এবং ডেলিভারি অনিশ্চিত, সেক্ষেত্রে নতুন উৎস শনাক্ত করা এবং খরচ-সঞ্চয় বিকল্পগুলি দেখা গুরুত্বপূর্ণ যা ব্যাবসার জন্য জরুরি হয়ে উঠেছে। এইভাবে এই ট্রেড শোগুলি পরিদর্শন করলে সংশ্লিষ্টরা অত্যন্ত উপকৃত হবে’। বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনর প্রেসিডেন্ট খন্দকার রুহুল আমিন সিআইপি বলেন, “দীর্ঘ ব্যবধানের পর আমাদের সদস্যরা একটি ইভেন্টে অংশগ্রহণ করছে এবং আমরা গ্রাহকদের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি’।

ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ , ০৯ অগ্রহায়ণ ১৪২৯, ২৮ রবিউস সানি ১৪৪৪

নির্মাণ ও গৃহসজ্জা পণ্যের তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী । ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২ এর উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিন দিনের এই প্রদর্শনী শুরু হবে আগামী ২৪ নভেম্বর থেকে শেষ হবে ২৬ নভেম্বর ।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৬ষ্ঠবারের মতো ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ এর আয়োজন করেছে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেড। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপালকে এবং ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট খন্দকার রুহুল আমীন সিআইপি।

আয়োজকরা জানান, মূল এক্সপোতে ‘বাংলাদেশ উড ২০২২’ ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ এবং ‘ইলেক্ট্রিক্যাল এক্সপো-২০২২’ এই তিনটি বিভাগে প্রদর্শনীটি চলবে। এতে বাংলাদেশসহ মোট ১০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠানের দুই হাজারেরও বেশি পণ্য স্থান পাবে। যেখানে নির্মাণ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, মেশিনারি এবং প্রযুক্তি তুলে ধরা হবে। এছাড়া, কাঠ ও আসবাবপত্র শিল্প নিয়ে অন্য প্রদর্শনীতে এ সংশ্লিষ্ট মেশিনারি, হার্ডওয়্যার অ্যান্ড টুলস; ফিটিং অ্যান্ড ফিক্সচার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ অ্যান্ড অ্যাঢেসিভসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে। আয়োজকরা জানান, ‘বাংলাদেশের নির্মাণ এবং আসবাব শিল্পকে আরও আধুনিকীকরণ এবং এর উৎপাদন বৃদ্ধি ও মানোন্নয়নে সক্ষম করতে আমাদের এই আয়োজন। সেই সঙ্গে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিকে আমাদের স্থানীয় শিল্পের দোরগোড়ায় পৌঁছে দিতে এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করছে। এছাড়া, বাংলাদেশে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণে বিশ^মানের আসবাব তৈরি হচ্ছে যা প্রদর্শীনীতে বিশেষভাবে তুলে ধরা হবে। ‘বাংলাদেশ উড-২০২২’ এ অ্যাসেম্বিং সলুশন্স, ব্রাশ অ্যান্ড রোলারস, অ্যাকসেসরিজ, ক্যারিব্রেটিং অ্যান্ড সেন্ডিং মেশিন, এক্সটেরিয়র ক্ল্যাডিং, কাউন্টারটপ কমপ্যাক্ট, সেন্ডউইচ কমপ্যাক্ট, ল্যাবরেটরি গ্রেড, রেস্টরুম কিউবিকলস ডেকরেডিভ প্যানেলস, প্রি-ল্যামিনেটেড বোর্ডস, ডিজাইন ল্যামিনেটেড শিটস, ডোর ফিটিংস, ডোর স্কিন, ফাসেনারস, ফারনিচার ফিটিংস, হাই-প্রেসার লেমিনেটস, লেগস, লক, টেবল ইক্যুইপমেন্টস, ওয়্যারড্রোব অ্যাকসেসরিজ, কানেকটরস, প্রোফাইল, কিচেন অ্যাকসেসরিজ, প্লাইউড, টিম্বার, রেসিনস ইত্যাদিসহ এ শিল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় সব উপকরণ তুলে ধরা হবে। ‘বাংলাদেশ বিল্ডকন-২০২২’ প্রদর্শনীতে এসিপি, আর্কিটেকচারাল গ্লাস, অ্যাসফল্ট মিক্স প্ল্যান্টস, বিল্ডিং ম্যাটেরিয়ালস, বাথরুম ফিটিংস অ্যান্ড অ্যাকসেসরিজ, বিল্ডিং স্ট্র্যান্দেনিং সিস্টেম, সিভিল ইঞ্জিনিয়ারিং টেস্টিং ইন্সট্রুমেন্টস, কোল মাইনিং রক বোল্টস, কম্পেকশন মেশিন, কংক্রিট অ্যান্ড বিটুমিন টেস্টিং ইক্যুইপমেন্টস, টাই অ্যান্ড কল রডস, ওয়েজ এয়েল্ডিং টেকনোলজিসহ এ খাত সংশ্লিষ্ট প্রয়োজনীয় অ্যাকসেসরিজ দেখতে পাবেন মেলায় আগতরা।

ইলেক্ট্রিক্যাল এক্সপো-২০২২’তে দর্শণার্থীরা দেখতে পাবেন নির্মাণ শিল্প ও গৃহসজ্জার জন্য বৈদ্যুতিক নানা সরঞ্জামের উপস্থাপন।

আয়োজকদের মতে, ইভেন্টের উদ্দেশ্য হলো বাংলাদেশের আসবাবপত্র, নির্মাণ এবং বৈদ্যুতিক শিল্পগুলিকে বিকল্প সরবরাহকারী খুঁজে বের করা, খরচ অপ্টিমাইজ করা এবং নতুন সমাধান খুঁজে বের করা। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের এমডি টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘আমরা মহামারি এবং প্রতিক্রিয়ার কারণে একটি ব্যবধানের পরে ব্যবসায় ফিরে আসতে পেরে খুশি এবং পণ্যের প্রদর্শন চিত্তাকর্ষক এইভাবে এটিকে একটি ‘দেখতে হবে’ ইভেন্টে পরিণত করেছে। আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালককে নন্দগোপাল বলেন, ‘পরিস্থিতি যেখানে প্রাপ্যতা স্কেচি, খরচ বাড়ছে এবং ডেলিভারি অনিশ্চিত, সেক্ষেত্রে নতুন উৎস শনাক্ত করা এবং খরচ-সঞ্চয় বিকল্পগুলি দেখা গুরুত্বপূর্ণ যা ব্যাবসার জন্য জরুরি হয়ে উঠেছে। এইভাবে এই ট্রেড শোগুলি পরিদর্শন করলে সংশ্লিষ্টরা অত্যন্ত উপকৃত হবে’। বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনর প্রেসিডেন্ট খন্দকার রুহুল আমিন সিআইপি বলেন, “দীর্ঘ ব্যবধানের পর আমাদের সদস্যরা একটি ইভেন্টে অংশগ্রহণ করছে এবং আমরা গ্রাহকদের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছি’।

ষষ্ঠ বাংলাদেশ বিল্ডকন, উড এবং ইলেক্ট্রিক্যাল ইন্টারন্যাশনাল এক্সপো ২০২২ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।