বাংলাদেশে অবস্থান জানান দিতে আদালতপাড়ায় জঙ্গিদের পরিকল্পিত হামলা স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সন্ত্রাসবাদ আঞ্চলিক সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও অবস্থান জানান দিতে পরিকল্পিতভাবে আদালতপাড়ার ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।’

গতকাল নরসিংদী মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও মনোহরদী থানা প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে অংশ নিতে আসেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা তৈরি হলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’ স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘যদি কেউ সন্ত্রাসি কর্মকা- ঘটাতে চায় তাহলে আপনারা প্রশাসনকে অবহিত করুন।’

সকালে মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। থানা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে নরসিংদী জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে যেমন আধুনিক থানা ভবন তৈরি করা হচ্ছে তেমনি পুলিশ বাহিনীকেও দক্ষতার শীর্ষে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এ সত্য বারবার প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়, সুদক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ আলোকিত হয়েছে।’ এই আলোর ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, ‘এদেশের মানুষ সাম্প্রদায়িকতা তথা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় কখনো দেয়নি এবং দেবে না।’ তিনি আরও বলেন, ‘জনগণের জঙ্গিবিরোধী মানসিকতার কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে জঙ্গিবাদ দমনের কাজ সহজ হয়ে যায়। সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত করলে সরকারের পক্ষ থেকেই মোকাবেলা করা হবে।’

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের সভাপতিত্বে সমাবেশে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নূরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া, নরসিংদী সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবদুল মোতালিব পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর
আমাদের ছেলেমেয়েরা একদিন বিশ^কাপ খেলবে, প্রধানমন্ত্রীর আশাবাদ
গ্রামীণ টেলিকমের এমডিকে ফের জিজ্ঞাসাবাদ
সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী আজ
সচিবের বিরুদ্ধে ছোট ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ
রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ডালিয়া
রংপুরে সংঘর্ষে জেলা বিএনপির তিনশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
উপনির্বাচনে অনিয়ম গাইবান্ধায় নতুন করে ভোট হবে কি না, এখনই বলবেন না সিইসি
চকবাজারে মনসুর হত্যা নাতি ও নাতনির পরিকল্পনায়, গ্রেপ্তার ৫
আজ থেকে আগামী তিন দিন এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার নির্দেশনা
কুমিল্লায় বিএনপির গণসমাবেশ ঘিরে ফের আলোচনায় বহিষ্কৃত সাক্কু-নিজাম
ব্রহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর মোটরসাইকেল র‌্যালি

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ , ০৯ অগ্রহায়ণ ১৪২৯, ২৮ রবিউস সানি ১৪৪৪

বাংলাদেশে অবস্থান জানান দিতে আদালতপাড়ায় জঙ্গিদের পরিকল্পিত হামলা স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি, নরসিংদী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সন্ত্রাসবাদ আঞ্চলিক সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও অবস্থান জানান দিতে পরিকল্পিতভাবে আদালতপাড়ার ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।’

গতকাল নরসিংদী মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও মনোহরদী থানা প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে অংশ নিতে আসেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা তৈরি হলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’ স্থানীয় এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘যদি কেউ সন্ত্রাসি কর্মকা- ঘটাতে চায় তাহলে আপনারা প্রশাসনকে অবহিত করুন।’

সকালে মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। থানা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে নরসিংদী জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে যেমন আধুনিক থানা ভবন তৈরি করা হচ্ছে তেমনি পুলিশ বাহিনীকেও দক্ষতার শীর্ষে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এ সত্য বারবার প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়, সুদক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ আলোকিত হয়েছে।’ এই আলোর ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, ‘এদেশের মানুষ সাম্প্রদায়িকতা তথা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় কখনো দেয়নি এবং দেবে না।’ তিনি আরও বলেন, ‘জনগণের জঙ্গিবিরোধী মানসিকতার কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে জঙ্গিবাদ দমনের কাজ সহজ হয়ে যায়। সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত করলে সরকারের পক্ষ থেকেই মোকাবেলা করা হবে।’

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের সভাপতিত্বে সমাবেশে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নূরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া, নরসিংদী সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবদুল মোতালিব পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।