রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ডালিয়া

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডালিয়া দশম সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩ (রংপুর) এর সংসদ সদস্য ছিলেন। এই সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর, ভোট হবে আগামী ২৭ ডিসেম্বর।

গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডালিয়ার মনোনয়ন প্রাপ্তির খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখের বেশি। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ সিটির ভোট গ্রহণ হবে।

২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হন আওয়ামী লীগ সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এরপর ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে ঝন্টুকে হারিয়ে এ সিটির মেয়র হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

সাবেক মেয়র ঝন্টু ২০১৮ সালে মারা যান। এবার মেয়র পদের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বেছে নিল হোসনে আরা লুৎফা ডালিয়াকে। ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্ম নেয়া এই রাজনীতিবিদ পেশায় আইনজীবী।

আরও খবর
আমাদের ছেলেমেয়েরা একদিন বিশ^কাপ খেলবে, প্রধানমন্ত্রীর আশাবাদ
গ্রামীণ টেলিকমের এমডিকে ফের জিজ্ঞাসাবাদ
সাংবাদিক খন্দকার মুনীরুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশে অবস্থান জানান দিতে আদালতপাড়ায় জঙ্গিদের পরিকল্পিত হামলা স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবের বিরুদ্ধে ছোট ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ
রংপুরে সংঘর্ষে জেলা বিএনপির তিনশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
উপনির্বাচনে অনিয়ম গাইবান্ধায় নতুন করে ভোট হবে কি না, এখনই বলবেন না সিইসি
চকবাজারে মনসুর হত্যা নাতি ও নাতনির পরিকল্পনায়, গ্রেপ্তার ৫
আজ থেকে আগামী তিন দিন এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার নির্দেশনা
কুমিল্লায় বিএনপির গণসমাবেশ ঘিরে ফের আলোচনায় বহিষ্কৃত সাক্কু-নিজাম
ব্রহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর মোটরসাইকেল র‌্যালি

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ , ০৯ অগ্রহায়ণ ১৪২৯, ২৮ রবিউস সানি ১৪৪৪

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ডালিয়া

নিজস্ব বার্তা পরিবেশক

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডালিয়া দশম সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩ (রংপুর) এর সংসদ সদস্য ছিলেন। এই সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর, ভোট হবে আগামী ২৭ ডিসেম্বর।

গতকাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডালিয়ার মনোনয়ন প্রাপ্তির খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখের বেশি। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ সিটির ভোট গ্রহণ হবে।

২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হন আওয়ামী লীগ সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এরপর ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে ঝন্টুকে হারিয়ে এ সিটির মেয়র হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

সাবেক মেয়র ঝন্টু ২০১৮ সালে মারা যান। এবার মেয়র পদের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ বেছে নিল হোসনে আরা লুৎফা ডালিয়াকে। ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্ম নেয়া এই রাজনীতিবিদ পেশায় আইনজীবী।