আজ পিরোজপুর আ’ লীগের সম্মেলন

মেয়াদ উত্তীর্ণের চার বছর পর আজ রোববার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন থাকছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতরা। সম্মেলন অনাড়ম্বর করতে জেলা শহরের বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। পদপ্রত্যাশীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলা ও উপজেলার সর্বত্র। সম্মেলন ঘিরে জেলা শহর সেজেছে অপরূপ সাজে। নেয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা। এদিকে জেলা সম্মেলন ঘিরে জেলা, উপজেলাসহ তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে।

দীর্ঘ দিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে দলের শীর্ষপদে কোনো পরিবর্তন আসবে কিনা, নাকি সাবেকরাই বহাল থাকবেন- এ নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। তবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। মাঠ পর্যায়ের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা চান সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব আসুক।

সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই পদপ্রত্যাশীরা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে যাচ্ছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। চলছে প্রত্যাশিত পদ পেতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও দৌড়ঁঝাপ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক জানান, সম্মেলন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে জেলার ছয়টি উপজেলার সম্মেলন সম্পন্ন করা হয়েছে। সাংগঠনিক কিছু সমস্যার কারণে শুধু মঠবাড়িয়া উপজেলার সম্মেলন করা যায়নি। সম্মেলনে নতুন মুখ আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিসহ বিভিন্ন দুর্যোগে দলের যেসব নেতা সাধারণ মানুষ ও কর্মীদের পাশে ছিলেন এবং রাজপথে থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবিলা করেছেন, তাদেরই দলের মূল্যায়ন করা উচিত।

বর্তমান জেলা কমিটির এক নম্বর সদস্য এবং সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধু আমার আদর্শের প্রতীক। সম্মেলনে নেতারা আমাকে যেখানে পদ দিতে চান সেখানে থাকতে কোনো আপত্তি নেই।

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি থাকার কথা রয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপির। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তিচুক্তির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম এমপি, আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল এবং সভা পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম হাওলাদার।

নতুন কমিটিতে বর্তমান সভাপতি একেএমএ আউয়াল স্বপদে বহাল থাকবেন বলে জানিয়েছেন অনেক নেতা-কর্মী। তবে সাধারণ সম্পাদক পদে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় আসছে। তাদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক কানাই লাল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মহিউদ্দিন মহারাজ, এবং সদস্য ইসাহাক আলী খান পান্নার নাম শোনা যাচ্ছে।

সর্বশেষ ২০১৫ সালের ১১ ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে একেএমএ আউয়ালকে সভাপতি ও এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এদিকে সম্মেলনকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা, মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ, সম্মেলন স্থান ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

রবিবার, ২৭ নভেম্বর ২০২২ , ১২ অগ্রহায়ণ ১৪২৯, ৩১ রবিউস সানি ১৪৪৪

আজ পিরোজপুর আ’ লীগের সম্মেলন

প্রতিনিধি, পিরোজপুর

মেয়াদ উত্তীর্ণের চার বছর পর আজ রোববার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন থাকছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতরা। সম্মেলন অনাড়ম্বর করতে জেলা শহরের বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। পদপ্রত্যাশীদের ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলা ও উপজেলার সর্বত্র। সম্মেলন ঘিরে জেলা শহর সেজেছে অপরূপ সাজে। নেয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা। এদিকে জেলা সম্মেলন ঘিরে জেলা, উপজেলাসহ তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে।

দীর্ঘ দিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে দলের শীর্ষপদে কোনো পরিবর্তন আসবে কিনা, নাকি সাবেকরাই বহাল থাকবেন- এ নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। তবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। মাঠ পর্যায়ের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা চান সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব আসুক।

সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই পদপ্রত্যাশীরা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে যাচ্ছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। চলছে প্রত্যাশিত পদ পেতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও দৌড়ঁঝাপ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক জানান, সম্মেলন আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে জেলার ছয়টি উপজেলার সম্মেলন সম্পন্ন করা হয়েছে। সাংগঠনিক কিছু সমস্যার কারণে শুধু মঠবাড়িয়া উপজেলার সম্মেলন করা যায়নি। সম্মেলনে নতুন মুখ আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, করোনা পরিস্থিসহ বিভিন্ন দুর্যোগে দলের যেসব নেতা সাধারণ মানুষ ও কর্মীদের পাশে ছিলেন এবং রাজপথে থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবিলা করেছেন, তাদেরই দলের মূল্যায়ন করা উচিত।

বর্তমান জেলা কমিটির এক নম্বর সদস্য এবং সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধু আমার আদর্শের প্রতীক। সম্মেলনে নেতারা আমাকে যেখানে পদ দিতে চান সেখানে থাকতে কোনো আপত্তি নেই।

দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি থাকার কথা রয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপির। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তিচুক্তির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম এমপি, আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল এবং সভা পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম হাওলাদার।

নতুন কমিটিতে বর্তমান সভাপতি একেএমএ আউয়াল স্বপদে বহাল থাকবেন বলে জানিয়েছেন অনেক নেতা-কর্মী। তবে সাধারণ সম্পাদক পদে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় আসছে। তাদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক কানাই লাল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মহিউদ্দিন মহারাজ, এবং সদস্য ইসাহাক আলী খান পান্নার নাম শোনা যাচ্ছে।

সর্বশেষ ২০১৫ সালের ১১ ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে একেএমএ আউয়ালকে সভাপতি ও এমএ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এদিকে সম্মেলনকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা, মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ, সম্মেলন স্থান ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।