ফুটবলারদের জন্য সৌদি যুবরাজের সাড়ে ৫ কোটি টাকার গাড়ি উপহার

কাতার বিশ্বকাপের ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেয়া সাফল্যের পর বড় পুরস্কার পেতে যাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। গত মঙ্গলবারের ম্যাচে যারা খেলেছেন, তাদের প্রত্যেককে কোটি টাকার রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আর্জেন্টিনা জয়ে উচ্ছ্বসিত সৌদির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবার। যুবরাজের পক্ষ থেকে রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি উপহারের ঘোষণা আসে।

হারিয়ান মেট্রোর রিপোর্ট অনুসারে, দলকে সম্মান জানাতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদি জাতীয় দলের খেলোয়াড়দের রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করবেন।

এই গাড়িটির বর্তমান দাম ৪৬০ হাজার ইউএস ডলার থেকে ৫৫০ হাজার ইউএস ডলারের মধ্যে। বাংলাদেশের মুদ্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা। যা বিশ্বের বিলাসবহুল গাড়িগুলোর একটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অভূতপূর্ব সাফল্য এনে দেয়া বীরদের সম্মান জানাতেই এই পুরস্কার।

এমন জয়ের পর দেশটিতে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছিল। গত বুধবার সৌদি আরবের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। গত মঙ্গলবার সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গেছে দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানালায় লাগানো সৌদির পতাকা। আতশবাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করনে।

রবিবার, ২৭ নভেম্বর ২০২২ , ১২ অগ্রহায়ণ ১৪২৯, ৩১ রবিউস সানি ১৪৪৪

ফুটবলারদের জন্য সৌদি যুবরাজের সাড়ে ৫ কোটি টাকার গাড়ি উপহার

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

কাতার বিশ্বকাপের ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেয়া সাফল্যের পর বড় পুরস্কার পেতে যাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। গত মঙ্গলবারের ম্যাচে যারা খেলেছেন, তাদের প্রত্যেককে কোটি টাকার রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আর্জেন্টিনা জয়ে উচ্ছ্বসিত সৌদির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজপরিবার। যুবরাজের পক্ষ থেকে রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি উপহারের ঘোষণা আসে।

হারিয়ান মেট্রোর রিপোর্ট অনুসারে, দলকে সম্মান জানাতে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদি জাতীয় দলের খেলোয়াড়দের রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করবেন।

এই গাড়িটির বর্তমান দাম ৪৬০ হাজার ইউএস ডলার থেকে ৫৫০ হাজার ইউএস ডলারের মধ্যে। বাংলাদেশের মুদ্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা। যা বিশ্বের বিলাসবহুল গাড়িগুলোর একটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অভূতপূর্ব সাফল্য এনে দেয়া বীরদের সম্মান জানাতেই এই পুরস্কার।

এমন জয়ের পর দেশটিতে জাতীয় ছুটির দিন ঘোষণা করা হয়েছিল। গত বুধবার সৌদি আরবের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। গত মঙ্গলবার সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গেছে দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানালায় লাগানো সৌদির পতাকা। আতশবাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করনে।