পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশ

ঋণপ্রাপ্তি ও পণ্য রপ্তানিতে কৃষিপণ্যের মতো সুযোগ-সুবিধা দিতে পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এখন থেকে পাট কৃষিপণ্য হিসেবে বিবেচিত হবে। এজন্য ‘জাতীয় কৃষি বিপণন নীতি-২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও শরীয়তপুরে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়ে বলেন, মন্ত্রিসভায় আটটি বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম। বিষয়টি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভাকে জানানো হয়েছে। আর তিনটি ছিল নীতিনির্ধারণী কাজ।

কৃষি বিপণন নীতিমালা

কৃষি বিপণন নীতিমালার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাটজাতপণ্য ও পাটের আঁশের ব্যবহার অনেক বেড়েছে। পাশাপাশি দেশে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এখন থেকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করতে হবে। এতদিন এটা কৃষিপণ্য ছিল না।

দীর্ঘদিন ধরেই পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপারিশ ও দাবি জানানো হচ্ছিল। এর আলোকেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, এটাকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করা হবে। সে অনুযায়ী পাট খাত কৃষির সব সুযোগ-সুবিধা পাবে।

পাট এতদিন কী পণ্য হিসেবে বিবেচিত হতো- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাট উৎপাদনের যে প্রক্রিয়া ছিল, অনেক ক্ষেত্রে শিল্পজাত পণ্য হিসেবে ব্যবহৃত হতো। প্রধানমন্ত্রী পাট উৎপাদনে উৎসাহ যাতে বেশি দেয়া যায় সেজন্য এ নির্দেশনা দিয়েছেন।

পাট কৃষিজাত পণ্য হিসেবে বিবেচিত হলে কৃষক ও পাট খাত কীভাবে উপকৃত হবে-এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, এক্ষেত্রে পাট চাষিরা কৃষি ঋণের মতো ঋণ পাবেন। রপ্তানি খাতের সব সুযোগ-সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে এটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় :

শরীয়তপুরে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সে বিশ্ববিদ্যালয়ের নাম হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় হবে। এ আইটি গতকাল মন্ত্রিসভায় উপস্থাপন হয় ও বিস্তারিত আলোচনা শেষে সবার সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।’

দেশে বিদ্যমান অন্যান্য কৃষি বিশ^বিদ্যালয় আইনের সঙ্গে মিল রেখেই আইন প্রণয়ন করা হচ্ছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট্য আমাদের অন্যান্য যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ঠিক অনেকটা সেরকম। বিশেষ কোন পার্থক্য সেখানে নেই।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে দেশে ৫৩টি বিশ্ববিদ্যালয় আছে। এখন এটি হবে ৫৪তম বিশ্ববিদ্যালয়।

এছাড়াও মন্ত্রিসভা ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০২৩’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ , ২৬ পৌষ ১৪২৯, ১৭ জমাদিউল সানি ১৪৪৪

পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক

ঋণপ্রাপ্তি ও পণ্য রপ্তানিতে কৃষিপণ্যের মতো সুযোগ-সুবিধা দিতে পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এখন থেকে পাট কৃষিপণ্য হিসেবে বিবেচিত হবে। এজন্য ‘জাতীয় কৃষি বিপণন নীতি-২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও শরীয়তপুরে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়ে বলেন, মন্ত্রিসভায় আটটি বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম। বিষয়টি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভাকে জানানো হয়েছে। আর তিনটি ছিল নীতিনির্ধারণী কাজ।

কৃষি বিপণন নীতিমালা

কৃষি বিপণন নীতিমালার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাটজাতপণ্য ও পাটের আঁশের ব্যবহার অনেক বেড়েছে। পাশাপাশি দেশে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এটিকে কাজে লাগাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এখন থেকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করতে হবে। এতদিন এটা কৃষিপণ্য ছিল না।

দীর্ঘদিন ধরেই পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপারিশ ও দাবি জানানো হচ্ছিল। এর আলোকেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, এটাকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করা হবে। সে অনুযায়ী পাট খাত কৃষির সব সুযোগ-সুবিধা পাবে।

পাট এতদিন কী পণ্য হিসেবে বিবেচিত হতো- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাট উৎপাদনের যে প্রক্রিয়া ছিল, অনেক ক্ষেত্রে শিল্পজাত পণ্য হিসেবে ব্যবহৃত হতো। প্রধানমন্ত্রী পাট উৎপাদনে উৎসাহ যাতে বেশি দেয়া যায় সেজন্য এ নির্দেশনা দিয়েছেন।

পাট কৃষিজাত পণ্য হিসেবে বিবেচিত হলে কৃষক ও পাট খাত কীভাবে উপকৃত হবে-এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, এক্ষেত্রে পাট চাষিরা কৃষি ঋণের মতো ঋণ পাবেন। রপ্তানি খাতের সব সুযোগ-সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে এটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় :

শরীয়তপুরে নতুন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সে বিশ্ববিদ্যালয়ের নাম হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় হবে। এ আইটি গতকাল মন্ত্রিসভায় উপস্থাপন হয় ও বিস্তারিত আলোচনা শেষে সবার সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।’

দেশে বিদ্যমান অন্যান্য কৃষি বিশ^বিদ্যালয় আইনের সঙ্গে মিল রেখেই আইন প্রণয়ন করা হচ্ছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট্য আমাদের অন্যান্য যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ঠিক অনেকটা সেরকম। বিশেষ কোন পার্থক্য সেখানে নেই।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে দেশে ৫৩টি বিশ্ববিদ্যালয় আছে। এখন এটি হবে ৫৪তম বিশ্ববিদ্যালয়।

এছাড়াও মন্ত্রিসভা ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০২৩’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে।