৯শ’ কোটি টাকা লেনদেন ছাড়ালো শেয়ারবাজারে

একদিনের ব্যবধানে গতকাল দেশের শেয়ারবাজারে বড় উন্নতি হয়েছে। এ দিন মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেন ছাড়িয়ে গেছে ৯০০ কোটি টাকার। যা গত কয়েকদিন ধরে টানা বেড়ে এই অবস্থানে উঠে এসেছে। লেনদেনের এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার তৈরি করেছে।

জানা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮২ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২১৫ পয়েন্টে। এর আগে গত সোমবার ডিএসইএক্স কমেছিল ৪ পয়েন্ট। তবে তার আগের ৪ কার্যদিবস টানা বেড়েছিল। এরমধ্যে ১০ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৪ পয়েন্ট। যা ১১ জানুয়ারি ৪ পয়েন্ট, ১২ জানুয়ারি ৬ পয়েন্ট ও ১৫ জানুয়ারি ৩৫ পয়েন্ট বেড়েছিল। ডিএসইতে গতকাল ৯০০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বা ২৬% বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের এবং ১৮৬টির বা ৪৯.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে জেনেক্স ইনফোসিসের ৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ১৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, কমেছে ৩৭টির এবং ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে গতকাল ৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের ৩য় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৯.৫২ শতাংশ, আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.২৬ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৮.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৫২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৮.০৬ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৬৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৪ শতাংশ ও প্যাসিফিক ডেনিমসের ৬.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৬.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ২.১৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইটি কনসালটেন্টস লিমিটেডের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের ১.০ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কো (বিডি)র ০.৯৯ শতাংশ, সাভার রিফ্র্যাক্টরিজের ০.৯৮ শতাংশ, জুট স্পিনার্সের ০.৯৮ শতাংশ, রহিম টেক্সটাইল মিলসের ০.৯৭ শতাংশ, এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ০.৯৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ০.৯৬ শতাংশ ও আজিজ পাইপসের ০.৯৫ শতাংশ শেয়ার দর কমেছে।

বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ , ০৪ মাঘ ১৪২৯, ২৫ জমাদিউল সানি ১৪৪৪

৯শ’ কোটি টাকা লেনদেন ছাড়ালো শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

একদিনের ব্যবধানে গতকাল দেশের শেয়ারবাজারে বড় উন্নতি হয়েছে। এ দিন মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেন ছাড়িয়ে গেছে ৯০০ কোটি টাকার। যা গত কয়েকদিন ধরে টানা বেড়ে এই অবস্থানে উঠে এসেছে। লেনদেনের এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার তৈরি করেছে।

জানা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮২ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২১৫ পয়েন্টে। এর আগে গত সোমবার ডিএসইএক্স কমেছিল ৪ পয়েন্ট। তবে তার আগের ৪ কার্যদিবস টানা বেড়েছিল। এরমধ্যে ১০ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৪ পয়েন্ট। যা ১১ জানুয়ারি ৪ পয়েন্ট, ১২ জানুয়ারি ৬ পয়েন্ট ও ১৫ জানুয়ারি ৩৫ পয়েন্ট বেড়েছিল। ডিএসইতে গতকাল ৯০০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বা ২৬% বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের এবং ১৮৬টির বা ৪৯.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে জেনেক্স ইনফোসিসের ৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ১৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩০ পয়েন্টে। সিএসইতে গতকাল ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, কমেছে ৩৭টির এবং ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে গতকাল ৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের ৩য় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- দেশবন্ধু পলিমারের ৯.৫২ শতাংশ, আইএফআইএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৯.২৬ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৮.৭৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৫২ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৮.০৬ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.৬৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৪ শতাংশ ও প্যাসিফিক ডেনিমসের ৬.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস আইটি কনসালটেন্টস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৬.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ২.১৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইটি কনসালটেন্টস লিমিটেডের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের ১.০ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ০.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কো (বিডি)র ০.৯৯ শতাংশ, সাভার রিফ্র্যাক্টরিজের ০.৯৮ শতাংশ, জুট স্পিনার্সের ০.৯৮ শতাংশ, রহিম টেক্সটাইল মিলসের ০.৯৭ শতাংশ, এমারল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ০.৯৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ০.৯৬ শতাংশ ও আজিজ পাইপসের ০.৯৫ শতাংশ শেয়ার দর কমেছে।