সেচ প্রকল্প এলাকায় অবৈধভাবে নতুন পাম্প চালুর পাঁয়তারা

গোবিন্দগঞ্জে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা ও সেচ আইন পরিপন্থী মাত্র ২৫০ ফিট ব্যবধানে নতুন করে অগভীর সেচ লাইসেন্স প্রদান ও সেচ প্রকল্প গ্রহণের অভিযোগ উঠেছে। জোরপূর্বক একটি স্কিম এরিয়ার মধ্যে নতুন একটি প্রকল্প চালুর পায়তারা করায় মৌখিকভাবে বাঁধা নিষেধ করায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় পূর্ব থেকে চালু স্কিম পরিচালক মো. ছাইদার প্রধান গোবিন্দগঞ্জ থানা ও নেসকো নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। রবিবার জমাকৃত অভিযোগ ও আবেদন সূত্রে জানা যায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তেলিয়া গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক এসএমএস হিসাব নং-১০৬৫০৩২৯০৩০০৫ মো. সাইদার প্রধান নামীয় এ সংযোগ নিয়ে তিনি ইরি-বোরো মওসুমে সেচ দিয়ে আসছে। এ সেচ প্রকল্পে একই গ্রামের মৃত মোজাফরের পুত্র নিপু মিয়া নেসকো লিমিটেডের গ্রাহক হিসেবে নতুন একটি সেচ প্রকল্প চালুর উদ্যোগ নেয়। যা নীতিমালার ৭৫০ ফুট দূরত্বকে লঙ্ঘন করে ২৫০ ফুট দূরত্বে বসানোর কাজ করছে। ফলে পূর্বের সেচ প্রকল্প চরম ক্ষতিগ্রস্থ হবে মর্মে মৌখিক বাঁধা নিষেধ করতে গেলে নিপু গংরা মারমুখি আচরণ করে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ জমাকারী ছাইদার রহমান জানান, আমার পল্লী বিদ্যুৎ সেচ প্রকল্পে নেসকো লিমিটেড গোবিন্দগঞ্জ সেচ প্রকল্পের অনুমতি দিলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হব। এজন্য নেসকো লি. গোবিন্দগঞ্জের নির্বাহী প্রকৌশলী বরাবর সরেজমিনে তদন্ত করে সংযোগের অনুমতিদানের আবেদন দিয়েছি। অপরদিকে নিপু গং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অগভীর নলকূপের বোরি কাজ শুরু করলে মৌখিকভাবে নিষেধ করায় ক্ষিপ্ত হওয়ায় এবং পরবর্তীতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নের সৃষ্টি করতে না পারে সেলক্ষ্যে একটি অভিযোগ থানায় জমা দিয়েছি। এ বিষয়ে নিপু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ , ০৪ মাঘ ১৪২৯, ২৫ জমাদিউল সানি ১৪৪৪

সেচ প্রকল্প এলাকায় অবৈধভাবে নতুন পাম্প চালুর পাঁয়তারা

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

image

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : সেচ প্রকল্প এলাকায় এভাবেই বসানো হচ্ছে নতুন নলকূপ -সংবাদ

গোবিন্দগঞ্জে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা ও সেচ আইন পরিপন্থী মাত্র ২৫০ ফিট ব্যবধানে নতুন করে অগভীর সেচ লাইসেন্স প্রদান ও সেচ প্রকল্প গ্রহণের অভিযোগ উঠেছে। জোরপূর্বক একটি স্কিম এরিয়ার মধ্যে নতুন একটি প্রকল্প চালুর পায়তারা করায় মৌখিকভাবে বাঁধা নিষেধ করায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় পূর্ব থেকে চালু স্কিম পরিচালক মো. ছাইদার প্রধান গোবিন্দগঞ্জ থানা ও নেসকো নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। রবিবার জমাকৃত অভিযোগ ও আবেদন সূত্রে জানা যায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তেলিয়া গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহক এসএমএস হিসাব নং-১০৬৫০৩২৯০৩০০৫ মো. সাইদার প্রধান নামীয় এ সংযোগ নিয়ে তিনি ইরি-বোরো মওসুমে সেচ দিয়ে আসছে। এ সেচ প্রকল্পে একই গ্রামের মৃত মোজাফরের পুত্র নিপু মিয়া নেসকো লিমিটেডের গ্রাহক হিসেবে নতুন একটি সেচ প্রকল্প চালুর উদ্যোগ নেয়। যা নীতিমালার ৭৫০ ফুট দূরত্বকে লঙ্ঘন করে ২৫০ ফুট দূরত্বে বসানোর কাজ করছে। ফলে পূর্বের সেচ প্রকল্প চরম ক্ষতিগ্রস্থ হবে মর্মে মৌখিক বাঁধা নিষেধ করতে গেলে নিপু গংরা মারমুখি আচরণ করে। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ জমাকারী ছাইদার রহমান জানান, আমার পল্লী বিদ্যুৎ সেচ প্রকল্পে নেসকো লিমিটেড গোবিন্দগঞ্জ সেচ প্রকল্পের অনুমতি দিলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হব। এজন্য নেসকো লি. গোবিন্দগঞ্জের নির্বাহী প্রকৌশলী বরাবর সরেজমিনে তদন্ত করে সংযোগের অনুমতিদানের আবেদন দিয়েছি। অপরদিকে নিপু গং দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অগভীর নলকূপের বোরি কাজ শুরু করলে মৌখিকভাবে নিষেধ করায় ক্ষিপ্ত হওয়ায় এবং পরবর্তীতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নের সৃষ্টি করতে না পারে সেলক্ষ্যে একটি অভিযোগ থানায় জমা দিয়েছি। এ বিষয়ে নিপু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।