ডায়ালাইসিস ফি কমান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্যান্ডরের কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানো হয়েছে। ডায়ালালাইসিস ফি বাড়ানোর কারণে গরিব রোগীরা চরম বিপাকে পড়েছেন। কিডনি রোগীর জন্য ডায়ালাইসিস করানো অত্যন্ত জরুরি। ব্যয়বহুল হওয়াতে অনেকেই প্রাইভেটে ডায়ালাইসিস করানোটা ভাবতেই পারেন না। অর্থের অভাবে অনেককে মাঝপথে চিকিৎসা বন্ধ করতে হয়। ডায়ালাইসিস করানো ছাড়াও রোগীর ঔষুধ, পরিবারের খরচ জোগানো অনেক কষ্টকর। অনেককেই ধারদেনা করে চিকিৎসা চালাতে হয়। কেউ কেউ জায়গা-জমি বিক্রি করে আজ নিঃস্ব।

গরিব অসহায় রোগীরা কোনোমতে চিকিৎসা চালানোর জন্য আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় সরকারি মেডিকেল। অনেক দূর-দূরান্ত থেকে এসব অসহায় দরিদ্র রোগী কষ্ট করে আসে মেডিকেলে, যাতে কম ফিতে ডায়ালাইসিস করাতে পারে।

সরকারি ভর্তুকি প্রদত্ত সুবিধায় গরিব ও অসহায় রোগীরা গত বছরেও সরকারিভাবে ৫১০ টাকা আর বেসরকারিভাবে ২৭৯৫ টাকা করে দিয়ে সেবা পেতেন; কিন্তু এ বছরেই ডায়ালাইসিস ফি বৃদ্ধি করে সরকারিভাবে ৫৩৫ টাকা ও বেসরকারিভাবে ২৯৩০ টাকা নিচ্ছে। পিপিপির আওতায় সরকার ও স্যান্ডরের করা চুক্তিতে ৫% ফি বৃদ্ধি করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু সুবিধাবঞ্চিত করার কারণে ফি বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করাতে গেলে প্রতিবারে গুনতে হয় প্রায় ৫০০০ টাকার মতো- ফলে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, নিম্নবিত্তরা শেষ আশ্রয়স্থল হিসেবে খুঁজে নেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ। অনেক দূর-দূরান্ত থেকে রোগীরা ডায়ালাইসিস করানোর জন্য চট্টগ্রাম মেডিকেলে আসে কিডনি রোগীরা। আগের বছরের ফিতে যাতে সেবা নিতে পারে- হাসপাতাল কর্তৃপক্ষ, স্যান্ডর কর্তৃপক্ষ, মন্ত্রণালয়সহ সরকারের সুদৃষ্টি কামনা করছি।

রায়হান উদ্দিন

বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ , ০৪ মাঘ ১৪২৯, ২৫ জমাদিউল সানি ১৪৪৪

ডায়ালাইসিস ফি কমান

image

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্যান্ডরের কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানো হয়েছে। ডায়ালালাইসিস ফি বাড়ানোর কারণে গরিব রোগীরা চরম বিপাকে পড়েছেন। কিডনি রোগীর জন্য ডায়ালাইসিস করানো অত্যন্ত জরুরি। ব্যয়বহুল হওয়াতে অনেকেই প্রাইভেটে ডায়ালাইসিস করানোটা ভাবতেই পারেন না। অর্থের অভাবে অনেককে মাঝপথে চিকিৎসা বন্ধ করতে হয়। ডায়ালাইসিস করানো ছাড়াও রোগীর ঔষুধ, পরিবারের খরচ জোগানো অনেক কষ্টকর। অনেককেই ধারদেনা করে চিকিৎসা চালাতে হয়। কেউ কেউ জায়গা-জমি বিক্রি করে আজ নিঃস্ব।

গরিব অসহায় রোগীরা কোনোমতে চিকিৎসা চালানোর জন্য আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় সরকারি মেডিকেল। অনেক দূর-দূরান্ত থেকে এসব অসহায় দরিদ্র রোগী কষ্ট করে আসে মেডিকেলে, যাতে কম ফিতে ডায়ালাইসিস করাতে পারে।

সরকারি ভর্তুকি প্রদত্ত সুবিধায় গরিব ও অসহায় রোগীরা গত বছরেও সরকারিভাবে ৫১০ টাকা আর বেসরকারিভাবে ২৭৯৫ টাকা করে দিয়ে সেবা পেতেন; কিন্তু এ বছরেই ডায়ালাইসিস ফি বৃদ্ধি করে সরকারিভাবে ৫৩৫ টাকা ও বেসরকারিভাবে ২৯৩০ টাকা নিচ্ছে। পিপিপির আওতায় সরকার ও স্যান্ডরের করা চুক্তিতে ৫% ফি বৃদ্ধি করার কথা উল্লেখ রয়েছে। কিন্তু সুবিধাবঞ্চিত করার কারণে ফি বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করাতে গেলে প্রতিবারে গুনতে হয় প্রায় ৫০০০ টাকার মতো- ফলে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, নিম্নবিত্তরা শেষ আশ্রয়স্থল হিসেবে খুঁজে নেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ। অনেক দূর-দূরান্ত থেকে রোগীরা ডায়ালাইসিস করানোর জন্য চট্টগ্রাম মেডিকেলে আসে কিডনি রোগীরা। আগের বছরের ফিতে যাতে সেবা নিতে পারে- হাসপাতাল কর্তৃপক্ষ, স্যান্ডর কর্তৃপক্ষ, মন্ত্রণালয়সহ সরকারের সুদৃষ্টি কামনা করছি।

রায়হান উদ্দিন