অনুষ্ঠানে উচ্চশব্দে গান নয়

বিয়েসহ কিছু সামাজিক উৎসবে আজকাল উচ্চ আওয়াজে ডিজে গান না বাজালে যেন অনুষ্ঠান হয় না। দিনের বেলা যেমন-তেমন সারারাত উচ্চ আওয়াজে গান বাজে। এতে আশপাশের মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের সমস্যা হয় বেশি।

মানুষের কষ্ট হয় এমন কিছু করা উচিত নয় এ ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরি। এ ব্যাপারের প্রশাসনেরও নজরদারি দরকার।

আল-আমিন আহমেদ

বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ , ০৪ মাঘ ১৪২৯, ২৫ জমাদিউল সানি ১৪৪৪

অনুষ্ঠানে উচ্চশব্দে গান নয়

বিয়েসহ কিছু সামাজিক উৎসবে আজকাল উচ্চ আওয়াজে ডিজে গান না বাজালে যেন অনুষ্ঠান হয় না। দিনের বেলা যেমন-তেমন সারারাত উচ্চ আওয়াজে গান বাজে। এতে আশপাশের মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের সমস্যা হয় বেশি।

মানুষের কষ্ট হয় এমন কিছু করা উচিত নয় এ ব্যাপারে সবার সচেতন হওয়া জরুরি। এ ব্যাপারের প্রশাসনেরও নজরদারি দরকার।

আল-আমিন আহমেদ