ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার কাছাকাছি

শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে লেনদেন কম হওয়া নিয়ে হতাশা বিরাজ করছিল। এই লেনদেন কম হওয়ার কারণে বাজার নিয়েই বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ বাজার মন্দার ক্ষেত্রেও লেনদেন বেশি হলে, যেকোন সময় ঘুরে তা দাঁড়ানোর আশা থাকে। যেটা অনেকদিন ছিল না। তবে গত কয়েকদিন ধরে লেনদেনে উন্নতি হচ্ছে। বিনিয়োগকারীদের এই অংশগ্রহণ বৃদ্ধি বাজারের জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডিএসইতে গতকাল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৮১ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৯০০ কোটি ৪৮ লাখ টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৭ পয়েন্টে এবং ২২১০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির বা ১৩.৩২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৮টির বা ৩৭.৫০ শতাংশের এবং ১৮১টির বা ৪৯.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৬১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ৮২টির এবং ৯৭ টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ১১৫ কোটি ৮৬ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইসলামী ব্যাংক ১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ৩ কোটি ২৫ লাখ, বিএটিবিসি ২ কোটি ৪১ লাখ, বিকন ফার্মা ৫ কোটি ৮২ লাখ, ই-জেনারেশন ১ কোটি ৩২ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১৫ লাখ, গ্রামীণফোন ৩ কোটি ২৫ লাখ, জিএসপি ফিন্যান্স ১ কোটি, এইচ.আর টেক্সটাইল ৫ কোটি ৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ২০ লাখ, মেঘনা লাইফ ১ কোটি ৯ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ৪৭ লাখ, রেনেটা ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৯টির বা ১৩.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে নেটওয়ার্কসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস আমরা নেটওয়ার্কসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬০.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৫.৭৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্কস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকস লি. ৪.৪২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৩.৮৩ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ৩.৬৪ শতাংশ, সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৩.১৮ শতাংশ, কধু ছঁব (বাংলাদেশ) লি. ২.৮৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লি. ২.৭১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লি. ২.৪৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. ২.৩৬ শতাংশ ও ঢাকা ইন্স্যুরেন্স লি. ২.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৩৭.৫০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৯.৫০টাকায়। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯২.০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭.৫০ টাকা বা ৭.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিলস লি. ৭.১৪ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লি. ৬.৮৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লি. ৬.৭৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশন লি. ৬.৫৯ শতাংশ, ইস্টার্ন হাউজিং লি. ৬.৩৬ শতাংশ, মালেক স্পিনিং মিলস লি. ৫.৮৬ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোং লি. ৫.৬৫ শতাংশ, লুব-রেফ (বাংলাদেশ) লি. ৫.৪৭ শতাংশ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি. ৫.১৬ শতাংশ শেয়ার দর কমেছে।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার কাছাকাছি

image

শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে লেনদেন কম হওয়া নিয়ে হতাশা বিরাজ করছিল। এই লেনদেন কম হওয়ার কারণে বাজার নিয়েই বিনিয়োগকারীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ বাজার মন্দার ক্ষেত্রেও লেনদেন বেশি হলে, যেকোন সময় ঘুরে তা দাঁড়ানোর আশা থাকে। যেটা অনেকদিন ছিল না। তবে গত কয়েকদিন ধরে লেনদেনে উন্নতি হচ্ছে। বিনিয়োগকারীদের এই অংশগ্রহণ বৃদ্ধি বাজারের জন্য খুবই ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ডিএসইতে গতকাল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৮১ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৯০০ কোটি ৪৮ লাখ টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৭ পয়েন্টে এবং ২২১০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির বা ১৩.৩২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৮টির বা ৩৭.৫০ শতাংশের এবং ১৮১টির বা ৪৯.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৬১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৮৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর বেড়েছে, কমেছে ৮২টির এবং ৯৭ টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে যার আর্থিক মূল্য ১১৫ কোটি ৮৬ লাখ টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ইসলামী ব্যাংক ১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ৩ কোটি ২৫ লাখ, বিএটিবিসি ২ কোটি ৪১ লাখ, বিকন ফার্মা ৫ কোটি ৮২ লাখ, ই-জেনারেশন ১ কোটি ৩২ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১৫ লাখ, গ্রামীণফোন ৩ কোটি ২৫ লাখ, জিএসপি ফিন্যান্স ১ কোটি, এইচ.আর টেক্সটাইল ৫ কোটি ৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ২০ লাখ, মেঘনা লাইফ ১ কোটি ৯ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ৪৭ লাখ, রেনেটা ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৯টির বা ১৩.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে নেটওয়ার্কসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস আমরা নেটওয়ার্কসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬০.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৫.৭৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্কস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকস লি. ৪.৪২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৩.৮৩ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ৩.৬৪ শতাংশ, সন্ধ্যানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৩.১৮ শতাংশ, কধু ছঁব (বাংলাদেশ) লি. ২.৮৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লি. ২.৭১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স লি. ২.৪৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. ২.৩৬ শতাংশ ও ঢাকা ইন্স্যুরেন্স লি. ২.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৩৭.৫০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস জেএমআই হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৯.৫০টাকায়। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯২.০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৭.৫০ টাকা বা ৭.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বসুন্ধরা পেপার মিলস লি. ৭.১৪ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লি. ৬.৮৪ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লি. ৬.৭৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশন লি. ৬.৫৯ শতাংশ, ইস্টার্ন হাউজিং লি. ৬.৩৬ শতাংশ, মালেক স্পিনিং মিলস লি. ৫.৮৬ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোং লি. ৫.৬৫ শতাংশ, লুব-রেফ (বাংলাদেশ) লি. ৫.৪৭ শতাংশ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি. ৫.১৬ শতাংশ শেয়ার দর কমেছে।