একই সময় কর্মসূচি না দিতে আওয়ামী লীগের প্রতি ফখরুলের আহ্বান

বিএনপিসহ বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি না দেয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ‘স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি ও বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি পালন, বাধা প্রদান এবং একই দিনে একই সময় কোন কর্মসূচি প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সব দায় আওয়ামী লীগ ও সরকারকেই বহন করতে হবে বলে মত দিয়েছে স্থায়ী কমিটি।’

গতকাল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনা সম্পর্কে এ সংবাদ সম্মেলন করা হয়।

‘আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে’ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান, হামলা, গুলিবর্ষণ, পরিবহন ধর্মঘট সৃষ্টি করা, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে বিরোধী দল ও বিএনপির কর্মসূচিগুলো প- করার হীন নীলনকশা তৈরি করছে।’

‘গণবিরোধী সরকার বিরোধী আন্দোলনে জনগণের যে ঢল নামছে’, তা দেখে ভীত হয়ে আওয়ামী লীগ ও অনির্বাচিত সরকার হত্যা, হুমকি, মামলা ও নির্যাতনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সভায় আওয়ামী লীগের এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

তিনি বলেন, ‘সভা মনে করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা, সরকারের লাগামহীন দুর্নীতি বন্ধের দাবি নিয়ে যখন দুর্বার গণআন্দোলন গড়ে উঠছে, তখন এই ধরনের মন্তব্য একনায়কতন্ত্র, দুর্নীতি ও ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে এবং প্রকাশ্যে জনগণের ন্যায়সংগত দাবির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল হবে।’

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, র?্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার; যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত নয় উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা আনন্দিত নই, এটা আমাদের জন্য লজ্জাজনক। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে।’

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

একই সময় কর্মসূচি না দিতে আওয়ামী লীগের প্রতি ফখরুলের আহ্বান

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপিসহ বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি না দেয়ার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ‘স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি ও বিরোধী দলগুলোর কর্মসূচির দিনে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি পালন, বাধা প্রদান এবং একই দিনে একই সময় কোন কর্মসূচি প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সব দায় আওয়ামী লীগ ও সরকারকেই বহন করতে হবে বলে মত দিয়েছে স্থায়ী কমিটি।’

গতকাল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনা সম্পর্কে এ সংবাদ সম্মেলন করা হয়।

‘আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে’ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান, হামলা, গুলিবর্ষণ, পরিবহন ধর্মঘট সৃষ্টি করা, হোটেল, রেস্তোরাঁ বন্ধ করে বিরোধী দল ও বিএনপির কর্মসূচিগুলো প- করার হীন নীলনকশা তৈরি করছে।’

‘গণবিরোধী সরকার বিরোধী আন্দোলনে জনগণের যে ঢল নামছে’, তা দেখে ভীত হয়ে আওয়ামী লীগ ও অনির্বাচিত সরকার হত্যা, হুমকি, মামলা ও নির্যাতনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সভায় আওয়ামী লীগের এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

তিনি বলেন, ‘সভা মনে করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা, সরকারের লাগামহীন দুর্নীতি বন্ধের দাবি নিয়ে যখন দুর্বার গণআন্দোলন গড়ে উঠছে, তখন এই ধরনের মন্তব্য একনায়কতন্ত্র, দুর্নীতি ও ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে এবং প্রকাশ্যে জনগণের ন্যায়সংগত দাবির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল হবে।’

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, র?্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার; যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত।

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় বিএনপি আনন্দিত নয় উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা আনন্দিত নই, এটা আমাদের জন্য লজ্জাজনক। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে।’