বাজারে এরগো স্ট্যান্ডসহ এলজি ডুয়েলআপ মনিটর

বাংলাদেশে এলজি মনিটরের অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো এরগো স্ট্যান্ডসহ এলজির ডুয়েলআপ মনিটর এলজি ডুয়েলআপ ২৮এমকিউ৭৮০-বি। লম্বা সময় ধরে কাজের সময় আরাম ও চোখের কথা বিবেচনা করে এই মনিটরটি বাজারজাত করা হয়েছে।

অনেক সময় প্রোগ্রামার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকেই সেকেন্ড মনিটর ব্যবহার করে থাকেন। আবার কোন কোন মালটি-টাস্কার একবারে তিনটি বা চারটি মনিটরও ব্যবহার করে থাকেন। তাদের জন্য মনিটরটি খুবই উপযোগী। ২৮ ইঞ্চি এই মনিটরটির ডিসপ্লে রেজ্যুলেশন এসডিকিউএইচডি (২৫৬০ বাই ২৮৮০)। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ন্যানো আইপিএস প্রযুক্তি। মনিটরটিতে একটি ইউএসবি-সি পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট এবং দুটি এইচডিএমআই পোর্টসহ ৪টি ইনপুট সিস্টেম রয়েছে। ইউএসবি-সি পোর্ট দিয়ে ইনপুট ছাড়াও পাচ্ছেন ৯০ ওয়াট পাওয়ার ডেলিভারি আউটপুট। যা ব্যবহার করে এক্সটারনাল ডিভাইস চার্জ দেয়া যাবে।

মনিটরটির অন্যতম একটি ফিচার হচ্ছে এর আর্টিকুলেটিং আর্ম বা এরগো স্ট্যান্ড।

আর্মটি হরিজোন্টাল বা ভার্টিক্যাল যে কোন অ্যাঙ্গেলে সুবিধামতো পজিশন করে ব্যবহার করা যাবে। স্ট্যান্ড ব্যবহার করে ১৬:১৮ এসপেক্ট রেশিও’র মনিটরটি ৯০ ডিগ্রি ঘুরিয়ে ১৮:১৬ ওরিয়েন্টেশনে নেয়া যায়। মনিটরটির আরও দুটি ইউনিক ফিচার হচ্ছে পিকচার-বাই-পিকচার ফিচার (পিবিপি) এবং বিল্ট-ইন কি-বোর্ড, ভিডিও মনিটর অ্যান্ড মাউস ফিচার (কেভিএম)। পিবিপি ফিচার দিবে একই সঙ্গে দুটি সোর্স থেকে আউটপুট দেয়ার সক্ষমতা। অর্থাৎ দুটি ভিন্ন কম্পিউটার এর কন্টেন্ট দেখা যাবে এক স্ক্রিনে। কেভিএম ফিচার দিবে দুটি কম্পিউটার সিস্টেম একটিমাত্র কি-বোর্ড এবং মাউস দিয়ে পরিচালনা করার সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

বাজারে এরগো স্ট্যান্ডসহ এলজি ডুয়েলআপ মনিটর

বাংলাদেশে এলজি মনিটরের অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো এরগো স্ট্যান্ডসহ এলজির ডুয়েলআপ মনিটর এলজি ডুয়েলআপ ২৮এমকিউ৭৮০-বি। লম্বা সময় ধরে কাজের সময় আরাম ও চোখের কথা বিবেচনা করে এই মনিটরটি বাজারজাত করা হয়েছে।

অনেক সময় প্রোগ্রামার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকেই সেকেন্ড মনিটর ব্যবহার করে থাকেন। আবার কোন কোন মালটি-টাস্কার একবারে তিনটি বা চারটি মনিটরও ব্যবহার করে থাকেন। তাদের জন্য মনিটরটি খুবই উপযোগী। ২৮ ইঞ্চি এই মনিটরটির ডিসপ্লে রেজ্যুলেশন এসডিকিউএইচডি (২৫৬০ বাই ২৮৮০)। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ন্যানো আইপিএস প্রযুক্তি। মনিটরটিতে একটি ইউএসবি-সি পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট এবং দুটি এইচডিএমআই পোর্টসহ ৪টি ইনপুট সিস্টেম রয়েছে। ইউএসবি-সি পোর্ট দিয়ে ইনপুট ছাড়াও পাচ্ছেন ৯০ ওয়াট পাওয়ার ডেলিভারি আউটপুট। যা ব্যবহার করে এক্সটারনাল ডিভাইস চার্জ দেয়া যাবে।

মনিটরটির অন্যতম একটি ফিচার হচ্ছে এর আর্টিকুলেটিং আর্ম বা এরগো স্ট্যান্ড।

আর্মটি হরিজোন্টাল বা ভার্টিক্যাল যে কোন অ্যাঙ্গেলে সুবিধামতো পজিশন করে ব্যবহার করা যাবে। স্ট্যান্ড ব্যবহার করে ১৬:১৮ এসপেক্ট রেশিও’র মনিটরটি ৯০ ডিগ্রি ঘুরিয়ে ১৮:১৬ ওরিয়েন্টেশনে নেয়া যায়। মনিটরটির আরও দুটি ইউনিক ফিচার হচ্ছে পিকচার-বাই-পিকচার ফিচার (পিবিপি) এবং বিল্ট-ইন কি-বোর্ড, ভিডিও মনিটর অ্যান্ড মাউস ফিচার (কেভিএম)। পিবিপি ফিচার দিবে একই সঙ্গে দুটি সোর্স থেকে আউটপুট দেয়ার সক্ষমতা। অর্থাৎ দুটি ভিন্ন কম্পিউটার এর কন্টেন্ট দেখা যাবে এক স্ক্রিনে। কেভিএম ফিচার দিবে দুটি কম্পিউটার সিস্টেম একটিমাত্র কি-বোর্ড এবং মাউস দিয়ে পরিচালনা করার সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।