আমাদের উন্নয়ন পশ্চিমারা এসে করে দেবে না : পরিকল্পনামন্ত্রী

স্থায়ী উন্নয়নের জন্য স্থায়ী নেতৃত্বের প্রয়োজন। স্থায়ী উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের স্থায়ীত্ব প্রয়োজন। স্থায়ী ও শক্তিশালী সরকার হতে যা প্রয়োজন শেখ হাসিনা সরকারের সব রয়েছে। আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে পশ্চিমারা এসে করে দেবে না। গত ১৬ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে ঢাকায় ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্থায়ী উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে হলে ধৈর্য প্রয়োজন। সফল দেশগুলো দ্রুত সফল হয়নি। যেকোন উন্নতির জন্য ধারাবাহিকতা দরকার। স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন স্থায়ী হয় না। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা না থাকলে পদ্মাসেতু হতো না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, বঙ্গবন্ধু টানেলও হতো না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা করোনাতেই পেয়েছি। সমস্ত কাজই এখন ডিজিটালভাবে সম্পন্ন হয়। এই কাজগুলোতে প্রকৌশলীরাই প্রধান কারিগর।

সেমিনারে মূল আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো দক্ষ জনবল তৈরির উপযুক্ত জায়গা। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে পঞ্চম শিল্পবিপ্লব মোকাবিলায় প্রস্তুত করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রকৌশলী মো. নাছিম আখতার। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

আমাদের উন্নয়ন পশ্চিমারা এসে করে দেবে না : পরিকল্পনামন্ত্রী

image

স্থায়ী উন্নয়নের জন্য স্থায়ী নেতৃত্বের প্রয়োজন। স্থায়ী উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের স্থায়ীত্ব প্রয়োজন। স্থায়ী ও শক্তিশালী সরকার হতে যা প্রয়োজন শেখ হাসিনা সরকারের সব রয়েছে। আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে পশ্চিমারা এসে করে দেবে না। গত ১৬ জানুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে ঢাকায় ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্থায়ী উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে হলে ধৈর্য প্রয়োজন। সফল দেশগুলো দ্রুত সফল হয়নি। যেকোন উন্নতির জন্য ধারাবাহিকতা দরকার। স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন স্থায়ী হয় না। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা না থাকলে পদ্মাসেতু হতো না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, বঙ্গবন্ধু টানেলও হতো না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা করোনাতেই পেয়েছি। সমস্ত কাজই এখন ডিজিটালভাবে সম্পন্ন হয়। এই কাজগুলোতে প্রকৌশলীরাই প্রধান কারিগর।

সেমিনারে মূল আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হলো দক্ষ জনবল তৈরির উপযুক্ত জায়গা। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে পঞ্চম শিল্পবিপ্লব মোকাবিলায় প্রস্তুত করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রকৌশলী মো. নাছিম আখতার। সংবাদ বিজ্ঞপ্তি।