মানবাধিকার উন্নতির কারণে যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেয়নি আইনমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে হয়তো আরও নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করেছিল কিন্তু মানবাধিকার উন্নতির কারণে আর দেয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরকালে সাক্ষাতে তাকে (আইনমন্ত্রী) এ কথা জানিয়েছেন।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এসময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, তাকে ডোনাল্ড লু বলেছেন; তারা হয়তো র‌্যাবের ওপর আরও নিষেধাজ্ঞা দিতেন। কিন্তু পরে তারা দেখেছেন, নিষেধাজ্ঞার পর র‌্যাব অনেক ভালো কাজ করেছে। এই যে মানবাধিকারের বিরাট উন্নতি, সে কারণে তারা আর নিষেধাজ্ঞা দেয়নি।

র‌্যাবের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার হতে পারে, এ বিষয়ে লু কিছু জানিয়েছেন কি না, তা জানতে চাইলেন মন্ত্রী বলেন, ‘এ নিয়ে তার সঙ্গে কথা হয়নি। কারণ এটা ওঠানোর বিষয়ে একটা আইনি পদ্ধতি রয়েছে। আমরা আইনিভাবেই এগোচ্ছি। আশা করছি এতে র‌্যাবের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় দু’দিনের সফরে ঢাকা এসেছিলেন ডোনাল্ড লু। সফরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা মতবিনিময় করেন তিনি।

আরও খবর
সবার জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধি জীবনে আরও সংকট নিয়ে আসবে : সিপিবি
ডলারের অস্থিতিশীলতার নেপথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু : ১৪ জন গ্রেপ্তার, প্রায় ২ কোটি টাকা জব্দ
বিএসএমএমইউতে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালো মেঘের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
হিরো আলম ‘একতারা’ প্রতীক পেলেন
পাঠ্যবইয়ে ভুল থাকলে ঠিক করা হবে : শিক্ষামন্ত্রী
আ’লীগ নেতা ফারুক হত্যা মামলার বিচার ৯ বছরেও হয়নি, ক্ষোভ প্রকাশ পরিবারের
কাল থেকে শুরু হচ্ছে বিশ^ ইজতেমার দ্বিতীয় পর্ব
ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার
হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধূ নিয়ে গেলেন নেত্রকোনার এক হরিজন যুবক

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

মানবাধিকার উন্নতির কারণে যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেয়নি আইনমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে হয়তো আরও নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করেছিল কিন্তু মানবাধিকার উন্নতির কারণে আর দেয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরকালে সাক্ষাতে তাকে (আইনমন্ত্রী) এ কথা জানিয়েছেন।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এসময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, তাকে ডোনাল্ড লু বলেছেন; তারা হয়তো র‌্যাবের ওপর আরও নিষেধাজ্ঞা দিতেন। কিন্তু পরে তারা দেখেছেন, নিষেধাজ্ঞার পর র‌্যাব অনেক ভালো কাজ করেছে। এই যে মানবাধিকারের বিরাট উন্নতি, সে কারণে তারা আর নিষেধাজ্ঞা দেয়নি।

র‌্যাবের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার হতে পারে, এ বিষয়ে লু কিছু জানিয়েছেন কি না, তা জানতে চাইলেন মন্ত্রী বলেন, ‘এ নিয়ে তার সঙ্গে কথা হয়নি। কারণ এটা ওঠানোর বিষয়ে একটা আইনি পদ্ধতি রয়েছে। আমরা আইনিভাবেই এগোচ্ছি। আশা করছি এতে র‌্যাবের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় দু’দিনের সফরে ঢাকা এসেছিলেন ডোনাল্ড লু। সফরে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সরকারি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা মতবিনিময় করেন তিনি।