বিদ্যুতের মূল্যবৃদ্ধি জীবনে আরও সংকট নিয়ে আসবে : সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, ‘মানুষের প্রকৃত আয় কমে গেছে। খাদ্যপণ্য ও ওষুধের মূল্য আকাশচুম্বী। এ অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে। কৃষি, শিল্পসহ সর্বত্র উৎপাদন খরচ বাড়বে। সেই বাড়তি খরচ মানুষের পকেট থেকে তুলে নেবে। অথচ দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় দূর করতে পারলে বিদ্যুতের মূল্য না বাড়িয়ে কমানো যেত।’ গতকাল রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সিপিবির নেতারা। দুঃশাসন, দুর্নীতি, গণতান্ত্রিক অধিকার হরণ রুখে দাঁড়ানো এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন গতকাল রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সিপিবি।

গতকাল এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন এই দর চলতি মাস থেকেই কার্যকর হবে।

গণতন্ত্রহীন পরিবেশে দুর্নীতি ও লুটেরারা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। তিনি বলেন, মানুষ বাঁচাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং, ন্যায্যমূল্যের দোকান ও গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে ১৫ জানুয়ারি বাম জোট বিক্ষোভ করবে।

এই আর্থিক সংকটের সময়ে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে রুহিন হোসেন বলেন, জনমত উপেক্ষা করে আগামী নির্বাচনে প্রশাসনিক কারসাজির যেকোন চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচন দেয়ার দাবিও জানান নেতারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর। সমাবেশ সঞ্চালনা করেন দলটির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

আরও খবর
সবার জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
মানবাধিকার উন্নতির কারণে যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেয়নি আইনমন্ত্রী
ডলারের অস্থিতিশীলতার নেপথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু : ১৪ জন গ্রেপ্তার, প্রায় ২ কোটি টাকা জব্দ
বিএসএমএমইউতে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালো মেঘের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
হিরো আলম ‘একতারা’ প্রতীক পেলেন
পাঠ্যবইয়ে ভুল থাকলে ঠিক করা হবে : শিক্ষামন্ত্রী
আ’লীগ নেতা ফারুক হত্যা মামলার বিচার ৯ বছরেও হয়নি, ক্ষোভ প্রকাশ পরিবারের
কাল থেকে শুরু হচ্ছে বিশ^ ইজতেমার দ্বিতীয় পর্ব
ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার
হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধূ নিয়ে গেলেন নেত্রকোনার এক হরিজন যুবক

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

বিদ্যুতের মূল্যবৃদ্ধি জীবনে আরও সংকট নিয়ে আসবে : সিপিবি

নিজস্ব বার্তা পরিবেশক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেছেন, ‘মানুষের প্রকৃত আয় কমে গেছে। খাদ্যপণ্য ও ওষুধের মূল্য আকাশচুম্বী। এ অবস্থায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে আরও সংকট নিয়ে আসবে। কৃষি, শিল্পসহ সর্বত্র উৎপাদন খরচ বাড়বে। সেই বাড়তি খরচ মানুষের পকেট থেকে তুলে নেবে। অথচ দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় দূর করতে পারলে বিদ্যুতের মূল্য না বাড়িয়ে কমানো যেত।’ গতকাল রাজধানীর পল্টন মোড়ে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সিপিবির নেতারা। দুঃশাসন, দুর্নীতি, গণতান্ত্রিক অধিকার হরণ রুখে দাঁড়ানো এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন গতকাল রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সিপিবি।

গতকাল এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। নতুন এই দর চলতি মাস থেকেই কার্যকর হবে।

গণতন্ত্রহীন পরিবেশে দুর্নীতি ও লুটেরারা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন। তিনি বলেন, মানুষ বাঁচাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশনিং, ন্যায্যমূল্যের দোকান ও গণবণ্টন ব্যবস্থা চালু করতে হবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে ১৫ জানুয়ারি বাম জোট বিক্ষোভ করবে।

এই আর্থিক সংকটের সময়ে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে রুহিন হোসেন বলেন, জনমত উপেক্ষা করে আগামী নির্বাচনে প্রশাসনিক কারসাজির যেকোন চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে ভোটাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনব্যবস্থার সংস্কার করে নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচন দেয়ার দাবিও জানান নেতারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর। সমাবেশ সঞ্চালনা করেন দলটির সহ-সাধারণ সম্পাদক মিহির ঘোষ।