পাঠ্যবইয়ে ভুল থাকলে ঠিক করা হবে : শিক্ষামন্ত্রী

এ বছর শিক্ষার্থীদের যেসব বই দেয়া হয়েছে সেগুলো ‘পরীক্ষামূলক সংস্করণ’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের একটা অধ্যায়ে যে সমস্যা হয়েছে, আমরা সেটার সংশোধন আনছি। এই পরীক্ষামূলক বইয়ে কোন ভুল বা কিছু নিয়ে আপত্তি থাকলে তা ঠিক করা হবে।’

তিনি গত মঙ্গলবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষা ব্যবস্থাকে রুপান্তর করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, একেবারে রূপান্তর যদি ঘটানো না যায়, তাহলে একুশ শতকের যত চ্যালেঞ্জ আছে, চতুর্থ শিল্পবিপ্লবের যত চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলা করা যাবে না। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মত। শিক্ষাবিদেরা বহু আগে মতটি দিয়েছিলেন। তার ভিত্তিতে সরকার কাজটি করেছে।

শিক্ষার্থীরা অনেক বেশি পরীক্ষানির্ভর ছিল-মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সনদ পাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। এ জন্য শেখার পদ্ধতিতে একটা পরিবর্তন আনা দরকার ছিল। এখন আমরা সেই জায়গা থেকে বের করে এনেছি। আগে আমাদের শিক্ষকেরা পড়াতেন, আমরা তা মুখস্ত করতাম। কিন্তু কী শিখছি, তা কাজে লাগাতে পারিনি।’

এখন মূলত শিখন পদ্ধতির পরিবর্তন করা হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, ‘আগের বিষয়গুলো ঠিক থাকবে, শুধু নতুন কিছু প্রযুক্তি আসবে, নতুন কিছু বিষয় আসবে, সেগুলো এখন পড়ে পড়ে শিখবে। প্রতিটি শিক্ষার্থী যাতে এখন বই পড়ে পড়ে শিখতে পারে। আমরা শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি।’

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল ইমরান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

আরও খবর
সবার জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
মানবাধিকার উন্নতির কারণে যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেয়নি আইনমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধি জীবনে আরও সংকট নিয়ে আসবে : সিপিবি
ডলারের অস্থিতিশীলতার নেপথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু : ১৪ জন গ্রেপ্তার, প্রায় ২ কোটি টাকা জব্দ
বিএসএমএমইউতে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালো মেঘের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
হিরো আলম ‘একতারা’ প্রতীক পেলেন
আ’লীগ নেতা ফারুক হত্যা মামলার বিচার ৯ বছরেও হয়নি, ক্ষোভ প্রকাশ পরিবারের
কাল থেকে শুরু হচ্ছে বিশ^ ইজতেমার দ্বিতীয় পর্ব
ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার
হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধূ নিয়ে গেলেন নেত্রকোনার এক হরিজন যুবক

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

পাঠ্যবইয়ে ভুল থাকলে ঠিক করা হবে : শিক্ষামন্ত্রী

এ বছর শিক্ষার্থীদের যেসব বই দেয়া হয়েছে সেগুলো ‘পরীক্ষামূলক সংস্করণ’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের একটা অধ্যায়ে যে সমস্যা হয়েছে, আমরা সেটার সংশোধন আনছি। এই পরীক্ষামূলক বইয়ে কোন ভুল বা কিছু নিয়ে আপত্তি থাকলে তা ঠিক করা হবে।’

তিনি গত মঙ্গলবার রাতে চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষা ব্যবস্থাকে রুপান্তর করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় শুধু পরিবর্তন নয়, একেবারে রূপান্তর যদি ঘটানো না যায়, তাহলে একুশ শতকের যত চ্যালেঞ্জ আছে, চতুর্থ শিল্পবিপ্লবের যত চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলা করা যাবে না। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মত। শিক্ষাবিদেরা বহু আগে মতটি দিয়েছিলেন। তার ভিত্তিতে সরকার কাজটি করেছে।

শিক্ষার্থীরা অনেক বেশি পরীক্ষানির্ভর ছিল-মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সনদ পাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। এ জন্য শেখার পদ্ধতিতে একটা পরিবর্তন আনা দরকার ছিল। এখন আমরা সেই জায়গা থেকে বের করে এনেছি। আগে আমাদের শিক্ষকেরা পড়াতেন, আমরা তা মুখস্ত করতাম। কিন্তু কী শিখছি, তা কাজে লাগাতে পারিনি।’

এখন মূলত শিখন পদ্ধতির পরিবর্তন করা হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, ‘আগের বিষয়গুলো ঠিক থাকবে, শুধু নতুন কিছু প্রযুক্তি আসবে, নতুন কিছু বিষয় আসবে, সেগুলো এখন পড়ে পড়ে শিখবে। প্রতিটি শিক্ষার্থী যাতে এখন বই পড়ে পড়ে শিখতে পারে। আমরা শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি।’

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল ইমরান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।