ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার

রায়পুরায় একটি ব্যাংকের ভিতর থেকে রঞ্জু মিয়া (৩৯) ও তৌহিদ ফকির (২৮) নামে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজার অগ্রণী ব্যাংক শাখার ভিতর থেকে তাদের এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রঞ্জু মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে এবং তৌহিদ ফকির ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

এলাকাবাসী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রঞ্জু মিয়া ও তৌহিদ রাতের খাবার খেয়ে অগ্রণী ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে ব্যাংকের পরিচ্ছন্ন কর্মী ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়। পরে নয়ন মিয়া ব্যাংকের শাখা ব্যাবস্থাপকে অবগত করলে সকাল ৯টার দিকে শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম এসে ডাকাডাকি করেও ভিতর থেকে কারো কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ব্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানায়, এ ঘটনায় ব্যাংকের কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব?্যাংকের মেইন গেইট বন্ধ থাকলেও কেচি গেইট খোলা ছিল বলে তিনি জানান।

রায়পুরা থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত?্যতা নিশ্চিত করে জানান, সকালে ব?্যাংকের ভিতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর বিষয়ে অন?্যকোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্টের পরে বলা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন?্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর
সবার জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
মানবাধিকার উন্নতির কারণে যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেয়নি আইনমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধি জীবনে আরও সংকট নিয়ে আসবে : সিপিবি
ডলারের অস্থিতিশীলতার নেপথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু : ১৪ জন গ্রেপ্তার, প্রায় ২ কোটি টাকা জব্দ
বিএসএমএমইউতে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালো মেঘের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু
হিরো আলম ‘একতারা’ প্রতীক পেলেন
পাঠ্যবইয়ে ভুল থাকলে ঠিক করা হবে : শিক্ষামন্ত্রী
আ’লীগ নেতা ফারুক হত্যা মামলার বিচার ৯ বছরেও হয়নি, ক্ষোভ প্রকাশ পরিবারের
কাল থেকে শুরু হচ্ছে বিশ^ ইজতেমার দ্বিতীয় পর্ব
হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধূ নিয়ে গেলেন নেত্রকোনার এক হরিজন যুবক

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ , ০৫ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার

জেলা বার্তা পরিবেশক, নরসিংদী

রায়পুরায় একটি ব্যাংকের ভিতর থেকে রঞ্জু মিয়া (৩৯) ও তৌহিদ ফকির (২৮) নামে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাধাগঞ্জ বাজার অগ্রণী ব্যাংক শাখার ভিতর থেকে তাদের এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত রঞ্জু মিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে এবং তৌহিদ ফকির ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে।

এলাকাবাসী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রঞ্জু মিয়া ও তৌহিদ রাতের খাবার খেয়ে অগ্রণী ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে ব্যাংকের পরিচ্ছন্ন কর্মী ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়। পরে নয়ন মিয়া ব্যাংকের শাখা ব্যাবস্থাপকে অবগত করলে সকাল ৯টার দিকে শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম এসে ডাকাডাকি করেও ভিতর থেকে কারো কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।

সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ব্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানায়, এ ঘটনায় ব্যাংকের কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব?্যাংকের মেইন গেইট বন্ধ থাকলেও কেচি গেইট খোলা ছিল বলে তিনি জানান।

রায়পুরা থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত?্যতা নিশ্চিত করে জানান, সকালে ব?্যাংকের ভিতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর বিষয়ে অন?্যকোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্টের পরে বলা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন?্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।