ঘুরে দাঁড়িয়েছে ডিএসই

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একদিনের ব্যবধানেই সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ঘুরে দাঁড়িয়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে আগের দিনের থেকে লেনদেনে বড় পতন হয়েছে।

জানা গেছে, ডিএসইতে গতকাল ৫৯০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪৩ কোটি ৬১ লাখ টাকা বা ৩৭% কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৮ পয়েন্টে এবং ২২০৯ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির বা ২১.১১ শতাংশের, শেয়ার দর কমেছে ১০০টির বা ২৭.৭৮ শতাংশের এবং ১৮৪টির বা ৫১.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে আমরা নেটওয়ার্কের ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ৬১টির এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ১১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ২১.১১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালট্যান্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস আইটি কনসালট্যান্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৮.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইটি কনসালট্যান্টসের ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্স লি. ৯.৯৪ শতাংশ, জেমিনি সি ফুড লি. ৮.৭৪ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোং লি. ৮.৭২ শতাংশ, ইনটেক লি. ৭.৬৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৬.৬৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৫.৭৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস লি. ৫.৫৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স লি. ৫.১৫ শতাংশ ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৪.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ২৭.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৩.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শিপিং কর্পোরেশন ১.৮৩ শতাংশ, মালেক স্পিনিং মিলস লি. ১.৭৩ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি) লি. ১.৭১ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ লি. ১.৬৩ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লি. ১.৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন লি. ১.৪৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি. ১.২০ শতাংশ, জুট স্পিনার্স লি. ১.০ শতাংশ ও সমরিতা হাসপাতাল লি. ১.০ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

তথ্য মতে, প্রথম প্রান্তিকে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৩৩ পয়সা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। গত ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৬৫ পয়সা।

আরও খবর
তৈরি পোশাকের ঝুট থেকে বছরে ৩০০ কোটি ডলার আয়ের সম্ভাবনা : ফারুক হাসান
বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার
আইডিআরএ’র নির্দেশনা ভঙ্গ করে নিয়ম বহির্ভূত বিনিয়োগ
কর্মমুখী শিক্ষাব্যবস্থায় কমবে দারিদ্র্যতা : এফবিসিসিআই
শুল্ক ফাঁকি রোধে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কার্যক্রম
বিসিক এবং ইপিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বিশ্বের অনেক দেশেই বিলাসবহুল গাড়ি বিক্রি বেড়েছে
ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে মূলধন বাড়লো দুই হাজার কোটি টাকা
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশে তৈরি হবে হুন্দাই গাড়ি
মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ আয়োজন করবে এফবিসিসিআই
পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার হলেন তৌহিদ হোসেন
পদ্মা সেতু স্মরণীয় রাখতে ১০০ টাকার রৌপ্য মুদ্রা
সিটির বাইরে করতে হবে ৬০ শতাংশ উপশাখা
ডিএসইর সূচক সমন্বয়
ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শণার্থীর ভিড়
যমুনা ব্যাংকের গাজীপুরে টঙ্গী বাজার উপশাখা উদ্বোধন
বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

ঘুরে দাঁড়িয়েছে ডিএসই

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একদিনের ব্যবধানেই সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ঘুরে দাঁড়িয়েছে। এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে। তবে আগের দিনের থেকে লেনদেনে বড় পতন হয়েছে।

জানা গেছে, ডিএসইতে গতকাল ৫৯০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৪৩ কোটি ৬১ লাখ টাকা বা ৩৭% কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৩৪ কোটি ২৯ লাখ টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৮ পয়েন্টে এবং ২২০৯ পয়েন্টে। ডিএসইতে গতকাল ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির বা ২১.১১ শতাংশের, শেয়ার দর কমেছে ১০০টির বা ২৭.৭৮ শতাংশের এবং ১৮৪টির বা ৫১.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে আমরা নেটওয়ার্কের ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৪৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দর বেড়েছে, কমেছে ৬১টির এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে ১১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ২১.১১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আইটি কনসালট্যান্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস আইটি কনসালট্যান্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৮.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইটি কনসালট্যান্টসের ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্স লি. ৯.৯৪ শতাংশ, জেমিনি সি ফুড লি. ৮.৭৪ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোং লি. ৮.৭২ শতাংশ, ইনটেক লি. ৭.৬৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৬.৬৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৫.৭৯ শতাংশ, জেনেক্স ইনফোসিস লি. ৫.৫৬ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স লি. ৫.১৫ শতাংশ ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৪.৩৫ শতাংশ শেয়ার দর বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ২৭.৭৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবস ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৩.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শিপিং কর্পোরেশন ১.৮৩ শতাংশ, মালেক স্পিনিং মিলস লি. ১.৭৩ শতাংশ, হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি) লি. ১.৭১ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশ লি. ১.৬৩ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লি. ১.৫৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন লি. ১.৪৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি. ১.২০ শতাংশ, জুট স্পিনার্স লি. ১.০ শতাংশ ও সমরিতা হাসপাতাল লি. ১.০ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

তথ্য মতে, প্রথম প্রান্তিকে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৩৩ পয়সা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। গত ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৬৫ পয়সা।