বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ৬৪০০ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে পণ্যসমূহে ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। মেলার অন্যতম আকর্ষণ তিনতলা বিশিষ্ট মেলার ১২ ও ১৩ নম্বর ‘আরএফএল প্যাভিলিয়ন’। এ প্যাভিলিয়নটিতে প্রায় ৬,০০০ পণ্য প্রদর্শিত হচ্ছে। প্যাভিলিয়নটির প্রথম তলায় গৃহাস্থলী, স্টেশনারি, মেলামাইন, ছোট খেলনা, কিচেনওয়্যার, মেডিকেল এক্সেসরিজ প্রদর্শিত হচ্ছে। দ্বিতীয় তলায় পাওয়া যাচ্ছে ফার্নিচার, বড় খেলনা ও সাইকেল। এছাড়া ক্যাবলস, পাইপ ফিটিংসসহ যাবতীয় নির্মাণ সামগ্রী মিলবে প্যাভিলিয়নটির তৃতীয় তলায়। এসব পণ্য কিনলে ভোক্তারা পাচ্ছেন আকর্ষণীয় মূল্যছাড়। শুধু তাই নয় ৫,০০০ টাকার অধিক পণ্য কিনলে ঢাকা ও ঢাকার আশেপাশে ফ্রি হোম ডেলিভারিরর সুবিধা রয়েছে। অন্যদিকে বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য বিশাল ছাড় ও অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। বাণিজ্য মেলার ‘হল-এ’ এর ভিশনের ৩৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নটি সাজানো হয়েছে চার শতাধিক পণ্য দিয়ে। এসব পণ্যের মধ্যে রয়েছে টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন ও ফ্যান। মেলায় ক্রেতারা ভিশন পণ্য কিনলেই পাচ্ছেন সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। মেলা সম্পর্কে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘প্রতিটা বাণিজ্য মেলাতে আরএফএল এর পণ্যের প্রতি দর্শনার্থীদের অন্যরকম আগ্রহ থাকে। এ আগ্রহ মাথায় রেখে আমরা আরএফএলের পণ্যসমূহ মেলায় প্রদর্শন করি। এ বছর মেলাতে হোম অ্যাপ্লায়েন্স, প্লাস্টিক গৃহাস্থলী পণ্য, বাইসাইকেল ও বাচ্চাদের খেলনার চাহিদা সবচেয়ে বেশি।’ তিনি আরও বলেন, ‘এবার নিয়ে দ্বিতীয়বারের মতো পূর্বাচলে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার পুরো মেলায় আমরা যে সাড়া পেয়েছি, এবার মেলার প্রথম ১৫ দিনে এর চেয়ে বেশি সাড়া পেয়েছি। আমরা আশা করছি, বাকি দিনগুলোতে ক্রেতা ও দর্শনার্থীর সংখা আরও বাড়বে।’

image
আরও খবর
তৈরি পোশাকের ঝুট থেকে বছরে ৩০০ কোটি ডলার আয়ের সম্ভাবনা : ফারুক হাসান
ঘুরে দাঁড়িয়েছে ডিএসই
আইডিআরএ’র নির্দেশনা ভঙ্গ করে নিয়ম বহির্ভূত বিনিয়োগ
কর্মমুখী শিক্ষাব্যবস্থায় কমবে দারিদ্র্যতা : এফবিসিসিআই
শুল্ক ফাঁকি রোধে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কার্যক্রম
বিসিক এবং ইপিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বিশ্বের অনেক দেশেই বিলাসবহুল গাড়ি বিক্রি বেড়েছে
ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে মূলধন বাড়লো দুই হাজার কোটি টাকা
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশে তৈরি হবে হুন্দাই গাড়ি
মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ আয়োজন করবে এফবিসিসিআই
পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার হলেন তৌহিদ হোসেন
পদ্মা সেতু স্মরণীয় রাখতে ১০০ টাকার রৌপ্য মুদ্রা
সিটির বাইরে করতে হবে ৬০ শতাংশ উপশাখা
ডিএসইর সূচক সমন্বয়
ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শণার্থীর ভিড়
যমুনা ব্যাংকের গাজীপুরে টঙ্গী বাজার উপশাখা উদ্বোধন
বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ৬৪০০ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে পণ্যসমূহে ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। মেলার অন্যতম আকর্ষণ তিনতলা বিশিষ্ট মেলার ১২ ও ১৩ নম্বর ‘আরএফএল প্যাভিলিয়ন’। এ প্যাভিলিয়নটিতে প্রায় ৬,০০০ পণ্য প্রদর্শিত হচ্ছে। প্যাভিলিয়নটির প্রথম তলায় গৃহাস্থলী, স্টেশনারি, মেলামাইন, ছোট খেলনা, কিচেনওয়্যার, মেডিকেল এক্সেসরিজ প্রদর্শিত হচ্ছে। দ্বিতীয় তলায় পাওয়া যাচ্ছে ফার্নিচার, বড় খেলনা ও সাইকেল। এছাড়া ক্যাবলস, পাইপ ফিটিংসসহ যাবতীয় নির্মাণ সামগ্রী মিলবে প্যাভিলিয়নটির তৃতীয় তলায়। এসব পণ্য কিনলে ভোক্তারা পাচ্ছেন আকর্ষণীয় মূল্যছাড়। শুধু তাই নয় ৫,০০০ টাকার অধিক পণ্য কিনলে ঢাকা ও ঢাকার আশেপাশে ফ্রি হোম ডেলিভারিরর সুবিধা রয়েছে। অন্যদিকে বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য বিশাল ছাড় ও অফার নিয়ে এসেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। বাণিজ্য মেলার ‘হল-এ’ এর ভিশনের ৩৬ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নটি সাজানো হয়েছে চার শতাধিক পণ্য দিয়ে। এসব পণ্যের মধ্যে রয়েছে টেলিভিশন, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, রুম হিটার, আয়রন ও ফ্যান। মেলায় ক্রেতারা ভিশন পণ্য কিনলেই পাচ্ছেন সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। মেলা সম্পর্কে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘প্রতিটা বাণিজ্য মেলাতে আরএফএল এর পণ্যের প্রতি দর্শনার্থীদের অন্যরকম আগ্রহ থাকে। এ আগ্রহ মাথায় রেখে আমরা আরএফএলের পণ্যসমূহ মেলায় প্রদর্শন করি। এ বছর মেলাতে হোম অ্যাপ্লায়েন্স, প্লাস্টিক গৃহাস্থলী পণ্য, বাইসাইকেল ও বাচ্চাদের খেলনার চাহিদা সবচেয়ে বেশি।’ তিনি আরও বলেন, ‘এবার নিয়ে দ্বিতীয়বারের মতো পূর্বাচলে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার পুরো মেলায় আমরা যে সাড়া পেয়েছি, এবার মেলার প্রথম ১৫ দিনে এর চেয়ে বেশি সাড়া পেয়েছি। আমরা আশা করছি, বাকি দিনগুলোতে ক্রেতা ও দর্শনার্থীর সংখা আরও বাড়বে।’