শুল্ক ফাঁকি রোধে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কার্যক্রম

আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।

এনবিআর থেকে কাস্টমস অটোমেশন শাখা থেকে ইস্যু করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। ওই চিঠির সূত্রে জানা যায়, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের ফলে বেপজার সিস্টেম এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ইস্যু করা এক্সপোর্ট ও ইমপোর্ট পারমিটের তথ্য খুব সহজেই আদান প্রদান করা যাবে। এর মাধ্যমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকেই এ সংক্রান্ত তথ্য খুব সহজেই যাচাই করা সম্ভব হবে। এর ফলে চোরাচালান ও শুল্ক ফাঁকি সংক্রান্ত সব অপরাধ নিবিড়ভাবে যাচাই-বাছাই করা সম্ভব হবে। সূত্র আরও জানায়, আগে বেপজার আইপি/ইপি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বেপজার সিস্টেমে লগইন করে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হতো। বেপজার ইমপোর্ট পারমিট ব্যবহারের মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিলের কার্যক্রম গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়। তারই ধারাবাহিকতায় আগামী ২৩ জানুয়ারি থেকে ইপিজেডভুক্ত দপ্তরগুলোর রপ্তানির ক্ষেত্রে বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত তথ্য অ্যাসাইকুডা সিস্টেমে ধারণ করা ছাড়া কোন ধরনের শুল্কায়নের কার্যক্রম সম্পন্ন করা যাবে না।

এছাড়া বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত আন্তঃসংযোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়।

আরও খবর
তৈরি পোশাকের ঝুট থেকে বছরে ৩০০ কোটি ডলার আয়ের সম্ভাবনা : ফারুক হাসান
ঘুরে দাঁড়িয়েছে ডিএসই
বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার
আইডিআরএ’র নির্দেশনা ভঙ্গ করে নিয়ম বহির্ভূত বিনিয়োগ
কর্মমুখী শিক্ষাব্যবস্থায় কমবে দারিদ্র্যতা : এফবিসিসিআই
বিসিক এবং ইপিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বিশ্বের অনেক দেশেই বিলাসবহুল গাড়ি বিক্রি বেড়েছে
ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে মূলধন বাড়লো দুই হাজার কোটি টাকা
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশে তৈরি হবে হুন্দাই গাড়ি
মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ আয়োজন করবে এফবিসিসিআই
পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার হলেন তৌহিদ হোসেন
পদ্মা সেতু স্মরণীয় রাখতে ১০০ টাকার রৌপ্য মুদ্রা
সিটির বাইরে করতে হবে ৬০ শতাংশ উপশাখা
ডিএসইর সূচক সমন্বয়
ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শণার্থীর ভিড়
যমুনা ব্যাংকের গাজীপুরে টঙ্গী বাজার উপশাখা উদ্বোধন
বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

শুল্ক ফাঁকি রোধে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কার্যক্রম

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে।

এনবিআর থেকে কাস্টমস অটোমেশন শাখা থেকে ইস্যু করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। ওই চিঠির সূত্রে জানা যায়, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সিস্টেমের মধ্যে আন্তঃসংযোগ স্থাপনের ফলে বেপজার সিস্টেম এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ইস্যু করা এক্সপোর্ট ও ইমপোর্ট পারমিটের তথ্য খুব সহজেই আদান প্রদান করা যাবে। এর মাধ্যমে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকেই এ সংক্রান্ত তথ্য খুব সহজেই যাচাই করা সম্ভব হবে। এর ফলে চোরাচালান ও শুল্ক ফাঁকি সংক্রান্ত সব অপরাধ নিবিড়ভাবে যাচাই-বাছাই করা সম্ভব হবে। সূত্র আরও জানায়, আগে বেপজার আইপি/ইপি সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে বেপজার সিস্টেমে লগইন করে এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হতো। বেপজার ইমপোর্ট পারমিট ব্যবহারের মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিলের কার্যক্রম গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়। তারই ধারাবাহিকতায় আগামী ২৩ জানুয়ারি থেকে ইপিজেডভুক্ত দপ্তরগুলোর রপ্তানির ক্ষেত্রে বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত তথ্য অ্যাসাইকুডা সিস্টেমে ধারণ করা ছাড়া কোন ধরনের শুল্কায়নের কার্যক্রম সম্পন্ন করা যাবে না।

এছাড়া বেপজার এক্সপোর্ট পারমিট সংক্রান্ত আন্তঃসংযোগ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়।