বিসিক এবং ইপিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সেবাসমূহ ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং ইপিবির মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার বিসিক বোর্ড রুমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান ও ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে রপ্তানিকারকের এনরোলমেন্ট ও নিবন্ধনের আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ, প্রযোজ্য ক্ষেত্রে সার্টিফিকেট অব অরিজিন প্রদানে সহযোগিতা প্রদান, দেশে বিদেশে আয়োজিত বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। সেইসঙ্গে প্রশিক্ষণসংক্রান্ত কার্যক্রমে উভয় পক্ষের সহযোগিতা প্রদানের পাশাপাশি বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিপণনে পারস্পরিক সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮-এর ‘ক’ তপশিলে বিসিক অন্তর্ভুক্তকরণ হওয়ায় বিসিকের আওতাধীন শিল্প-প্রতিষ্ঠানের বিনিয়োগকারী কর্তৃক প্রস্তাবিত প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে বিসিক ওয়ান স্টপ সেবা চালু করার সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বে সরকারের চারটি প্রতিষ্ঠান (বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক অথরিটি) ওয়ান স্টপ সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তারই ধারাবাহিকতায় বিসিক ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের যাত্রা শুরু করে। এ লক্ষ্যে বিসিকের নিজস্ব ২৯টি সেবা এবং অন্যান্য দপ্তর ও সংস্থার ১৩টি সেবা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়।

আরও খবর
তৈরি পোশাকের ঝুট থেকে বছরে ৩০০ কোটি ডলার আয়ের সম্ভাবনা : ফারুক হাসান
ঘুরে দাঁড়িয়েছে ডিএসই
বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার
আইডিআরএ’র নির্দেশনা ভঙ্গ করে নিয়ম বহির্ভূত বিনিয়োগ
কর্মমুখী শিক্ষাব্যবস্থায় কমবে দারিদ্র্যতা : এফবিসিসিআই
শুল্ক ফাঁকি রোধে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে কার্যক্রম
বিশ্বের অনেক দেশেই বিলাসবহুল গাড়ি বিক্রি বেড়েছে
ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে মূলধন বাড়লো দুই হাজার কোটি টাকা
‘মেড ইন বাংলাদেশ’ স্লোগান নিয়ে দেশে তৈরি হবে হুন্দাই গাড়ি
মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট’ আয়োজন করবে এফবিসিসিআই
পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার হলেন তৌহিদ হোসেন
পদ্মা সেতু স্মরণীয় রাখতে ১০০ টাকার রৌপ্য মুদ্রা
সিটির বাইরে করতে হবে ৬০ শতাংশ উপশাখা
ডিএসইর সূচক সমন্বয়
ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শণার্থীর ভিড়
যমুনা ব্যাংকের গাজীপুরে টঙ্গী বাজার উপশাখা উদ্বোধন
বাণিজ্য মেলায় আরএফএলের ৬৪০০ পণ্যের সমাহার

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

বিসিক এবং ইপিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অর্থনৈতিক বার্তা পরিবেশক

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সেবাসমূহ ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং ইপিবির মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার বিসিক বোর্ড রুমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান ও ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে রপ্তানিকারকের এনরোলমেন্ট ও নিবন্ধনের আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ, প্রযোজ্য ক্ষেত্রে সার্টিফিকেট অব অরিজিন প্রদানে সহযোগিতা প্রদান, দেশে বিদেশে আয়োজিত বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। সেইসঙ্গে প্রশিক্ষণসংক্রান্ত কার্যক্রমে উভয় পক্ষের সহযোগিতা প্রদানের পাশাপাশি বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিপণনে পারস্পরিক সহযোগিতা প্রদান করা হবে।

উল্লেখ্য, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮-এর ‘ক’ তপশিলে বিসিক অন্তর্ভুক্তকরণ হওয়ায় বিসিকের আওতাধীন শিল্প-প্রতিষ্ঠানের বিনিয়োগকারী কর্তৃক প্রস্তাবিত প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে বিসিক ওয়ান স্টপ সেবা চালু করার সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বে সরকারের চারটি প্রতিষ্ঠান (বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক অথরিটি) ওয়ান স্টপ সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তারই ধারাবাহিকতায় বিসিক ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের যাত্রা শুরু করে। এ লক্ষ্যে বিসিকের নিজস্ব ২৯টি সেবা এবং অন্যান্য দপ্তর ও সংস্থার ১৩টি সেবা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়।