৩৬৬ বর্ষী ঘোড়দৌড়ে ১০ গ্রামের মিলনমেলা

ইতিহাস-ঐহিত্যের ধারাবাহিকতায় নড়াইলের চাকই-রুখালী এলাকায় ৩৬৬তম ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুইদিনব্যাপী মেলাও বসেছে। গত বুধবার গভীর রাতে পালাগানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়েছে। গান পরিবেশন করেন-কুষ্টিয়ার নজরুল ইসলাম বয়াতী ও নাটোরের মায়া রানী সরকারসহ স্থানীয় শিল্পীরা। এ উপলক্ষে চাকই-রুখালীসহ আশেপাশের ১০ গ্রামের মানুষের মিলনমেলার সৃষ্টি হয়। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন আসেন।

চাকই গ্রামের রাসেল হুসাইন, জুয়েল রানা, আব্বাস বিশ্বাস, ইতি রানী, শুকরান বেগমসহ এলাকাবাসী জানান, পৌষসংক্রান্তি উপলক্ষে নড়াইল সদরের বিছালী ইউনিয়নের চাকই-রুখালী এলাকায় ৩৬৬তম ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বংশ পরম্পরায় ঐহিত্যবাহী এ ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ উপলক্ষে আশেপাশের ১০ গ্রামের মিলনমেলায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবারের ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুইদিনব্যাপী মেলায় নাগরদোলা, হরেক রকম মিষ্টি, পিঠাসহ ঐহিত্যবাহী খাবার ও খেলনার দোকান বসে। বিছালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের উদ্যোগে ঘোড়াদৌড় ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঘোড়ার মালিকসহ সোয়ারিরা জানান, একেকটি ঘোড়া লালন-পালনসহ পরিচর্যা খরচ অনেক হলেও মানুষকে বিনোদন দিতে গ্রামবাংলার এ ঐহিত্য ধরে রেখেছেন তারা। স্বাগতিক নড়াইলসহ যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, কুষ্টিয়া ও কিশোরগঞ্জের ৩৩টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে-সাতক্ষীরার তালা এলাকার মফিজুল মেম্বারের ঘোড়া, দ্বিতীয় যশোরের অভয়নগর উপজেলার মরিচা গ্রামের নিসার ফকিরের ঘোড়া, তৃতীয় অভয়নগরের হিদিয়া গ্রামের মরিয়ামের ঘোড়া, চতুর্থ কিশোরগঞ্জের সুজন মিয়ার ঘোড়া এবং পঞ্চম অভয়নগরের পুড়াখালী গ্রামের হাজি ওসমানের ঘোড়া। প্রথম বিজয়ীকে ২০ হাজার, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার, চতুর্থ সাত হাজার এবং পঞ্চম পুরষ্কার পাঁচ হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর থানার ওসি মাহমুদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক, মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম, স্থানীয় তবিবার রহমান বিশ্বাস, যুবলীগ নেতা এম এম সোহেল রানা, লাবলু শেখ, হালিম বিশ্বাসসহ অনেকে।

এ ব্যাপারে বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক বলেন, এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও মেলবন্ধন বজায় রাখতে ঘোড়াদৌড়সহ দু’দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে। ইতিহাস-ঐহিত্যের ধারাবাহিকতায় এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে চাই। এ আয়োজনে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী অনেক সহযোগিতা করেছেন।

image

নড়াইল : ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন শত শত মানুষ -সংবাদ

আরও খবর
কর্মসৃজনের শ্রমিক দিয়ে ফসলি জমির উর্বর মাটি লুটের মহোৎসব
সীতাকুন্ডে ২০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২
বিএসএফের মারধরে এক যুবক আহত
লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ইয়াবা-গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক
হাতি দিয়ে চাঁদাবাজি ধাক্কায় আহত ২
শরণখোলায় একরাতে পাঁচ বাড়িতে চুরি
শ্রীনগরে বাঘড়া চরের মাটি লুটপাট মেম্বার বাহিনীর
ভুরুঙ্গামারীতে ৩ দোকান ছাই
অবৈধভাবে মজুদ এসিআই’র সাড়ে চার হাজার টন ধান-চাল জব্দ
তিন ফসলি জমির উর্বর মাটি ভাটায় : বেপরোয়া মাটিখেকোরা
পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক
কুমিল্লায় ভারতীয় বাজিসহ আটক ১
কৃষির আধুনিকায়নে দিন দিন বাড়ছে যন্ত্রপাতি ব্যবহার
ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা লাখ টাকা
মাথা গোঁজার ঠাঁই পেল দুই প্রতিবন্ধী পরিবার
ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি আটক
৮ দিনেও গ্রেফতার নেই বিচার দাবিতে বিক্ষোভ
বাবার সম্পত্তিতে অধিকার দাবিতে অবস্থান ছেলের
৩০ প্রজাতির ফল বাগানে সফল সিদ্দিক

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

৩৬৬ বর্ষী ঘোড়দৌড়ে ১০ গ্রামের মিলনমেলা

প্রতিনিধি, নড়াইল

image

নড়াইল : ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন শত শত মানুষ -সংবাদ

ইতিহাস-ঐহিত্যের ধারাবাহিকতায় নড়াইলের চাকই-রুখালী এলাকায় ৩৬৬তম ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুইদিনব্যাপী মেলাও বসেছে। গত বুধবার গভীর রাতে পালাগানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়েছে। গান পরিবেশন করেন-কুষ্টিয়ার নজরুল ইসলাম বয়াতী ও নাটোরের মায়া রানী সরকারসহ স্থানীয় শিল্পীরা। এ উপলক্ষে চাকই-রুখালীসহ আশেপাশের ১০ গ্রামের মানুষের মিলনমেলার সৃষ্টি হয়। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন আসেন।

চাকই গ্রামের রাসেল হুসাইন, জুয়েল রানা, আব্বাস বিশ্বাস, ইতি রানী, শুকরান বেগমসহ এলাকাবাসী জানান, পৌষসংক্রান্তি উপলক্ষে নড়াইল সদরের বিছালী ইউনিয়নের চাকই-রুখালী এলাকায় ৩৬৬তম ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বংশ পরম্পরায় ঐহিত্যবাহী এ ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ উপলক্ষে আশেপাশের ১০ গ্রামের মিলনমেলায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর এবারের ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুইদিনব্যাপী মেলায় নাগরদোলা, হরেক রকম মিষ্টি, পিঠাসহ ঐহিত্যবাহী খাবার ও খেলনার দোকান বসে। বিছালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের উদ্যোগে ঘোড়াদৌড় ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঘোড়ার মালিকসহ সোয়ারিরা জানান, একেকটি ঘোড়া লালন-পালনসহ পরিচর্যা খরচ অনেক হলেও মানুষকে বিনোদন দিতে গ্রামবাংলার এ ঐহিত্য ধরে রেখেছেন তারা। স্বাগতিক নড়াইলসহ যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, কুষ্টিয়া ও কিশোরগঞ্জের ৩৩টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে-সাতক্ষীরার তালা এলাকার মফিজুল মেম্বারের ঘোড়া, দ্বিতীয় যশোরের অভয়নগর উপজেলার মরিচা গ্রামের নিসার ফকিরের ঘোড়া, তৃতীয় অভয়নগরের হিদিয়া গ্রামের মরিয়ামের ঘোড়া, চতুর্থ কিশোরগঞ্জের সুজন মিয়ার ঘোড়া এবং পঞ্চম অভয়নগরের পুড়াখালী গ্রামের হাজি ওসমানের ঘোড়া। প্রথম বিজয়ীকে ২০ হাজার, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার, চতুর্থ সাত হাজার এবং পঞ্চম পুরষ্কার পাঁচ হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সদর থানার ওসি মাহমুদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক, মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম, স্থানীয় তবিবার রহমান বিশ্বাস, যুবলীগ নেতা এম এম সোহেল রানা, লাবলু শেখ, হালিম বিশ্বাসসহ অনেকে।

এ ব্যাপারে বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক বলেন, এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও মেলবন্ধন বজায় রাখতে ঘোড়াদৌড়সহ দু’দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে। ইতিহাস-ঐহিত্যের ধারাবাহিকতায় এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে চাই। এ আয়োজনে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী অনেক সহযোগিতা করেছেন।