ডিজিটাল মেলা উপলক্ষে আইএসপিএবির আয়োজনে নিরাপদ ইন্টারনেট বিষয়ক আলোচনা

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে সম্প্রতি বনানীর ইউনিভার্সিটি অফ স্কলার্স মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সেইফ ইন্টারনেট ফর ডিজিটাল বাংলাদেশ এন্ড ক্যাম্পাস অ্যাক্টিভেশন ফর ডিজিটাল মেলা’ শীর্ষক সচেতনামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ইকবাল বাহার জাহিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই নিজেকে চাকরির জন্য যোগ্য করে তোলার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার প্রস্ততি নিতে হবে। তিনি বলেন আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করিনা বা চেষ্টা করার মত সক্ষমতা বা দক্ষতা আমাদের থাকে না। তিনি উল্লেখ করেন, করোনা প্রাদূর্ভাবের পর থেকেই দেশে চাকুরির বাজার ভীষণ মন্দা তাই চাকরি প্রাপ্তির উদ্যোগের সঙ্গে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুললে আর চাকরির জন্য কারো কাছে ধরনা দিতে হবে না। তাই জীবনে এমন কিছু করা দরকার যাতে, প্রত্যেকরই একটা নিজের বলার মত একটা গল্প থাকে। তিনি নিরাপদ ইন্টারনেট ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং ইন্টারনেটের খারাপ দিকগুলো এড়িয়ে ভালো দিকগুলো গ্রহণ করার মাধ্যমে অনেক বড় কাজ করা যায়। তাই সবাইকে ইন্টারনেটের সৎ ব্যবহার করার উপর তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে উপস্থিত সবাই শিক্ষার্থীদের আসন্ন ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান এবং বলেন ডিজিটাল বাংলাদেশ মেলায় বাংলাদেশে ব্যবহৃত সমস্ত প্রযুক্তির ডিসপ্লে করা হবে যেমন: ব্রডব্যান্ড ইন্টারনেট, ৫-জি হার্ডওয়্যার, তথ্যপ্রযুক্তি খাতের আধুনিক যন্ত্রপাতিও থাকবে এবং স্কুল কলেজ ও ইউনিভার্সিটি থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই মেলায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে স্টল দেয়া হবে। তিনি ২৬-২৮ জানুয়ারী অনুষ্ঠিত মেলায় সবাইকে উপস্থিত থেকে প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোতে যে ধরনের জনবল প্রয়োজন আর ইউনিভার্সিটিতে যে সবাই কারিকুলাম শেখানো হয় তার ভিতরে একটা বিস্তর ফারাক থেকে যায়। তিনি উদাহরণ স্বরূপ বলেন, আইএসপি ইন্ডাস্ট্রিতে অনেক গ্রাজুয়েটের পদ খালি আছে কিন্তু আমরা সেখানে যোগ্য লোক খুঁজে পাই না। তাই তিনি ছাত্র-ছাত্রীদের ইন্টার্ন ট্রেনিং করার জন্য আইএসপি ইন্ডাস্ট্রিগুলোকে বেছে নেয়ার তাগিদ দেন। তিনি আরো বলেন, ইন্ডাস্ট্রিগুলোতে মেয়েদের সংখ্যা খুবই নগণ্য। তিনি মেয়েদেরকে এ পেশায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির পরিচালক আব্দুল হাসিব সিদ্দিকী, রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ^র আলী খন্দকার ও বিভিন্ন ফ্যাকাল্টির হেড ও অন্যান্য শিক্ষকরা। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

ডিজিটাল মেলা উপলক্ষে আইএসপিএবির আয়োজনে নিরাপদ ইন্টারনেট বিষয়ক আলোচনা

image

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এর আয়োজনে সম্প্রতি বনানীর ইউনিভার্সিটি অফ স্কলার্স মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সেইফ ইন্টারনেট ফর ডিজিটাল বাংলাদেশ এন্ড ক্যাম্পাস অ্যাক্টিভেশন ফর ডিজিটাল মেলা’ শীর্ষক সচেতনামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক ইকবাল বাহার জাহিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই নিজেকে চাকরির জন্য যোগ্য করে তোলার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার প্রস্ততি নিতে হবে। তিনি বলেন আমরা স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করিনা বা চেষ্টা করার মত সক্ষমতা বা দক্ষতা আমাদের থাকে না। তিনি উল্লেখ করেন, করোনা প্রাদূর্ভাবের পর থেকেই দেশে চাকুরির বাজার ভীষণ মন্দা তাই চাকরি প্রাপ্তির উদ্যোগের সঙ্গে নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুললে আর চাকরির জন্য কারো কাছে ধরনা দিতে হবে না। তাই জীবনে এমন কিছু করা দরকার যাতে, প্রত্যেকরই একটা নিজের বলার মত একটা গল্প থাকে। তিনি নিরাপদ ইন্টারনেট ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং ইন্টারনেটের খারাপ দিকগুলো এড়িয়ে ভালো দিকগুলো গ্রহণ করার মাধ্যমে অনেক বড় কাজ করা যায়। তাই সবাইকে ইন্টারনেটের সৎ ব্যবহার করার উপর তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে উপস্থিত সবাই শিক্ষার্থীদের আসন্ন ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান এবং বলেন ডিজিটাল বাংলাদেশ মেলায় বাংলাদেশে ব্যবহৃত সমস্ত প্রযুক্তির ডিসপ্লে করা হবে যেমন: ব্রডব্যান্ড ইন্টারনেট, ৫-জি হার্ডওয়্যার, তথ্যপ্রযুক্তি খাতের আধুনিক যন্ত্রপাতিও থাকবে এবং স্কুল কলেজ ও ইউনিভার্সিটি থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই মেলায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে স্টল দেয়া হবে। তিনি ২৬-২৮ জানুয়ারী অনুষ্ঠিত মেলায় সবাইকে উপস্থিত থেকে প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোতে যে ধরনের জনবল প্রয়োজন আর ইউনিভার্সিটিতে যে সবাই কারিকুলাম শেখানো হয় তার ভিতরে একটা বিস্তর ফারাক থেকে যায়। তিনি উদাহরণ স্বরূপ বলেন, আইএসপি ইন্ডাস্ট্রিতে অনেক গ্রাজুয়েটের পদ খালি আছে কিন্তু আমরা সেখানে যোগ্য লোক খুঁজে পাই না। তাই তিনি ছাত্র-ছাত্রীদের ইন্টার্ন ট্রেনিং করার জন্য আইএসপি ইন্ডাস্ট্রিগুলোকে বেছে নেয়ার তাগিদ দেন। তিনি আরো বলেন, ইন্ডাস্ট্রিগুলোতে মেয়েদের সংখ্যা খুবই নগণ্য। তিনি মেয়েদেরকে এ পেশায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির পরিচালক আব্দুল হাসিব সিদ্দিকী, রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ^র আলী খন্দকার ও বিভিন্ন ফ্যাকাল্টির হেড ও অন্যান্য শিক্ষকরা। সংবাদ বিজ্ঞপ্তি।