ভারতীয় ক্রিকেট দলকে জরিমানা

গত বুধবার হায়দারাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীর গতির বোলিংয়ের দায়ে জরিমানার কবলে পড়েছে ভারতীয় ক্রিকেট দল।

নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার বল কম করায় পুরো ভারত দলকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। তিন ওভার নির্ধারিত সময়ের মধ্যে করতে না পারায় ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে রোহিত-কোহলিদের।

ম্যাচ রেফারির কাছে দলের ভুল স্বীকার করেছেন ভারত অধিনায়ক রোহিত। এজন্য কোন শুনানির প্রয়োজন হয়নি।

ওপেনার শুভমান গিলের ডাবল-সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১২ রানে হারায় ভারত। ১৯টি চার ও ৯টি ছক্কায় ১৪৯ বলে ২০৮ রান করেন গিল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ইনিংসের পরও হারতে হয় নিউজিল্যান্ডকে। ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৭৮ বলে ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন ব্রেসওয়েল।

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

ভারতীয় ক্রিকেট দলকে জরিমানা

সংবাদ স্পোর্টস ডেস্ক

গত বুধবার হায়দারাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ধীর গতির বোলিংয়ের দায়ে জরিমানার কবলে পড়েছে ভারতীয় ক্রিকেট দল।

নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার বল কম করায় পুরো ভারত দলকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছেন আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। তিন ওভার নির্ধারিত সময়ের মধ্যে করতে না পারায় ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে রোহিত-কোহলিদের।

ম্যাচ রেফারির কাছে দলের ভুল স্বীকার করেছেন ভারত অধিনায়ক রোহিত। এজন্য কোন শুনানির প্রয়োজন হয়নি।

ওপেনার শুভমান গিলের ডাবল-সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১২ রানে হারায় ভারত। ১৯টি চার ও ৯টি ছক্কায় ১৪৯ বলে ২০৮ রান করেন গিল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী ইনিংসের পরও হারতে হয় নিউজিল্যান্ডকে। ৪ বল বাকি থাকতে ৩৩৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৭৮ বলে ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলেন ব্রেসওয়েল।