৯ গোলের থ্রিলারে গোলদাতা রোনালদো ও মেসি, জিতলো পিএসজি

ক্রিস্তিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি সৌদি আরবে অনুষ্ঠিত এক প্রদর্শনী ফুটবল ম্যাচে নিজ নিজ দলের পক্ষে গোল করে মাঠে উপস্থিত দর্শকদের দারুণ আনন্দ দিয়েছেন। তবে তারকা সমৃদ্ধ ফরাসি দল পিএসজির কাছে ৫-৪ গোলের ব্যবধানে হেরে গেছে সৌদি আরবের দুটি ক্লাবের সমন্বয়ে গড়া রিয়াদ দলটি। রোনালদো দুটি এবং মেসি একটি গোল করেন। পিএসজি খেলা শেষ করে দশজন নিয়ে।

খেলোয়াড়দের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শীর্ষ পর্যায়ে খেলার কারণে পিএসজি ছিল অনেক বেশি এগিয়ে। তাই স্বাভাবিকভাবেই মেসি, নেইমার ও এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজি ছিল সুস্পষ্ট ফেবারিট। শেষ পর্যন্ত জিতেছে ফেবারিটরাই। তবে তাদের প্রায় অর্ধেক সময় খেলতে হয়েছে একজন কম নিয়ে। দর্শকরা দেখেছেন নয়টি গোল। একই সঙ্গে দেখেছেন বর্তমান বিশ্বের সেরা চার তারকা রোনালদো, মেসি, নেইমার ও এমবাপ্পেকে একই ম্যাচে।

প্রদর্শনী ম্যাচ হওয়া সত্ত্বেও গত বৃহস্পতিবার কিং ফাহদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতার মেজাজ। উভয় দলই চেষ্টা করেছে গোলের। সেক্ষেত্রে তারা সফলও হয়েছে। প্রথমার্ধে মেসি এবং মার্কিনিওসের গোলে পিএসজি এগিয়ে গেলেও রোনালদোর জোড়া গোলে ম্যাচে সমতায় ফেরে রিয়াদের দলটি। এ অর্ধেই লাল কার্ড দেখেন পিএসজির জুয়ান বার্নেট। সালেম আল দাওসারিকে ফাউল করে তিনি কার্ডটি দেখেন।

একজন কম নিয়ে খেলেও পিএসজি ম্যাচ জিতেছে মূলত তাদের অভিজ্ঞতার কারণেই। তবে ভিন্ন দলের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ দলটিও খারাপ খেলেনি। বরং পিএসজির সঙ্গে সমান তালে পাল্লা দেয়ায় তারা প্রশংসা পাওয়ারই দাবিদার। ৭৮ মিনিটে একিতিকের গোলই জয় নিশ্চিত করে দেয় পিএসজির।

ম্যাচ শেষে পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের প্রশংসা করেছেন মাঠের পরিবেশের। তিনি বলেন, ‘চমৎকার স্টেডিয়ামের দারুণ পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে আমরা বেশ কতগুলো গোল দেখলাম। এখানকার দর্শকরা দারুণ। মাঠে যেভাবে আমাদের সম্মানিত করা হয়েছে তাতে আমি খুবই আনন্দিত।’

পিএসজি এ ম্যাচ খেলতে নামে তাদের নতুন কালো এবং সোনালি রংয়ের জার্সি গায়ে। তাদের শুরুটাও ছিল দারুণ। তৃতীয় মিনিটেই নেইমারে থ্রুতে সাইড ভলির সাহায্যে গোল করে মেসি এগিয়ে দেন ফরাসি দলটিকে। বিশ্বকাপে মেসিকে গোল বঞ্চিত করা সৌদি গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস ঠিকমতো সামনে গিয়ে বাধা সৃষ্টি করতে পারেননি মেসিকে।

সৌদি আরবের আল হিলাল এবং আল নাসর ক্লাবের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াল দলটি ভালোভাবেই লড়াই চালিয়ে যায়। ক্রিস্তিয়ানো রোনালদো দারুণ খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য রাখেন। তাকে আটকাতে গিয়ে ফাউল করে রিয়াদকে পেনাল্টি উপহার দেন এক সময়ে একসঙ্গে রিয়ালে খেলা গোলরক্ষক কেইলর নাভাস। রোনালদো পেনাল্টি থেকে সমতা ফেরান। এর কিছুক্ষণ পরই লাল কার্ড দেখেন বার্নেট। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি পিএসজির। একজন কম নিয়ে খেলেও কিছুক্ষণের মধ্যেই মার্কিনিওসের গোলে আবার এগিয়ে যায় পিএসজি। বিরতির আগে আবার সমতা ফেরায় রিয়াদ। সার্জিও রামোস ঠিকমতো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটি পেয়ে যান রোনালদো এবং তিনি জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা বজায় থাকে। কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে গোল করেন রামোস। কর্নার-কিকে মাথা লাগিয়ে ৩-৩ করেন রিয়াদের কোরিয়ান খেলোয়াড় জ্যাং হিউন সু। বক্সের মধ্যে আলি আল বুলাইহির হ্যান্ডবল হলে পেনাল্টি পায় পিএসজি। সেটি থেকে ব্যবধান বাড়িয়ে ৪-৩ করেন এমবাপ্পে। এ গোলের পর পরই মাঠ থেকে তুলে নেয়া হয় মেসি, নেইমার, এমবাপ্পেকে। অপর দিকে রোনালদোকেও তুলে নেন তার দলের কোচ।

একিতিকে গোল করলে পিএসজি এগিয়ে যায় ৫-৩ গোলে। তবে রোনালদো মাঠে না থাকলেও রিয়াদের লড়াকু মানসিকতা ঠিকই ছিল। প্রায় মাঝ মাঠ থেকে গড়া এক আক্রমন থেকে চতুর্থ গোল করেন অ্যান্ডারসন টালিস্কা।

সৌদি আরবের মাটিতে নিজের প্রথম ম্যাচে রোনালদো জিততে না পারলেও দারুণ খেলে বুঝিয়েছেন আল নাসর তাকে নিয়ে ভুল করেনি। তিনি হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। আগামীকাল আল ইত্তিফাক ক্লাবের বিপক্ষে আল নাসরের হয়ে প্রথম মাঠে নামবেন তিনি।

শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ , ০৬ মাঘ ১৪২৯, ২৬ জমাদিউল সানি ১৪৪৪

৯ গোলের থ্রিলারে গোলদাতা রোনালদো ও মেসি, জিতলো পিএসজি

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ক্রিস্তিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি সৌদি আরবে অনুষ্ঠিত এক প্রদর্শনী ফুটবল ম্যাচে নিজ নিজ দলের পক্ষে গোল করে মাঠে উপস্থিত দর্শকদের দারুণ আনন্দ দিয়েছেন। তবে তারকা সমৃদ্ধ ফরাসি দল পিএসজির কাছে ৫-৪ গোলের ব্যবধানে হেরে গেছে সৌদি আরবের দুটি ক্লাবের সমন্বয়ে গড়া রিয়াদ দলটি। রোনালদো দুটি এবং মেসি একটি গোল করেন। পিএসজি খেলা শেষ করে দশজন নিয়ে।

খেলোয়াড়দের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শীর্ষ পর্যায়ে খেলার কারণে পিএসজি ছিল অনেক বেশি এগিয়ে। তাই স্বাভাবিকভাবেই মেসি, নেইমার ও এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজি ছিল সুস্পষ্ট ফেবারিট। শেষ পর্যন্ত জিতেছে ফেবারিটরাই। তবে তাদের প্রায় অর্ধেক সময় খেলতে হয়েছে একজন কম নিয়ে। দর্শকরা দেখেছেন নয়টি গোল। একই সঙ্গে দেখেছেন বর্তমান বিশ্বের সেরা চার তারকা রোনালদো, মেসি, নেইমার ও এমবাপ্পেকে একই ম্যাচে।

প্রদর্শনী ম্যাচ হওয়া সত্ত্বেও গত বৃহস্পতিবার কিং ফাহদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতার মেজাজ। উভয় দলই চেষ্টা করেছে গোলের। সেক্ষেত্রে তারা সফলও হয়েছে। প্রথমার্ধে মেসি এবং মার্কিনিওসের গোলে পিএসজি এগিয়ে গেলেও রোনালদোর জোড়া গোলে ম্যাচে সমতায় ফেরে রিয়াদের দলটি। এ অর্ধেই লাল কার্ড দেখেন পিএসজির জুয়ান বার্নেট। সালেম আল দাওসারিকে ফাউল করে তিনি কার্ডটি দেখেন।

একজন কম নিয়ে খেলেও পিএসজি ম্যাচ জিতেছে মূলত তাদের অভিজ্ঞতার কারণেই। তবে ভিন্ন দলের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ দলটিও খারাপ খেলেনি। বরং পিএসজির সঙ্গে সমান তালে পাল্লা দেয়ায় তারা প্রশংসা পাওয়ারই দাবিদার। ৭৮ মিনিটে একিতিকের গোলই জয় নিশ্চিত করে দেয় পিএসজির।

ম্যাচ শেষে পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের প্রশংসা করেছেন মাঠের পরিবেশের। তিনি বলেন, ‘চমৎকার স্টেডিয়ামের দারুণ পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে আমরা বেশ কতগুলো গোল দেখলাম। এখানকার দর্শকরা দারুণ। মাঠে যেভাবে আমাদের সম্মানিত করা হয়েছে তাতে আমি খুবই আনন্দিত।’

পিএসজি এ ম্যাচ খেলতে নামে তাদের নতুন কালো এবং সোনালি রংয়ের জার্সি গায়ে। তাদের শুরুটাও ছিল দারুণ। তৃতীয় মিনিটেই নেইমারে থ্রুতে সাইড ভলির সাহায্যে গোল করে মেসি এগিয়ে দেন ফরাসি দলটিকে। বিশ্বকাপে মেসিকে গোল বঞ্চিত করা সৌদি গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস ঠিকমতো সামনে গিয়ে বাধা সৃষ্টি করতে পারেননি মেসিকে।

সৌদি আরবের আল হিলাল এবং আল নাসর ক্লাবের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াল দলটি ভালোভাবেই লড়াই চালিয়ে যায়। ক্রিস্তিয়ানো রোনালদো দারুণ খেলে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও শীর্ষ পর্যায়ে খেলার সামর্থ্য রাখেন। তাকে আটকাতে গিয়ে ফাউল করে রিয়াদকে পেনাল্টি উপহার দেন এক সময়ে একসঙ্গে রিয়ালে খেলা গোলরক্ষক কেইলর নাভাস। রোনালদো পেনাল্টি থেকে সমতা ফেরান। এর কিছুক্ষণ পরই লাল কার্ড দেখেন বার্নেট। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি পিএসজির। একজন কম নিয়ে খেলেও কিছুক্ষণের মধ্যেই মার্কিনিওসের গোলে আবার এগিয়ে যায় পিএসজি। বিরতির আগে আবার সমতা ফেরায় রিয়াদ। সার্জিও রামোস ঠিকমতো বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটি পেয়ে যান রোনালদো এবং তিনি জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা বজায় থাকে। কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে গোল করেন রামোস। কর্নার-কিকে মাথা লাগিয়ে ৩-৩ করেন রিয়াদের কোরিয়ান খেলোয়াড় জ্যাং হিউন সু। বক্সের মধ্যে আলি আল বুলাইহির হ্যান্ডবল হলে পেনাল্টি পায় পিএসজি। সেটি থেকে ব্যবধান বাড়িয়ে ৪-৩ করেন এমবাপ্পে। এ গোলের পর পরই মাঠ থেকে তুলে নেয়া হয় মেসি, নেইমার, এমবাপ্পেকে। অপর দিকে রোনালদোকেও তুলে নেন তার দলের কোচ।

একিতিকে গোল করলে পিএসজি এগিয়ে যায় ৫-৩ গোলে। তবে রোনালদো মাঠে না থাকলেও রিয়াদের লড়াকু মানসিকতা ঠিকই ছিল। প্রায় মাঝ মাঠ থেকে গড়া এক আক্রমন থেকে চতুর্থ গোল করেন অ্যান্ডারসন টালিস্কা।

সৌদি আরবের মাটিতে নিজের প্রথম ম্যাচে রোনালদো জিততে না পারলেও দারুণ খেলে বুঝিয়েছেন আল নাসর তাকে নিয়ে ভুল করেনি। তিনি হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। আগামীকাল আল ইত্তিফাক ক্লাবের বিপক্ষে আল নাসরের হয়ে প্রথম মাঠে নামবেন তিনি।