অটোচালকের মরদেহ উদ্ধার আটক এক

কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার পর গলাকাটা লাশ রাস্তার ধারে একটি বাঁশ ঝাড়ে রেখে গেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। উলিপুর থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সকালেই কুড়িগ্রাম থেকে সিআইডির একটি টিম ঘটনা স্থলে পৌঁছে এবং ঘটনাস্থল পরিদর্শন ও পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এদিকে কুড়িগ্রামের জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম উভয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্মান্তিক এ হত্যাকান্ডের ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হত্যকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একই গ্রামের প্রতিবেশী আলিফ উদ্দিনের পুত্র গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এছাড়া আলামত হিসেবে তার পড়নের একটি প্যান্ট ও একজোড়া জুতা জব্দ করেছে। হত্যকান্ডের শিকার রফিকুল ইসলাম ধরণীবাড়ী তেলীপাড়া গ্রামের আবুল হোসেন ফাগুর পুত্র। সে এক সময় বুট বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আয় রোজগার কম হওয়ায় একটু ভালোভাবে জীবিকা নির্বাহ করতে ঋণ করে অটোরিক্সা কিনে চালাতো। নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, অটোরিক্সাটি পুরাতন হওয়ায় তার স্বামী রফিকুল ইসলাম কয়েকদিন পূর্বে সেটি ৮০ হাজার টাকায় বিক্রি করেন। নতুন অটোরিক্সা কেনার জন্য আরোও কিছু টাকার প্রয়োজন হওয়ায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) উলিপুর আশা অফিস থেকে ৫০ হাজার টাকা ঋণ উত্তোলন করি। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিক্সা কেনার জন্য সব টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামী নতুন অটোরিক্সা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। তার ধারনা দুর্বৃত্তরা স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন। ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান। উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ , ০৭ মাঘ ১৪২৯, ২৭ জমাদিউল সানি ১৪৪৪

অটোচালকের মরদেহ উদ্ধার আটক এক

প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যার পর গলাকাটা লাশ রাস্তার ধারে একটি বাঁশ ঝাড়ে রেখে গেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। উলিপুর থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সকালেই কুড়িগ্রাম থেকে সিআইডির একটি টিম ঘটনা স্থলে পৌঁছে এবং ঘটনাস্থল পরিদর্শন ও পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এদিকে কুড়িগ্রামের জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম উভয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন। মর্মান্তিক এ হত্যাকান্ডের ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হত্যকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একই গ্রামের প্রতিবেশী আলিফ উদ্দিনের পুত্র গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এছাড়া আলামত হিসেবে তার পড়নের একটি প্যান্ট ও একজোড়া জুতা জব্দ করেছে। হত্যকান্ডের শিকার রফিকুল ইসলাম ধরণীবাড়ী তেলীপাড়া গ্রামের আবুল হোসেন ফাগুর পুত্র। সে এক সময় বুট বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আয় রোজগার কম হওয়ায় একটু ভালোভাবে জীবিকা নির্বাহ করতে ঋণ করে অটোরিক্সা কিনে চালাতো। নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, অটোরিক্সাটি পুরাতন হওয়ায় তার স্বামী রফিকুল ইসলাম কয়েকদিন পূর্বে সেটি ৮০ হাজার টাকায় বিক্রি করেন। নতুন অটোরিক্সা কেনার জন্য আরোও কিছু টাকার প্রয়োজন হওয়ায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) উলিপুর আশা অফিস থেকে ৫০ হাজার টাকা ঋণ উত্তোলন করি। ওই দিন সন্ধ্যায় নতুন অটোরিক্সা কেনার জন্য সব টাকা সাথে নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাতে আর তিনি বাড়িতে ফেরেনি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির কাছের বাঁশঝাড়ে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে খবর দেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, স্বামী নতুন অটোরিক্সা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে ফিরলেন লাশ হয়ে। তার ধারনা দুর্বৃত্তরা স্বামীর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন। ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য শাহাজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান। উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।