চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতেছে বসুন্ধরা কিংস

প্রিমিয়ার ফুটবল লীগে জয়রথ ছুটছেই বসুন্ধরা কিংসের। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। জয়ী দলের রাকিব হোসেন, ডরিয়েলটন ও ইয়াসিন আরাফাত একটি করে গোল করেন। এই জয়ে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী। এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যঅচে মুক্তিযোদ্ধা সংসদকে রুখে দিয়েছে নবাগত ফর্টিস এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মুক্তিযোদ্ধার হয়ে তাজ উদ্দিন গোল করে দলকে এগিয়ে দেন। তবে সেই গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করেন ফর্টিসের দানিলো কুইপাপা। ড্র করলেও পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ফর্টিস। চার পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে এক ম্যাচ বেশি খেলা মুক্তিযোদ্ধা সংসদ।

রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ , ০৭ মাঘ ১৪২৯, ২৭ জমাদিউল সানি ১৪৪৪

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতেছে বসুন্ধরা কিংস

ক্রীড়া বার্তা পরিবেশক

প্রিমিয়ার ফুটবল লীগে জয়রথ ছুটছেই বসুন্ধরা কিংসের। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। জয়ী দলের রাকিব হোসেন, ডরিয়েলটন ও ইয়াসিন আরাফাত একটি করে গোল করেন। এই জয়ে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মাত্র দুই পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী। এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যঅচে মুক্তিযোদ্ধা সংসদকে রুখে দিয়েছে নবাগত ফর্টিস এফসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মুক্তিযোদ্ধার হয়ে তাজ উদ্দিন গোল করে দলকে এগিয়ে দেন। তবে সেই গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করেন ফর্টিসের দানিলো কুইপাপা। ড্র করলেও পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে ফর্টিস। চার পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে এক ম্যাচ বেশি খেলা মুক্তিযোদ্ধা সংসদ।