সৌদি ম্যাচের মেসির জার্সি দাম নিলামে উঠলো ২৫ হাজার ইউরো

সৌদি আরবে রোনালদো বনাম মেসিদের

পিএসজির ১৭ জন খেলোয়াড়ের জার্সি নিলামে বিক্রি করা হয়েছে। তবে মেসির জার্সি নিয়েই বেশি শোরগোল হয়েছে। সেই জার্সি নজর কেড়ে নিয়েছে সবার। এখনও পর্যন্ত মেসির জার্সির দাম উঠেছে ২৫ হাজার ইউরো। যদিও নিলাম চলবে আরও আট দিন। ফলে মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে। ম?্যাচটা ফ্রেন্ডলি হলেও ছিল তীব্র উত্তেজনা লাল কার্ড, পেনাল্টি, উন্মাদনা সবকিছু। পিএসজি ৫-৪ গোলে জিতলো। জিতলেন মেসি। কিন্তু হৃদয় জিতলেন রোনালদো নামের এক আগুন। তিনিই ম্যাচের সেরা। মেসি-নেইমার-রোনালদো-এমবাপ্পেরা এক ঘণ্টার কাছাকাছি মাঠে ছিলেন। তারপরে তাদের তুলে নেয়া হয়। আরব দেশে অভিষেক হয়ে গিয়েছে রোনালদোর। এবার আল নাসর ক্লাবের হয়ে অভিষেক ঘটবে রোনালদোর। সেই দিকেই তাকিয়ে সবাই।

এদিকে কাতারে বিশ্বজয়ের পর পিএসজিতে ফিরে প্রথম ম্যাচেই মেসি মুখোমুখি হয়েছিলেন অঁজের-এর। সেই ম্যাচে মেসি যে জার্সি পরে নেমেছিলেন, সেই জার্সিটি চীনের এক নাগরিক নাগরিক ৪৭ হাজার ৩০০ ডলারে কিনেছেন।

রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ , ০৭ মাঘ ১৪২৯, ২৭ জমাদিউল সানি ১৪৪৪

সৌদি ম্যাচের মেসির জার্সি দাম নিলামে উঠলো ২৫ হাজার ইউরো

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

সৌদি আরবে রোনালদো বনাম মেসিদের

পিএসজির ১৭ জন খেলোয়াড়ের জার্সি নিলামে বিক্রি করা হয়েছে। তবে মেসির জার্সি নিয়েই বেশি শোরগোল হয়েছে। সেই জার্সি নজর কেড়ে নিয়েছে সবার। এখনও পর্যন্ত মেসির জার্সির দাম উঠেছে ২৫ হাজার ইউরো। যদিও নিলাম চলবে আরও আট দিন। ফলে মেসির জার্সির দাম আরও বাড়তেই পারে। ম?্যাচটা ফ্রেন্ডলি হলেও ছিল তীব্র উত্তেজনা লাল কার্ড, পেনাল্টি, উন্মাদনা সবকিছু। পিএসজি ৫-৪ গোলে জিতলো। জিতলেন মেসি। কিন্তু হৃদয় জিতলেন রোনালদো নামের এক আগুন। তিনিই ম্যাচের সেরা। মেসি-নেইমার-রোনালদো-এমবাপ্পেরা এক ঘণ্টার কাছাকাছি মাঠে ছিলেন। তারপরে তাদের তুলে নেয়া হয়। আরব দেশে অভিষেক হয়ে গিয়েছে রোনালদোর। এবার আল নাসর ক্লাবের হয়ে অভিষেক ঘটবে রোনালদোর। সেই দিকেই তাকিয়ে সবাই।

এদিকে কাতারে বিশ্বজয়ের পর পিএসজিতে ফিরে প্রথম ম্যাচেই মেসি মুখোমুখি হয়েছিলেন অঁজের-এর। সেই ম্যাচে মেসি যে জার্সি পরে নেমেছিলেন, সেই জার্সিটি চীনের এক নাগরিক নাগরিক ৪৭ হাজার ৩০০ ডলারে কিনেছেন।