সেনাবাহিনী ও আনসার উশুতে চ্যাম্পিয়ন

জাতীয় উশুর পুরুষ বিভাগে সেনাবাহিনী এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হওয়া টুর্নামেন্টের পুরুষ বিভাগে ১০টি স্বর্ণ, ছয়টি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে সেরা হয় সেনাবাহিনী। সাতটি করে স্বর্ণ ও রুপা এবং ছয়টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ আনসার। অন্যদিকে মেয়েদের বিভাগে ১২টি স্বর্ণ, আটটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় আনসার। রানার্সআপ সেনাবাহিনী জিতেছে নয়টি স্বর্ণ, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ।

খেলা শেষে পুরস্কার তুলে দেন উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপি। গ্র্যান্ডমাস্টার আলমগীর শাহ ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এবারের আসরে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ এবং সার্ভিসেস সংস্থাসহ ৩৬ দলের প্রায় সাড়ে পাঁচশ’ উশুকা অংশ নেন।

রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ , ০৭ মাঘ ১৪২৯, ২৭ জমাদিউল সানি ১৪৪৪

সেনাবাহিনী ও আনসার উশুতে চ্যাম্পিয়ন

ক্রীড়া বার্তা পরিবেশক

জাতীয় উশুর পুরুষ বিভাগে সেনাবাহিনী এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হওয়া টুর্নামেন্টের পুরুষ বিভাগে ১০টি স্বর্ণ, ছয়টি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে সেরা হয় সেনাবাহিনী। সাতটি করে স্বর্ণ ও রুপা এবং ছয়টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ আনসার। অন্যদিকে মেয়েদের বিভাগে ১২টি স্বর্ণ, আটটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় আনসার। রানার্সআপ সেনাবাহিনী জিতেছে নয়টি স্বর্ণ, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ।

খেলা শেষে পুরস্কার তুলে দেন উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপি। গ্র্যান্ডমাস্টার আলমগীর শাহ ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এবারের আসরে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ এবং সার্ভিসেস সংস্থাসহ ৩৬ দলের প্রায় সাড়ে পাঁচশ’ উশুকা অংশ নেন।