তরুণীদের ফুটবলে রাজশাহী চ্যাম্পিয়ন

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের খেলায় গতকাল তরুণীদের ফুটবল ফাইনালে স্বাগতিক রাজশাহী ২-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে মায়া ও দ্বিতীয়ার্ধে ফালগুনী গোল করেন। খেলা শেষে পুরস্কার তুলে দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. হাসিনুর রহমান টিংকু। এ সময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম সরবার, মো. রোকনুজ্জামান, হকি সদস্য সচিব মো. তৌফিকুর রহমান রতন উভয় দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অ-১৬ জাতীয় ক্রিকেট

রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকাল নাটোর জেলা ২ উইকেটে হারায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে।

স্কোর : জয়ী চাঁপাই ৪৫.১ ওভারে ১২৩ (তাহাসিন ৩৭; মারুফ ৩/১৮, দীপ্ত ২/১১ রানে ২টি, সাজিদ ২/২১)। নাটোর ৪০ ওভারে ১২৭/৮ (সরদার তাসওয়ার ২১, আসফিক অপ. ৩৭; দুলাল ২/১৭)।

জেলা ভলিবল লীগ

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একদিন বিরতির পর পুনরায় জেলা ১ম বিভাগ ভলিবল লীগ শুরু হয়েছে। গতকাল আমবাগান ক্লাব ৩-০ সেটে জাগ্রত সঘ ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে সম্পীতি ক্রীড়া চক্রকে হারায়।

নারীদের সিক্স এ সাইড হকি

রাজশাহী জেলা হকি সমিতির উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ নারীদের সিক্সে সাইড হকি প্রতিযোগিতা দিনব্যপী অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করবে।

রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ , ০৭ মাঘ ১৪২৯, ২৭ জমাদিউল সানি ১৪৪৪

তরুণীদের ফুটবলে রাজশাহী চ্যাম্পিয়ন

প্রতিনিধি, রাজশাহী

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের খেলায় গতকাল তরুণীদের ফুটবল ফাইনালে স্বাগতিক রাজশাহী ২-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধে মায়া ও দ্বিতীয়ার্ধে ফালগুনী গোল করেন। খেলা শেষে পুরস্কার তুলে দেন বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. হাসিনুর রহমান টিংকু। এ সময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম সরবার, মো. রোকনুজ্জামান, হকি সদস্য সচিব মো. তৌফিকুর রহমান রতন উভয় দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অ-১৬ জাতীয় ক্রিকেট

রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকাল নাটোর জেলা ২ উইকেটে হারায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে।

স্কোর : জয়ী চাঁপাই ৪৫.১ ওভারে ১২৩ (তাহাসিন ৩৭; মারুফ ৩/১৮, দীপ্ত ২/১১ রানে ২টি, সাজিদ ২/২১)। নাটোর ৪০ ওভারে ১২৭/৮ (সরদার তাসওয়ার ২১, আসফিক অপ. ৩৭; দুলাল ২/১৭)।

জেলা ভলিবল লীগ

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একদিন বিরতির পর পুনরায় জেলা ১ম বিভাগ ভলিবল লীগ শুরু হয়েছে। গতকাল আমবাগান ক্লাব ৩-০ সেটে জাগ্রত সঘ ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে সম্পীতি ক্রীড়া চক্রকে হারায়।

নারীদের সিক্স এ সাইড হকি

রাজশাহী জেলা হকি সমিতির উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ নারীদের সিক্সে সাইড হকি প্রতিযোগিতা দিনব্যপী অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করবে।