‘আলী যাকের নতুনের উৎসব’-এ সম্মাননা পেলেন ৪ গুণী

নতুন পাঁচটি নাটক নিয়ে শুরু হয়েছে ‘আলী যাকের নতুনের উৎসব-২০২৩’। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসব আয়োজন করেছে। সাতটি নতুন নাটক নিয়ে ২০১৯ সালে নাগরিক নাট্যসম্প্রদায় প্রথমবার আয়োজন করেছিল ‘নতুনের উৎসব’। কোভিড মহামারীর কারণে পরে আর এ উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। ২০২০ সালের নভেম্বরে নাগরিকের সভাপতি আলী যাকের মারা যাওয়ার পর আয়োজনটি নাম পায় ‘আলী যাকের নতুনের উৎসব’। আয়োজনে প্রথমদিন দেয়া হয় চার গুণীর নামাঙ্কিত সম্মাননা। এ বছর সৈয়দ শামসুল হক নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ; জিয়া হায়দার নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ; আলী যাকের নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ এবং খালেদ খান নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন অভিনয় শিল্পী মাসুদ আলী খান। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলা। উৎসবের জন্য নির্বাচিত পাঁচটি নাটকের প্রতিটিকে প্রণোদনা হিসেবে ৩ লাখ টাকা করে দেয়া হয় মাস ছয়েক আগে। নাটক নির্বাচনে নাগরিক নাট্যসম্প্রদায়ের জ্যেষ্ঠ সদস্যদের পাশাপাশি জুরিবোর্ডে ছিলেন অধ্যাপক আবদুস সেলিম, মাসুম রেজা ও সুদীপ চক্রবর্তী। উৎসবে রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হয় শুভাশিস সিনহা নির্দেশিত নাটক ‘রিমান্ড’। আজ মঞ্চস্থ হবে অলোক বসু নির্দেশিত ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, আগামীকাল থাকছে মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত ‘সখী রঙ্গমালা’, পরশু মঞ্চস্থ হবে বাকার বকুল নির্দেশিত ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত ‘অচলায়তন’।

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

‘আলী যাকের নতুনের উৎসব’-এ সম্মাননা পেলেন ৪ গুণী

বিনোদন প্রতিবেদক

image

নতুন পাঁচটি নাটক নিয়ে শুরু হয়েছে ‘আলী যাকের নতুনের উৎসব-২০২৩’। শনিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন উদ্বোধন করেন অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসব আয়োজন করেছে। সাতটি নতুন নাটক নিয়ে ২০১৯ সালে নাগরিক নাট্যসম্প্রদায় প্রথমবার আয়োজন করেছিল ‘নতুনের উৎসব’। কোভিড মহামারীর কারণে পরে আর এ উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। ২০২০ সালের নভেম্বরে নাগরিকের সভাপতি আলী যাকের মারা যাওয়ার পর আয়োজনটি নাম পায় ‘আলী যাকের নতুনের উৎসব’। আয়োজনে প্রথমদিন দেয়া হয় চার গুণীর নামাঙ্কিত সম্মাননা। এ বছর সৈয়দ শামসুল হক নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ; জিয়া হায়দার নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ; আলী যাকের নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও নাট্য নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ এবং খালেদ খান নামাঙ্কিত সম্মাননা পেয়েছেন অভিনয় শিল্পী মাসুদ আলী খান। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলা। উৎসবের জন্য নির্বাচিত পাঁচটি নাটকের প্রতিটিকে প্রণোদনা হিসেবে ৩ লাখ টাকা করে দেয়া হয় মাস ছয়েক আগে। নাটক নির্বাচনে নাগরিক নাট্যসম্প্রদায়ের জ্যেষ্ঠ সদস্যদের পাশাপাশি জুরিবোর্ডে ছিলেন অধ্যাপক আবদুস সেলিম, মাসুম রেজা ও সুদীপ চক্রবর্তী। উৎসবে রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হয় শুভাশিস সিনহা নির্দেশিত নাটক ‘রিমান্ড’। আজ মঞ্চস্থ হবে অলোক বসু নির্দেশিত ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, আগামীকাল থাকছে মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত ‘সখী রঙ্গমালা’, পরশু মঞ্চস্থ হবে বাকার বকুল নির্দেশিত ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত ‘অচলায়তন’।