শিশুতোষ চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত গাইলেন দেবলীনা সুর

সংগীতশিল্পী দেবলীনা সুর প্রথম কোনো শিশুতোষ চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত গেয়েছেন। লুবনা শারমিন পরিচালিত ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ সিনেমায় রবীন্দ্রসংগীত ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’ গানটি গেয়েছেন। গৌড়মল্লার রাগের এবং ত্রিতাল তালের এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ১৯২৯ সালের ২৯ আগস্ট। গানটির স্বরলিপিকার শৈলজারঞ্জন মজুমদার। দেবলীনা সুরের সিনেমাতে গানটি গাইবার জন্য গানটির সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার বলেন, ‘নিঃসন্দেহে দেবলীনা একজন ভালো সংগীতশিল্পী। এই রবীন্দ্রসংগীতটি দেবলীনা খুব ভালো গেয়েছে।’ দেবলীনা সুর বলেন, ‘যেহেতু ছোটবেলা থেকেই আসলে গানের সঙ্গেই বেড়ে উঠা। তাই গানকে ঘিরেই আমার স্বপ্ন, সাধনা।

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

শিশুতোষ চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত গাইলেন দেবলীনা সুর

বিনোদন প্রতিবেদক

image

সংগীতশিল্পী দেবলীনা সুর প্রথম কোনো শিশুতোষ চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত গেয়েছেন। লুবনা শারমিন পরিচালিত ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ সিনেমায় রবীন্দ্রসংগীত ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’ গানটি গেয়েছেন। গৌড়মল্লার রাগের এবং ত্রিতাল তালের এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ১৯২৯ সালের ২৯ আগস্ট। গানটির স্বরলিপিকার শৈলজারঞ্জন মজুমদার। দেবলীনা সুরের সিনেমাতে গানটি গাইবার জন্য গানটির সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার বলেন, ‘নিঃসন্দেহে দেবলীনা একজন ভালো সংগীতশিল্পী। এই রবীন্দ্রসংগীতটি দেবলীনা খুব ভালো গেয়েছে।’ দেবলীনা সুর বলেন, ‘যেহেতু ছোটবেলা থেকেই আসলে গানের সঙ্গেই বেড়ে উঠা। তাই গানকে ঘিরেই আমার স্বপ্ন, সাধনা।