ভিক্টর বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তায় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম নাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গতকাল দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় শিক্ষার্থী নাদিয়া তার বন্ধুর বাইকযোগ উত্তরায় যাচ্ছিলেন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। এর আগেও ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাষারায়। বাবার নাম মো. জাহাঙ্গীর আলম। নাদিয়া উত্তরায় মেসে থাকতেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভাটারায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।

নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, নাদিয়া তার বাইকযোগে ক্যাম্পাস থেকে দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসে। কেনাকাটা শেষে বাইকযোগেই ক্যাম্পাসের দিকে যাওয়ার কথা ছিল। তাই ফিউচার পার্কের আউট গেট দিয়ে বের হচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে তার বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া। চোখের সামনে বন্ধুর এমন মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। হতবিহ্বল হয়ে পড়েন মেহেদী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলমসহ স্বজনরা।

ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৯০) জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন। বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ’ শিক্ষার্থী এ অবরোধ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দর এলাকার রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক বলেন, দুপুরে রাজধানীর ভাটারা থানার প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কাওলা ব্রিজ এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির ফলে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দেন। এরপর থেকে বিমানবন্দর সড়কে আবারও যানচলাচল শুরু হয়।

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

ভিক্টর বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব বার্তা পরিবেশক

image

ভিক্টর বাসের ধাক্কায় নিহত ছাত্রী নাদিয়া। মায়ের আহাজারি

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তায় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম নাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গতকাল দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় শিক্ষার্থী নাদিয়া তার বন্ধুর বাইকযোগ উত্তরায় যাচ্ছিলেন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। এর আগেও ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের চাষারায়। বাবার নাম মো. জাহাঙ্গীর আলম। নাদিয়া উত্তরায় মেসে থাকতেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভাটারায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।

নিহতের বন্ধু মেহেদী হাসান জানান, নাদিয়া তার বাইকযোগে ক্যাম্পাস থেকে দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে আসে। কেনাকাটা শেষে বাইকযোগেই ক্যাম্পাসের দিকে যাওয়ার কথা ছিল। তাই ফিউচার পার্কের আউট গেট দিয়ে বের হচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে তার বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া। চোখের সামনে বন্ধুর এমন মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। হতবিহ্বল হয়ে পড়েন মেহেদী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলমসহ স্বজনরা।

ভাটারা থানার ওসি এবিএম আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৯০) জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছেন। বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ’ শিক্ষার্থী এ অবরোধ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে বিমানবন্দর এলাকার রাস্তায় যানচলাচল ব্যাহত হয়। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক বলেন, দুপুরে রাজধানীর ভাটারা থানার প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কাওলা ব্রিজ এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির ফলে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দেন। এরপর থেকে বিমানবন্দর সড়কে আবারও যানচলাচল শুরু হয়।