সরকারি খরচে ৭ বছরে হজে ১৯১৮ জন

দেশে এইচআইভি রোগী ৯৭০৮ জন

গত ৭ বছরে সরকারি খরচে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে বলে সংসদে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। গতকাল সংসদে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে সরকার নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যে সরকারি অর্থে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পাঠানোর কার্যক্রম শুরু করে। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজে পাঠানো হয়নি। তিনি জানান, সরকারি খরচে গত ৭ বছরে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে ১২৫, ২০১৫ সালে ২৬৮, ২০১৬ সালে ২৮৩, ২০১৭ সালে ৩৩৪, ২০১৮ সালে ৩৪০, ২০১৯ সালে ৩১৪ ও ২০২২ সালে ২৫৪ জন।

সরকারি দলের সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অন্য এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, জাকাত ফান্ডের বর্তমান স্থিতি ৪ কোটি ৯৭ লাখ ২১ হাজার ৩২৭ টাকা।

দেশে এইচআইভি রোগী ৯৭০৮ জন

দেশে বর্তমানে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন বলে সংসদে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, শনাক্ত রোগীদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৭৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ হাজার ৮৯০ জন।

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পদক্ষেপগুলো হলো- ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ, ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা, ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা। সরকারি-বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেয়া।

আরও খবর
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশ্ব ইজতেমার সমাপ্তি
বিএনপির ঘরে গণতন্ত্র নেই কেন জিজ্ঞেস করুন
সীমান্ত পরিস্থিতি চীনকে জানালো বাংলাদেশ
খাদ্য নিরাপত্তায় উন্নত দেশগুলোকে দায়িত্বশীল হতে হবে
চিকিৎসকদের কর্মক্ষেত্রে প্র্যাকটিসের সুবিধা দিতে চাই
হঠাৎ সংবর্ধিত প্রবাসী আ’লীগ নেতা আনোয়ারুজ্জামান, কে হচ্ছেন দলীয় প্রার্থী
বিদ্যুৎ কোম্পানিগুলোকে ব্যয় কমানোর পরামর্শ নসরুল হামিদের
চাকরি ছাড়তে বাধ্য হলেন ন্যাশনাল ব্যাংকের এমডি
পঞ্চগড়ের দয়াল ইংরেজিতে কনটেন্ট তৈরি করে নেট দুনিয়ায় সাড়া জাগিয়েছে
মুগদা-ঢামেক ছুটেও ছুরিকাহত যুবককে বাঁচাতে পারলেন না রিকশাচালক
‘সাঁতাও’ : প্রিমিয়ারে বিপুল সাড়া, তবু হল পাচ্ছে না!

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

সংসদে প্রশ্নোত্তর

সরকারি খরচে ৭ বছরে হজে ১৯১৮ জন

দেশে এইচআইভি রোগী ৯৭০৮ জন

নিজস্ব বার্তা পরিবেশক

গত ৭ বছরে সরকারি খরচে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে বলে সংসদে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। গতকাল সংসদে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে সরকার নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যে সরকারি অর্থে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পাঠানোর কার্যক্রম শুরু করে। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজে পাঠানো হয়নি। তিনি জানান, সরকারি খরচে গত ৭ বছরে ১ হাজার ৯১৮ জনকে হজে পাঠানো হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে ১২৫, ২০১৫ সালে ২৬৮, ২০১৬ সালে ২৮৩, ২০১৭ সালে ৩৩৪, ২০১৮ সালে ৩৪০, ২০১৯ সালে ৩১৪ ও ২০২২ সালে ২৫৪ জন।

সরকারি দলের সদস্য মোহাম্মদ হাবিব হাসানের অন্য এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, জাকাত ফান্ডের বর্তমান স্থিতি ৪ কোটি ৯৭ লাখ ২১ হাজার ৩২৭ টাকা।

দেশে এইচআইভি রোগী ৯৭০৮ জন

দেশে বর্তমানে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ জন বলে সংসদে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল প্রশ্নোত্তর পর্বে তিনি আরও জানান, শনাক্ত রোগীদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ৭৫ জন। আর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১ হাজার ৮৯০ জন।

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পদক্ষেপগুলো হলো- ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ, ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা, ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা। সরকারি-বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেয়া।