মুগদা-ঢামেক ছুটেও ছুরিকাহত যুবককে বাঁচাতে পারলেন না রিকশাচালক

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছুটেও ছুরিকাহত এক যুবককে বাঁচাতে পারলেন না রিকশাচালক রুবেল। গত শনিবার রাত ৩টার দিকে যুবককে দেখতে পান রুবেল। দ্রুত তাকে রিকশায় করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ভোর ৫টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক রুবেল জানান, তিনি মধ্যরাতে ধলপুর এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাকে রিকশায় করে নিয়ে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সেখানে নেয়ার পর চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও খবর
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশ্ব ইজতেমার সমাপ্তি
বিএনপির ঘরে গণতন্ত্র নেই কেন জিজ্ঞেস করুন
সীমান্ত পরিস্থিতি চীনকে জানালো বাংলাদেশ
খাদ্য নিরাপত্তায় উন্নত দেশগুলোকে দায়িত্বশীল হতে হবে
সরকারি খরচে ৭ বছরে হজে ১৯১৮ জন
চিকিৎসকদের কর্মক্ষেত্রে প্র্যাকটিসের সুবিধা দিতে চাই
হঠাৎ সংবর্ধিত প্রবাসী আ’লীগ নেতা আনোয়ারুজ্জামান, কে হচ্ছেন দলীয় প্রার্থী
বিদ্যুৎ কোম্পানিগুলোকে ব্যয় কমানোর পরামর্শ নসরুল হামিদের
চাকরি ছাড়তে বাধ্য হলেন ন্যাশনাল ব্যাংকের এমডি
পঞ্চগড়ের দয়াল ইংরেজিতে কনটেন্ট তৈরি করে নেট দুনিয়ায় সাড়া জাগিয়েছে
‘সাঁতাও’ : প্রিমিয়ারে বিপুল সাড়া, তবু হল পাচ্ছে না!

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

মুগদা-ঢামেক ছুটেও ছুরিকাহত যুবককে বাঁচাতে পারলেন না রিকশাচালক

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছুটেও ছুরিকাহত এক যুবককে বাঁচাতে পারলেন না রিকশাচালক রুবেল। গত শনিবার রাত ৩টার দিকে যুবককে দেখতে পান রুবেল। দ্রুত তাকে রিকশায় করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ভোর ৫টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার রাতে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক রুবেল জানান, তিনি মধ্যরাতে ধলপুর এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে এক যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাকে রিকশায় করে নিয়ে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তিনি। সেখানে নেয়ার পর চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।