কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল গতকাল জয় পেয়েছে জনকন্ঠ, বাংলা ট্রিবিউন, বৈশাখী টিভি, সমকাল, চ্যানেল আই, যুগান্তর, ডিবিসি ও ইন্ডিপেনডেন্ট টিভি। বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে চলমান ৩২ দলের টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলা ট্রিবিউন ২-১ গোলে চ্যানেল ২৪ কে পরাজিত করে, দৈনিক যুগান্তর এবং জিটিভির ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোল ড্র থাকলে টাইব্রেকারে যুগান্তর ৩-১ গোলে জয়ী হয়। বৈশাখী টেলিভিশন ৩-০ গোলে দৈনিক দেশ রুপান্তরকে হারায়। ডিবিসি চ্যানেল ৩-১ গোলে হারিয়েছে দৈনিক কালেরকন্ঠকে। চ্যানেল আই ২-০ গোলে এখন টিভিকে হারায়। একই ব্যবধানে ইন্ডিপেনডেন্ট টিভি দীপ্ত টিভিকে পরাজিত করে।

জনকন্ঠ ১-০ গোলে একুশে টেলিভিশনকে এবং দৈনিক সমকাল একই ব্যবধানে নিউজ-২৪কে পরাজিত করেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকরা ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।

আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল ৯টায়।

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

ক্রীড়া বার্তা পরিবেশক

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল গতকাল জয় পেয়েছে জনকন্ঠ, বাংলা ট্রিবিউন, বৈশাখী টিভি, সমকাল, চ্যানেল আই, যুগান্তর, ডিবিসি ও ইন্ডিপেনডেন্ট টিভি। বাফুফের আর্টিফিসিয়াল টার্ফে চলমান ৩২ দলের টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলা ট্রিবিউন ২-১ গোলে চ্যানেল ২৪ কে পরাজিত করে, দৈনিক যুগান্তর এবং জিটিভির ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোল ড্র থাকলে টাইব্রেকারে যুগান্তর ৩-১ গোলে জয়ী হয়। বৈশাখী টেলিভিশন ৩-০ গোলে দৈনিক দেশ রুপান্তরকে হারায়। ডিবিসি চ্যানেল ৩-১ গোলে হারিয়েছে দৈনিক কালেরকন্ঠকে। চ্যানেল আই ২-০ গোলে এখন টিভিকে হারায়। একই ব্যবধানে ইন্ডিপেনডেন্ট টিভি দীপ্ত টিভিকে পরাজিত করে।

জনকন্ঠ ১-০ গোলে একুশে টেলিভিশনকে এবং দৈনিক সমকাল একই ব্যবধানে নিউজ-২৪কে পরাজিত করেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকরা ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।

আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল ৯টায়।