খেলতে খেলতে সাবেক ফুটবলার হানিফ ডাবলু মাঠেই ঢলে পড়লেন

ভারত সফরে গিয়ে স্থানীয় প্রবীণদের দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাংলাদেশের সোনালী অতীত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ রশিদ ডাবলু। মাঠে বল নিয়ে দৌঁড়াতে গিয়ে হঠাৎই মুখ থুবড়ে পড়েন মাঠে। সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক ফুটবলার। গতকাল বিকেলে মালদাহ্র বিপক্ষে গয়েরকাটা মাঠে খেলতে নেমেছিলেন সোনালী অতীত ক্লাবের সদস্যরা। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৫৬ বছর বয়সী ডাবুল। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ তার মরদেহ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে সতীর্থদের।

২০ জানুয়ারি চারটি ম্যাচ খেলার জন্য ভারতে গিয়েছিলেন সোনালী অতীত ক্লাবের ২৬ সদস্য। গতকালই তাদের প্রথম ম্যাচ ছিল মালদার বিপক্ষে। কিন্তু ম্যাচ ছাপিয়ে বাবলুর মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন সতীর্থরা।

সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ , ০৮ মাঘ ১৪২৯, ২৮ জমাদিউল সানি ১৪৪৪

খেলতে খেলতে সাবেক ফুটবলার হানিফ ডাবলু মাঠেই ঢলে পড়লেন

ক্রীড়া বার্তা পরিবেশক

ভারত সফরে গিয়ে স্থানীয় প্রবীণদের দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ও বাংলাদেশের সোনালী অতীত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হানিফ রশিদ ডাবলু। মাঠে বল নিয়ে দৌঁড়াতে গিয়ে হঠাৎই মুখ থুবড়ে পড়েন মাঠে। সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক ফুটবলার। গতকাল বিকেলে মালদাহ্র বিপক্ষে গয়েরকাটা মাঠে খেলতে নেমেছিলেন সোনালী অতীত ক্লাবের সদস্যরা। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৫৬ বছর বয়সী ডাবুল। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ তার মরদেহ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে সতীর্থদের।

২০ জানুয়ারি চারটি ম্যাচ খেলার জন্য ভারতে গিয়েছিলেন সোনালী অতীত ক্লাবের ২৬ সদস্য। গতকালই তাদের প্রথম ম্যাচ ছিল মালদার বিপক্ষে। কিন্তু ম্যাচ ছাপিয়ে বাবলুর মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েন সতীর্থরা।